ঢাকা , মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫ , ২৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ফের আইটেম গানে নাচবেন তামান্না সম্মানসূচক পাম ডি’অর পাচ্ছেন রবার্ট ডি নিরো মালাইকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সিআইডিতে আসছে নতুন এসিপি বাংলাদেশে আসছেন পাকিস্তানি গায়িকা আইমা বেগ হলে বাড়লো জংলির শো ছেলেকে নিয়ে ছুটি কাটাতে সিঙ্গাপুরে অপু নতুন ছবি নিয়ে পর্দায় আসছেন মোশাররফ করিম সকল শিক্ষা প্রতিষ্ঠানে পহেলা বৈশাখ উদযাপনের নির্দেশ মাউশির ব্রাহ্মণবাড়িয়ায় ঘরে ঢ়ুকে নারীকে কুপিয়ে হত্যা মোদির মতো নেতাকে ছুড়ে ফেলার বিকল্প নেই -সারজিস আট মাসের শিশুকে অপহরণের পর বিক্রি, ৮ দিন পর যশোর থেকে উদ্ধার ঈদযাত্রার ১১ দিনে সড়কে ঝরল ২৪৯ প্রাণ নওগাঁ বাড়ির ভেতরে মিললো ভাইবোনের মরদেহ পহেলা বৈশাখে পান্তা-ইলিশ নয় জাটকা সংরক্ষণের আহ্বান মৎস্য উপদেষ্টার ডিজিএফআই কর্মকর্তা হত্যা মামলায় আরসা প্রধানসহ ১০ জন কারাগারে মার্চে ৪৪২ নারী নির্যাতনের শিকার, ধর্ষণ ১৬৩ -মহিলা পরিষদ ১০ এপ্রিলের মধ্যে যোগদানের নির্দেশ প্রধান শিক্ষকদের বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে স্টার্টআপ খাতে ৯০০ কোটি টাকার তহবিল সবার অংশগ্রহণে ঐকমত্য প্রতিষ্ঠা করাই আমাদের প্রচেষ্টা -আলী রীয়াজ

কারাগারে গার্মেন্টস শিল্পের কাজ করেন ৩০০ বন্দি পণ্য যায় বিদেশে

  • আপলোড সময় : ১১-০৬-২০২৪ ১২:৪৭:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৪ ১২:৪৭:৪৪ পূর্বাহ্ন
কারাগারে গার্মেন্টস শিল্পের কাজ করেন ৩০০ বন্দি পণ্য যায় বিদেশে কারাগারে গার্মেন্টস শিল্পের কাজ করেন ৩০০ বন্দি পণ্য যায় বিদেশে
ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বিভিন্ন পণ্য তৈরির ৬ মাসের ট্রেনিং শেষে একটি অনুষ্ঠানের মাধ্যমে শতাধিক বন্দিকে সনদ প্রদান করেছে কারা কর্তৃপক্ষএছাড়া কারাগারের ভেতরে উৎপাদন শাখা ভবনে ছোটখাটো একটি পোশাক কারখানা আছেসেখানে ৩০০ বন্দি কাজ করেনসেখানে তৈরি করা পোশাকগুলো পাঠানো হয় দেশের বাইরেগতকাল সোমবার ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ এসব তথ্য তুলে ধরেন
তিনি বলেন, কারাগারের ভেতরে বন্দিদের বিভিন্ন পণ্য তৈরির ট্রেনিং দেয়া হয়যেমন গার্মেন্টস শিল্পের পোশাক বানানোর, বেনারসি ও জামদানি শাড়ি, জুতা তৈরির প্রশিক্ষণ, শো-পিস বানানোর প্রশিক্ষণের পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণ ও মেরামতসহ বিভিন্ন কাজের প্রশিক্ষণ দেয়া হয় বন্দিদেরএছাড়া টেলিভিশন রেডিও, রেফ্রিজারেটর, ফ্যান, এয়ারকন্ডিশন মেরামতসহ বিভিন্ন প্রকার ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স যন্ত্রপাতি ও মোবাইল মেরামতের প্রশিক্ষণ দেয়া হয়পাশাপাশি বন্দিদের নিয়ে মাদকবিরোধী মোটিভেশন, ধর্মীয় মোটিভেশন, মেডিটেশন ও গণশিক্ষার ব্যবস্থা আছেযাতে কারাগার থেকে বান্দিরা মুক্তি পেয়ে হতাশায় যেন না ভোগে।  তিনি আরও বলেন, এ ট্রেনিং অভিজ্ঞতা নিয়ে তারা নিজেরাই যেন কাজ করে খেতে পারেনপাশাপাশি সেসব বন্দিরা মুক্তির পর আবারও তারা যেন অপরাধের দিকে ধাবিত না হয়এমন অনেক বন্দি আছে কারাগারে থেকে নানা কাজের বিষয়ে প্রশিক্ষণ নিয়ে বাইরে বের হয়ে তারা নিজেরাই ছোটখাটো কারখানা দিয়ে নিজের পায়ে দাঁড়িয়েছেনআগের অপরাধ তারা ভুলে গিয়ে নতুন জীবন গড়ে তুলেছেনতিনি বলেন, কারাগারের ভেতরে উৎপাদন শাখা ভবনে সব মেশিনপত্র নিয়ে ছোটখাটো একটি গার্মেন্টস আছেসেখানে ৩০০ বন্দি কাজ করে থাকেনবাইরের বায়ারের কাছ থেকে যারা পণ্য তৈরির অর্ডার নেয় তাদের কাছ থেকে আমরা অর্ডার নিয়ে সেগুলো তৈরি করে দেইসেসব  সাব-কন্ট্রাক্টেরের মাধ্যমে কারাগারের পোশাক শিল্পের পণ্যগুলো দেশের বাইরে যায়এদিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার একটি অনুষ্ঠানের মাধ্যমে গতকাল বন্দিদের মাঝে প্রাক-প্রাথমিক, ১ম, ২য়, ৩য় শ্রেণি ও কম্পিউটার প্রশিক্ষণের সনদ প্রদান করা হয়পরীক্ষায় অংশগ্রহণ করেন মোট ১২২ জন বন্দিতাদের মধ্যে কৃতকার্য হন মোট ১০৭ জনপুরান ঢাকা থেকে কেরানীগঞ্জে কারাগার হস্তান্তর হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রশিক্ষণ শেষে মোট ১৬৪২ জন বন্দিকে সনদ প্রদান করা হয়।  গতকাল  বন্দিদের মাঝে সনদ প্রদান অনুষ্ঠানে সিনিয়র জেল সুপারের পাশাপাশি ছিলেন জেলার নাশির আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স