ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা

কারাগারে গার্মেন্টস শিল্পের কাজ করেন ৩০০ বন্দি পণ্য যায় বিদেশে

  • আপলোড সময় : ১১-০৬-২০২৪ ১২:৪৭:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৪ ১২:৪৭:৪৪ পূর্বাহ্ন
কারাগারে গার্মেন্টস শিল্পের কাজ করেন ৩০০ বন্দি পণ্য যায় বিদেশে কারাগারে গার্মেন্টস শিল্পের কাজ করেন ৩০০ বন্দি পণ্য যায় বিদেশে
ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বিভিন্ন পণ্য তৈরির ৬ মাসের ট্রেনিং শেষে একটি অনুষ্ঠানের মাধ্যমে শতাধিক বন্দিকে সনদ প্রদান করেছে কারা কর্তৃপক্ষএছাড়া কারাগারের ভেতরে উৎপাদন শাখা ভবনে ছোটখাটো একটি পোশাক কারখানা আছেসেখানে ৩০০ বন্দি কাজ করেনসেখানে তৈরি করা পোশাকগুলো পাঠানো হয় দেশের বাইরেগতকাল সোমবার ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ এসব তথ্য তুলে ধরেন
তিনি বলেন, কারাগারের ভেতরে বন্দিদের বিভিন্ন পণ্য তৈরির ট্রেনিং দেয়া হয়যেমন গার্মেন্টস শিল্পের পোশাক বানানোর, বেনারসি ও জামদানি শাড়ি, জুতা তৈরির প্রশিক্ষণ, শো-পিস বানানোর প্রশিক্ষণের পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণ ও মেরামতসহ বিভিন্ন কাজের প্রশিক্ষণ দেয়া হয় বন্দিদেরএছাড়া টেলিভিশন রেডিও, রেফ্রিজারেটর, ফ্যান, এয়ারকন্ডিশন মেরামতসহ বিভিন্ন প্রকার ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স যন্ত্রপাতি ও মোবাইল মেরামতের প্রশিক্ষণ দেয়া হয়পাশাপাশি বন্দিদের নিয়ে মাদকবিরোধী মোটিভেশন, ধর্মীয় মোটিভেশন, মেডিটেশন ও গণশিক্ষার ব্যবস্থা আছেযাতে কারাগার থেকে বান্দিরা মুক্তি পেয়ে হতাশায় যেন না ভোগে।  তিনি আরও বলেন, এ ট্রেনিং অভিজ্ঞতা নিয়ে তারা নিজেরাই যেন কাজ করে খেতে পারেনপাশাপাশি সেসব বন্দিরা মুক্তির পর আবারও তারা যেন অপরাধের দিকে ধাবিত না হয়এমন অনেক বন্দি আছে কারাগারে থেকে নানা কাজের বিষয়ে প্রশিক্ষণ নিয়ে বাইরে বের হয়ে তারা নিজেরাই ছোটখাটো কারখানা দিয়ে নিজের পায়ে দাঁড়িয়েছেনআগের অপরাধ তারা ভুলে গিয়ে নতুন জীবন গড়ে তুলেছেনতিনি বলেন, কারাগারের ভেতরে উৎপাদন শাখা ভবনে সব মেশিনপত্র নিয়ে ছোটখাটো একটি গার্মেন্টস আছেসেখানে ৩০০ বন্দি কাজ করে থাকেনবাইরের বায়ারের কাছ থেকে যারা পণ্য তৈরির অর্ডার নেয় তাদের কাছ থেকে আমরা অর্ডার নিয়ে সেগুলো তৈরি করে দেইসেসব  সাব-কন্ট্রাক্টেরের মাধ্যমে কারাগারের পোশাক শিল্পের পণ্যগুলো দেশের বাইরে যায়এদিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার একটি অনুষ্ঠানের মাধ্যমে গতকাল বন্দিদের মাঝে প্রাক-প্রাথমিক, ১ম, ২য়, ৩য় শ্রেণি ও কম্পিউটার প্রশিক্ষণের সনদ প্রদান করা হয়পরীক্ষায় অংশগ্রহণ করেন মোট ১২২ জন বন্দিতাদের মধ্যে কৃতকার্য হন মোট ১০৭ জনপুরান ঢাকা থেকে কেরানীগঞ্জে কারাগার হস্তান্তর হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রশিক্ষণ শেষে মোট ১৬৪২ জন বন্দিকে সনদ প্রদান করা হয়।  গতকাল  বন্দিদের মাঝে সনদ প্রদান অনুষ্ঠানে সিনিয়র জেল সুপারের পাশাপাশি ছিলেন জেলার নাশির আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স