ঢাকা , শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ , ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পোরশায় ডাকাতের প্রস্তুতির ঘটনায় ৫ জন ও মাদকদ্রব্য ট্যাপেনটাডল ট্যাবলেট সহ ৩ জনকে আটক তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় ফ্যাসিস্ট তৈরির পথরুদ্ধ করবে-রিজভী ক্ষমতা ছাড়ার পরে চালের মজুত চাহিদার চেয়ে বেশি থাকবে-খাদ্য উপদেষ্টা প্রযুক্তিগতভাবে স্টিল বিল্ডিংয়ের অনেক সম্ভাবনা রয়েছে : বাণিজ্য উপদেষ্টা বিদেশি বিনিয়োগ আকর্ষণে ৩ কর আইনের ইংরেজি সংস্করণ প্রকাশ কোন ষড়যন্ত্রই আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না -কাজী ছাইয়েদুল আলম বাবুল কলম্বো সিকিউরিটি কনক্লেভে যোগ দিয়েছেন ড. খলিলুর রহমান ভুটানের প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানাবেন প্রধান উপদেষ্টা আখাউড়া বন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ মাছ রপ্তানি লালদিয়া-পানগাঁওয়ে ১০ বছর করমুক্ত সুবিধা পাবে ২ বিদেশি কোম্পানি বন্দর রক্ষায় সর্বাত্মক গণআন্দোলন গড়ে তুলুন-সিপিবি সুষ্ঠু নির্বাচনে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ পূর্ণ স্বাধীনতা দেওয়ার দাবি চট্টগ্রামে এক্সপ্রেসওয়ে থেকে গাড়ি ছিটকে পড়ে নিহত ১ ঘোষণাপত্রে স্বাক্ষর না থাকলে পোস্টাল ব্যালটের ভোট বাতিল রোহিঙ্গাদের ভার বহন করা আর সম্ভব না, প্রত্যাবাসনে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান বিরোধিতা সত্ত্বেও অল্প সময়ে এত অর্জন সরকারের নিষ্ঠারই প্রতিফলন-প্রেস সচিব নির্বাচনে আ’লীগকে পুরোপুরি বর্জন করতে হবে-রাশেদ খান সশস্ত্র বাহিনীর ভূমিকা আন্তর্জাতিক সম্পর্ককে প্রশংসনীয় করেছে-তারেক রহমান শেখ হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দিচ্ছি-আসিফ নজরুল তত্ত্বাবধায়কের আদলে নিরপেক্ষ দায়িত্ব পালনে অন্তর্বর্তী সরকারকে আহ্বান খসরুর

কোন ষড়যন্ত্রই আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না -কাজী ছাইয়েদুল আলম বাবুল

  • আপলোড সময় : ২১-১১-২০২৫ ০৭:১৩:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৫ ০৭:১৩:১৫ অপরাহ্ন
কোন ষড়যন্ত্রই আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না -কাজী ছাইয়েদুল আলম বাবুল
কালিয়াকৈর (গাজীপুর) থেকে সোহেল রানা
কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেছেন, আমাদের জাতীয় সংসদ নির্বাচন অতি আসন্ন সম্ভবত আগামী ডিসেম্বর মাসের ৫ তারিখে তফসিল ঘোষণা হবে, এই তফসিল ঘোষণার মাধ্যমে বহু প্রতিক্ষিত,  বাংলাদেশের মানুষের নিকট দীর্ঘদিনের প্রতিক্ষিত  নির্বাচন, সেই এই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মৌচাক ইউনিয়ন বিএনপি আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরন অনুষ্ঠানে গতকাল বৃহস্পতিবার বিকেলে মৌচাক বাস ষ্ট্যান্ড এলাকায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই সব কথা বলেন।
কাজী ছাইয়েদুল আলম বাবুল আরো বলেন, দীর্ঘ প্রায়  সতের বছর এদেশের মানুষ তাদের স্বাধীন ও  ইচ্ছে মতন ভোট দিতে পারে নাই, নিজের ভোট নিজে দিতে পারে নাই । স্বৈরাচার শেখ হাসিনা সরকারের অবৈধ নির্বাচন, ভোটের রাজনৈতিকে সে চিরতরে বন্ধ করে দিয়ে তার ইচ্ছে মত একটি নির্বাচন কমিশন গঠন করে দিনের ভোট রাতে দিয়ে বিনা ভোটে নিবাচিত স্বৈরাচারী সরকার দীর্ঘদিন মানুষের কাঁদে চেপে বসেছিল।  জনগণের আন্দোলনে সেই সরকারের পতন হয়েছে। এখনো পর্যন্ত নির্বাচনকে বিভিন্নভাবে বানচাল করার  জন্য ষড়যন্ত্র চলছে, দেশি-বিদেশি বহু ষড়যন্ত্র হচ্ছে। আপনাদের সজাগ থাকতে হবে। আপনারা বিগত ষোল সতের  বছর রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করে  স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছেন। আমাদের নেতা আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্ব বিগত সময়ে রাজপথে থেকে স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটিয়েছি।  ইনশাল্লাহ  কোন ষড়যন্ত্র আগামী জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। নির্বাচনকে প্রতিহত করার জন্য, নির্বাচনকে বিলম্বিত করার জন্য  বহু রকম ষড়যন্ত্র চলছে। আপনারা লক্ষ্য করছেন কিছু সংখ্যক স্বৈরাচারী সরকারের ধূসররা এখনো দেশে বিভিন্ন রকম রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বে বহু স্বৈরাচারীর পতন ঘটেছে সামনে যত ষড়যন্ত্র আসুক সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে এদেশের মানুষের ভোটের অধিকার বাস্তবায়ন করে এদেশের মানুষের গণতন্ত্রকে পরিপূর্ণতা দান করবে। আমাদের নেতা তারেক রহমান যোগ্য নেতৃত্ব ভোটের অধিকার দিয়ে  বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসবে ও সরকার গঠন হবে। আমাদের গাজীপুর ১ আসনে এখনো মনোনয়ন ঘোষণা করা হয় নাই, আগামী এক সপ্তাহের মধ্যে এই গাজীপুর  ১ আসনের মনোনয়ন ঘোষণা হবে। আপনারা ভালো সংবাদ পাবেন, সু সংবাদ পাবেন। আপনাদের সাথে নিয়ে বিগত প্রায় এিশ বছর  রাজপথে ছিলাম। কোন অত্যাচার  নির্যাতন, এমনি গুলির মুখ থেকেও সরি নাই। আপনাদের সাথে নিয়ে দলকে ও দেশকে সুসংগঠিত করব।
আগামী দিনে ধানের শিষের নির্বাচনী প্রচারনা ও লিফলেট বিতরন অনুষ্টানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির আহবায়ক সদস্য শ্রী বিধান কৃষ্ণ বর্মন। এ সময় বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা বিএনপি সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. হারুনুর রশিদ, গাজীপুর জেলা যুবদল সাবেক সদস্য সচিব এড. রফিকুল ইসলাম, বোয়ালী ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আলী আযম খান, গাজীপুর জেলা যুবদল যুগ্ম আহবায়ক রিয়াজ মাহমুদ তালুকদার, গাজীপুর জেলা যুবদল যুগ্ম আহবায়ক মহসিন সরকার, গাজীপুর জেলা যুবদল যুগ্ম আহবায়ক মো. নাজমুল হোসেন মন্ডল, গাজীপুর জেলা যুবদল যুগ্ম আহবায়ক এড. মাসুদ রানা, গাজীপুর জেলা যুবদল আহবায়ক সদস্য এম এ রাজ্জাক চৌধুরী, কালিয়াকৈর উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব মোহাম্মদ আলী মোল্লাহ্ প্রমুখ।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
লালদিয়া-পানগাঁওয়ে ১০ বছর করমুক্ত সুবিধা পাবে ২ বিদেশি কোম্পানি

লালদিয়া-পানগাঁওয়ে ১০ বছর করমুক্ত সুবিধা পাবে ২ বিদেশি কোম্পানি