‘শাপলা’ দিয়ে এনসিপির কাছে আত্মসমর্পণ করেছে ইসি : ইরান
- আপলোড সময় : ২০-১১-২০২৫ ০৪:২২:৩৩ অপরাহ্ন
- আপডেট সময় : ২০-১১-২০২৫ ০৪:২২:৩৩ অপরাহ্ন
বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, জাতীয় নাগরিক পার্টিকে (এনপিসি) শাপলা প্রতীক দিয়ে তাদের কাছে আত্মসমর্পণ করেছে নির্বাচন কমিশন। আমরা কমিশনকে সকল প্রশ্নের ঊর্ধ্বে দেখতে চাই। বৃহস্পতিবার নির্বাচন ভবনে ইসি আয়োজিত সংলাপে বসে তিনি এমন মন্তব্য করেন। মোস্তাফিজুর রহমান ইরান বলেন, একটা কথা তিক্ততাৃ এটা বলা দরকার। এনসিপির নিবন্ধনের সময় শাপলা প্রতীক তারা চেয়েছিল। কিন্তু সেই শাপলা প্রতীক দেওয়া যাবে না, তার অনেক যৌক্তিকতা ছিল। আমাদের প্রধান উপদেষ্টার কার্যালয়, রাষ্ট্রপতির কার্যালয় থেকে শুরু করে রাষ্ট্রের অসংখ্য প্রতিষ্ঠানের লোগোতে শাপলা রয়েছে। আপনাদের (ইসি) দাবি (ব্যাখ্যা) যৌক্তিক ছিল। নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা সর্বশেষ একটা চিঠিও দিয়েছিলেন যে, তারা যদি এই সময়সীমার ভেতরে প্রতীক না নেয়, তাহলে একটা সিম্বল তাদের দেব। কিন্তু আমরা দেখলাম আপনারা সেখানে আত্মসমর্পণ করেছেন। আপনারা সেখানে শাপলা দিয়েছেন। শাপলার সাথে শুধু কলিযুক্ত হয়েছে। কিন্তু তারা যেই প্রতীক ব্যবহার করছে, এটা কিন্তু কলি ভাবছে না। এটা ঠিক শাপলা ফুল-ই হচ্ছে। ইরান আরও বলেন, নির্বাচন কমিশনকে আমরা প্রশ্নের ঊর্ধ্বে একটা জায়গাতে আমরা দেখতে চাই। বিগত তিনটি নির্বাচন বাংলাদেশকে ৩০০ বছর পেছনে নিয়েছে। শুধুমাত্র আওয়ামী লীগ যাদের বসাতো তারাই থাকতো। আমরা একটা সুন্দর নির্বাচন চাই। একটা ভোট উৎসব চাই। প্রশাসনে রদবদল ও ভোটের কর্মকর্তা নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে ইরান বলেন, আমরা দেখেছি যে, পোলিং এবং প্রিজাইডিং অফিসার নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম চলে আসছে। এই জায়গাগুলো থেকে নেওয়া যাবে না। যখন একটা প্রতিষ্ঠানগুলোর নাম চলে আসছে—একটা পক্ষ উপস্থাপন করেছে, আমরা চাই না যে এই প্রতিষ্ঠানগুলো থেকে অফিসার, প্রিজাইডিং অফিসার নিয়োগ হোক। এটা আপনাদের দেখা দরকার। এ সময় তিনি নির্বাচনী আচরণবিধির অনেক গলদ তুলে ধরেন। একই সঙ্গে এটা প্রণয়ন করার আগে দলগুলোর সঙ্গে আলোচনার প্রয়োজন ছিল বলে মতামত ব্যক্ত করেন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে সংলাপে অন্য নির্বাচন কমিশনার, ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দলের নেতারা অংশ নেন।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্টাফ রিপোর্টার