চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
এবার ভোট দেবেন প্রায় ১২ কোটি ৭৭ লাখ নাগরিক
- আপলোড সময় : ১৯-১১-২০২৫ ০৩:৪৮:৩৯ অপরাহ্ন
- আপডেট সময় : ১৯-১১-২০২৫ ০৩:৪৮:৩৯ অপরাহ্ন
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে দেখা যাচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। গতকাল মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
খসড়া ভোটার তালিকা প্রকাশের পর চূড়ান্ত তালিকা তৈরির কাজ চলছিল কয়েক সপ্তাহ ধরে। গত ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর হয়েছে, তাদের সবাইকে তালিকায় যুক্ত করা হয়েছে। এই হিসাবের ভিত্তিতেই চূড়ান্ত ভোটার সংখ্যা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। সচিব জানান, পুরুষ, নারী এবং তৃতীয় লিঙ্গসহ সব শ্রেণির ভোটারকে অন্তর্ভুক্ত করে হালনাগাদ তালিকা প্রস্তুত করা হয়েছে।
ইসির দেওয়া তথ্য অনুযায়ী, চূড়ান্ত তালিকায় পুরুষ ভোটার আছেন ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন। নারী ভোটার আছেন ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন। তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ১ হাজার ২৩৪ জন। গত বছরের তুলনায় পুরুষ ভোটার বৃদ্ধির হার ২.২৯ শতাংশ এবং নারী ভোটার বৃদ্ধির হার ৪.১৬ শতাংশ বলে জানিয়েছেন সিনিয়র সচিব।
গত ৩ নভেম্বর প্রকাশিত খসড়া তালিকায় মোট ভোটার ছিল ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। চূড়ান্ত তালিকায় নতুন ভোটার যুক্ত হওয়ায় সংখ্যাটি কিছুটা বেড়েছে। খসড়ায় পুরুষ ভোটার ছিলেন ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন এবং নারী ভোটার ছিলেন ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ১ হাজার ২৩০ জন।
আখতার আহমেদ বলেন, যারা ২০২৫ সালের ৩১ অক্টোবরের মধ্যে ১৮ বছর পূর্ণ করেছেন তারা প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন। তিনি জানান, তালিকা হালনাগাদ প্রক্রিয়ায় মাঠপর্যায়ের কর্মকর্তা এবং প্রযুক্তি ব্যবস্থাপনার সহযোগিতায় এবার ভোটার তথ্য আরও নির্ভুলভাবে সংগ্রহ করা সম্ভব হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্টাফ রিপোর্টার