ঢাকা , বুধবার, ১৬ জুলাই ২০২৫ , ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ঐকমত্যে আসতে পারেনি রাজনৈতিক দলগুলো প্রাণনাশের হুমকি দিল প্রতারক ৪ দফা দাবি জোরপূর্বক প্রত্যাগত ওমান প্রবাসী ফোরামের পুলিশ কল্যাণ তহবিল থেকে দেড় কোটি টাকার অনুদান পাবে ৩৮৯ জন বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া নির্বাচন কমিশনের ৫১ কর্মকর্তাকে বদলি গেটে হাঁটুপানি, ভোগান্তিতে রোগী-স্বজনরা জিয়ার অনুকম্পায় রাজনীতি করে এখন তার পুত্রকে টার্গেট করছেÑ রিজভী চাঁদাবাজির অভিযোগে ওসিসহ ৬ পুলিশ প্রত্যাহার পঞ্চবেকি বয়া নদীর আয়রন ব্রিজ মৃত্যুফাঁদ ময়মনসিংহে মুক্তিপণ দিয়ে মিললো শিশুর লাশ ৪ লাখ টন চাল কিনবে সরকার, বেসরকারিভাবে ৫ লাখ টনের অনুমতি কে কাকে লাল কার্ড দেখাবে, তা ঠিক করবে জনগণ-ডা. জাহিদ বাংলাদেশিদের মিসরের ভিসা দিতে নিষেধাজ্ঞা নেই : দূতাবাস ইইউ’র প্রাক-নির্বাচনী অনুসন্ধানী দল ঢাকা আসছে সেপ্টেম্বরে সংরক্ষিত আসন বিলুপ্তির সুপারিশের প্রতিবাদ মহিলা পরিষদের মাদরাসায় ইংরেজি চর্চা করা উচিত : ধর্ম উপদেষ্টা বছরের পর বছর অপেক্ষা মিলছে না ড্রাইভিং লাইসেন্স মারা গেলেন জনপ্রিয় কে-ড্রামা অভিনেত্রী কাং সিও হা বক্স অফিসে চলছে ডাইনোসর-সুপারম্যান লড়াই

বগুড়া সারিয়াকান্দিতে ২৪ ঘণ্টায় তিন হত্যাকাণ্ড

  • আপলোড সময় : ১১-০৬-২০২৪ ১২:৫৩:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৪ ১২:৫৩:৪০ পূর্বাহ্ন
বগুড়া সারিয়াকান্দিতে ২৪ ঘণ্টায় তিন হত্যাকাণ্ড
বগুড়া প্রতিনিধি
বগুড়ার সারিয়াকান্দিতে সিজান বাবু (১৪) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়েছেগত রোববার গভীর রাতে উপজেলার কামালপুর ইউনিয়নের সুতনারা গ্রামের একটি মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়এ নিয়ে গত ২৪ ঘণ্টায় তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছেসারিয়াকান্দি থানার ওসি রবিউল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদের জন্য নিহত বাবুর বন্ধু আলিফকে থানায় আনা হয়েছেঅপর বন্ধু রাসেলকে পেলে হত্যার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবেপুলিশ ও স্থানীয়রা জানান, নিহত সিজান বাবু বগুড়ার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের হটিয়ারপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলেসে স্থানীয় জোড়শিমুল উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়তোদুই ভাইবোনের মধ্যে সে ছোটবন্ধু আলিফ (১৫) হটিয়ারপাড়া গ্রামের গ্রামের জয়নাল মণ্ডলের ছেলে এবং রাসেল (১৫) জোড়শিমুল গ্রামের ভুট্টু মিয়ার ছেলেতারা দুজন অষ্টম শ্রেণিতে পড়েতারা আরও জানান, সিজান গত রোববার রাত ৮টার দিকে বন্ধু আলিফের সঙ্গে বাড়ি থেকে বের হয়ে অপর বন্ধু রাসেলের কাছে যায়এরপর তিন বন্ধু পার্শ্ববর্তী সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের সুতনারা গ্রামের একটি পাথারে (মাঠ) যায়এ সময় পূর্ব কোনো বিরোধ নিয়ে রাসেলের সঙ্গে সিজানের বাকবিতণ্ডা শুরু হয়একপর্যায়ে রাসেল ছুরি বের করে সিজানের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে থাকেএতে ঘটনাস্থলেই সিজানের মৃত্যু হয়রাসেল এরপর আলিফের ওপর হামলা চালালে সে দৌড়ে পালিয়ে যায়আলিফ বাড়ি ফিরে ঘটনাটি পরিবারের সদস্যদের জানায়আলিফের স্বজনরা বিষয়টি নিহত সিজানের পরিবার ও পুলিশকে অবহিত করেসারিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থল থেকে সিজানের রক্তাক্ত লাশ উদ্ধার করেকামালপুর ইউনিয়নের চেয়ারম্যান রাশেদুজ্জামান রাসেল বলেন, তিন স্কুলবন্ধু গত রোববার রাতে সুতনারা গ্রামের মাঠে এসেছিলসেখানে সিজান নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়একজন পলাতক রয়েছে, অন্যজন বাড়িতে গিয়ে হত্যার ঘটনা প্রকাশ করেছেসারিয়াকান্দি থানার ওসি রবিউল ইসলাম জানান, নিহত সিজান বাবু, আলিফ ও রাসেল বন্ধুতারা একসঙ্গে চলাফেরা করতোতাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ জানা সম্ভব হয়নিজিজ্ঞাসাবাদের জন্য নিহতের বন্ধু আলিফকে থানা নেওয়া হয়েছেঅপর বন্ধু রাসেলকে ধরতে পারলে প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়া যাবেনিহতের লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছেএর আগে শনিবার রাতে দুর্বৃত্তরা বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের পোড়াপাড়া গ্রামে হত্যাসহ ২৯ মামলার আসামি, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী, সাবেক যুবদল নেতা বিরাজুল ইসলাম ব্রাজিলকে (৩৩) কুপিয়ে হত্যা করেছেতিনি সম্প্রতি একটি মামলায় জামিনলাভ করেনকাহালু থানার ওসি সেলিম রেজা জানান, এ ঘটনায় নিহতের মা মামলা করেছেনগতকাল সোমবার সকাল পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নিঅন্যদিকে, যাত্রীবেশী দুর্বৃত্তরা শনিবার রাতে বগুড়া সদরের সাবগ্রাম ইউনিয়নের কুরশা এলাকায় চালক সম্রাট ইসলামকে (৩৭) হত্যা করে তার অটোরিকশা নিয়ে গেছেসদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ জানান, এ ব্যাপারে হত্যা মামলা হয়েছেগতকাল সোমবার সকাল পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা ছিনিয়ে নেওয়া অটোরিকশা উদ্ধার করা যায়নি
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য