বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আন্দোলন ও অরাজগতার মধ্যে পার্থক্য রয়েছে। দূর থেকে তারা দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন অপরাধ করছে। দুষ্কৃতকারীরা দুষ্কর্ম করবে এটাই স্বাভাবিক। আজকে পার্শ্ববর্তী দেশে বসে এ দেশকে অস্থিতিশীল করার যে প্রচেষ্টা চালাচ্ছে, এটাই দেশের জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে ‘শহীদ জিয়া স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, কোনোভাবেই দেশের জনগণ ভালোভাবে গ্রহণ করছে না। তাদের মিনিমান কোনো অনুশোচনা নেই। সমস্ত শ্রেণি পেশার মানুষকে তারা হত্যা করেছে। কোনোভাবেই এ দেশের ফ্যাসিবাদ কায়েম না করতে পারে সে ব্যাপারে মানুষ সচেতন রয়েছে। জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ আলী ইমাম তপন ও সদর থানা বিএনপির সভাপতি আজগর আলী। ক্রিকেট টুর্নামেন্ট ১২টি দল অংশ গ্রহণ করে। উদ্বোধনী খেলায় সৈয়দ জালাল ক্লাব এবং টাঙ্গাইল টাইগারস ক্রিকেট একাডেমি অংশ গ্রহণ করে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
পার্শ্ববর্তী দেশে বসে দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালাচ্ছে-টুকু
- আপলোড সময় : ২১-১১-২০২৫ ১২:৩৭:৫৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২১-১১-২০২৫ ১২:৩৭:৫৭ পূর্বাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্টাফ রিপোর্টার