আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সশস্ত্র বাহিনীর নিরপেক্ষ, পেশাদার ও সক্রিয় ভূমিকার প্রতি গভীর প্রত্যাশা ব্যক্ত করেছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত ‘নির্বাচনে সুষ্ঠু ভোট নিশ্চিতকরণে সশস্ত্র বাহিনীর ভূমিকা: সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে এই আহ্বান জানানো হয়। সংগঠনের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাইফুল্লাহ খান সাইফের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) রোকন উদ্দীন, গণঅধিকার পরিষদের সদস্য সচিব রাশেদ প্রধান, আমজনতা পার্টির সদস্য সচিব ফাতেমা তাসলিম রাধা এবং সবুজ আন্দোলনের সভাপতি কাজী রেজাউল করিমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, নিরাপত্তা বিশেষজ্ঞ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, উপমহাদেশে নির্বাচনকালীন সহিংসতা, পেশিশক্তির ব্যবহার, ভোটকেন্দ্র দখল ও প্রশাসনিক পক্ষপাত দীর্ঘদিনের চ্যালেঞ্জ। এসব থেকে মুক্তি পেতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ পূর্ণাঙ্গ ও জিরো-টলারেন্স ভূমিকা পালন করতে হবে এবং কোনো রাজনৈতিক বা প্রশাসনিক হস্তক্ষেপ ছাড়া সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। সেনাপ্রধানের দৃঢ় নিরপেক্ষ অবস্থান এ ক্ষেত্রে বিশেষ তাৎপর্য বহন করবে বলেও তারা মনে করেন। সেমিনারে আরও প্রস্তাব করা হয়, নির্বাচনের দিন ড্রোন মনিটরিং, বডি-ওয়ার্ন ক্যামেরা, লাইভ ভোট সেন্টার ফিড এবং নিরাপত্তা ডেটা অ্যানালাইসিসের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি সেনাবাহিনী, র?্যাব, পুলিশ, বিজিবি, আনসার ও প্রশাসনের মধ্যে একটি সমন্বিত কমান্ড স্ট্রাকচার গড়ে তুলে দ্রুত সাড়া প্রদানের ব্যবস্থা করার আহ্বান জানানো হয়। এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন আশাবাদ ব্যক্ত করে বলে, অতীতের সীমাবদ্ধতা কাটিয়ে এবার সশস্ত্র বাহিনী জাতিকে উপমহাদেশের মানদণ্ডে অন্যতম সেরা, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সক্ষম হবে। এতে ভোটারদের নিরাপত্তা, রাজনৈতিক দলের আস্থা এবং দেশের সার্বিক স্থিতিশীলতা নতুন উচ্চতায় পৌঁছাবে বলে তারা বিশ্বাস করে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
সুষ্ঠু নির্বাচনে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ পূর্ণ স্বাধীনতা দেওয়ার দাবি
- আপলোড সময় : ২১-১১-২০২৫ ০৭:০১:০৩ অপরাহ্ন
- আপডেট সময় : ২১-১১-২০২৫ ০৭:০১:০৩ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্টাফ রিপোর্টার