ফেনী প্রতিনিধি
ফেনীতে পৃথক ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ঘটনা দুটি ঘটে। ২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শোয়েব উদ্দিন নিলয় এ তথ্য নিশ্চিত করে জানান, লাশ দুটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তিনি আরও জানান, সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনীর ফাজিলপুর এলাকায় চট্টগ্রামমুখী মেইল ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক কিশোরের (১৫) মৃত্যু হয়। পরে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। এ ছাড়া সকাল ১০টার দিকে সোনাগাজী উপজেলার ভোয়াগ গ্রামে গাছ কাটার সময় গাছের নিচে চাপা পড়ে মুসা (৩৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়। তিনি ফিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার কালিদহ গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি গাছ কাটার কাজে যুক্ত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata