ঢাকা , শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ , ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গণভোট নিয়ে ফ্যাসিবাদীরা অপপ্রচার চালাচ্ছে-আলী রীয়াজ রাজনৈতিক ও নির্বাচনি পরিবেশ কলুষিত হয়ে পড়েছে : বদিউল আলম মজুমদার অন্তর্বর্তী সরকারের সময়েও উদ্বেগজনক হারে বাড়ছে খুন হদিস নেই জেল পালানো শত শত কারাবন্দির মাসে সাড়ে ৩ লাখ এনআইডির তথ্য বিক্রিতে আয় ১১ কোটি টাকা নীতিমালা, মূল্যবোধের কথা বলে উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব নয় : ড. দেবপ্রিয় পোস্টাল ব্যালটে অনিয়ম নির্দিষ্ট দলের পক্ষপাতের অভিযোগ সালাহউদ্দিনের ইইউতে তৈরি পোশাকের বাজার হারাচ্ছে বাংলাদেশ শিক্ষার্থীদের অবরোধে জনজীবনে নাভিশ্বাস এগারো দলীয় জোটে অসন্তোষ চরমে আবারও শৈত্যপ্রবাহের কবলে দেশ, বাড়ছে শীতের তীব্রতা খাগড়াছড়িতে ২০৩ ভোট কেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৬৩ নোয়াখালীতে ২৫০০ কেজি জাটকা জব্দ, আটক ৬ লাইটার জাহাজের সংকট নিরসনে বিশেষ টাস্কফোর্স গঠন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আজ এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল হ্যাঁ ভোটে কী পাবেন, না ভোটে কী হারাবেন জানাবে সরকার এলপিজি গ্যাসের দখলে জ্বালানি বাজার অপারেশন ডেভিল হান্টে রাজধানীতে ৬৭ জন গ্রেফতার মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের বিচার শুরু

কুষ্টিয়া-৩ আসনে বিএনপি প্রার্থী পাল্টানোর দাবিতে মশাল মিছিল

  • আপলোড সময় : ২০-১১-২০২৫ ০২:৩১:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৫ ০২:৩১:৪৮ অপরাহ্ন
কুষ্টিয়া-৩ আসনে বিএনপি প্রার্থী পাল্টানোর দাবিতে মশাল মিছিল
কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে মশাল মিছিল ও মহাসড়ক অবরোধ করেছেন তার সমর্থকরা। গত মঙ্গলবার রাত ৮টার দিকে সদর উপজেলার মধুপুর বাজারে জড়ো হয়ে শত শত কর্মী-সমর্থক মশাল মিছিল বের করেন। মিছিল শেষে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে তারা সোহরাব উদ্দিনের মনোনয়ন দাবিতে স্লোগান দেন। এ সময় আওয়ামী লীগ ও তাদের শাটডাউন কর্মসূচির বিরুদ্ধেও স্লোগান দেন তারা। বিক্ষোভকারীরা বলেন, আমরা ৬ ইউনিয়নের নেতাকর্মীরা আজ রাজপথে দাঁড়িয়েছি। এই আসনের মনোনয়ন প্রত্যাহার করে অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে দিতে হবে। বিএনপির কেন্দ্রীয় কমিটি মনোনয়ন দিয়েছেন ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে। ৪৫ বছর ধরে অধ্যক্ষ সোহরাব হোসেন জেলা বিএনপিকে আগলে রেখেছেন। তার জীবনের মায়া করেননি। তিনি নেতা হিসেবে কর্মীদের কাছে থেকেছেন। সোহরাব উদ্দিনকে যদি মনোনয়ন দেওয়া না হয় তাহলে এই আসন ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বিএনপিকে দিতে পারবে না। তারা আরও বলেন, সঠিকভাবে এই আসনের মনোনয়ন দেওয়া হয়নি। যদি হতো তাহলে অধ্যক্ষ সোহরাব হোসেন পেতেন। আমরা দলের হাইকমান্ডের কাছে জননেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে দাবি জানাই, আসনটি পুনর্বিবেচনা করার জন্য। সোহরাব উদ্দিনের কোনও দুর্নীতির মামলা নেই, আছে সব রাজনৈতিক মামলা। উনি দুঃসময়ে দলের নেতাকর্মী যারা জেলে ছিলেন, তাদের ও তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন। এই আসন যদি সোহরাব ভাই না পান তাহলে এই আসন বিএনপি হারাবে। মনোনয়ন পুনর্বিবেচনা করে সোহরাব উদ্দিনকে দলীয় মনোনয়ন দিলে এ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। তাকে মনোনয়ন না দিলে আরও কঠোর কর্মসূচিরও ঘোষণা দেন বিক্ষোভকারীরা। এতে সোহরাব উদ্দিনের সমর্থক স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচি শেষ হলে রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য