ঢাকা , শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ , ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
লালদিয়া-পানগাঁওয়ে ১০ বছর করমুক্ত সুবিধা পাবে ২ বিদেশি কোম্পানি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল সর্বোচ্চ আদালতের জুলাইয়ে ছাত্রলীগ থেকে পদত্যাগ করা ফারাবীসহ ৩ জনকে পিটিয়ে আহত জাতীয় নির্বাচনের আগে সক্রিয় আন্ডারওয়ার্ল্ড মানসিক ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধ ধর্ষণ গ্রেফতার ৪ পাবনায় চিরকুট লিখে নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার গলায় ফাঁস দিয়ে নির্মাণ শ্রমিকের আত্মহত্যা রাঙামাটিতে ৩৬ ঘণ্টার হরতাল, সড়কে গাছ ফেলে অবরোধ ফেনীতে পৃথক ঘটনায় দু’জনের মৃত্যু বান্দরবানে ভ্রাম্যমাণ আদালতে হামলা আটক ৫ ডাকসু সদস্য রাফিয়ার বাসায় অগ্নিসংযোগ ককটেল বিস্ফোরণ অপহরণ হয়েছে সৌদি আরবে মুক্তিপণ আদায় বাংলাদেশে পার্শ্ববর্তী দেশে বসে দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালাচ্ছে-টুকু পুলিশের ওপর হামলা চললে নিজেদের ঘরবাড়ি নিজেরাই পাহারা দিতে হবে-ডিএমপি কমিশনার রাজস্ব কর্মকর্তা ও স্ত্রীর বিরুদ্ধে মামলা তৈরি পোশাকের কার্যাদেশ থেকে সরে যাচ্ছে বড় ক্রেতারা ২০২৬ বিশ্বকাপ ড্রয়ের শীর্ষে আছে যারা ৫২ বছরে প্রথমবার এমন কীর্তি গড়লেন হাকিমি ৯ বছরের মধ্যে সেরা অবস্থানে বাংলাদেশ নতুন রেকর্ড গড়লেন শাই হোপ

যত সম্পদ রয়েছে শেখ হাসিনার

  • আপলোড সময় : ১৯-১১-২০২৫ ০৩:৪১:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৫ ০৩:৪১:২১ অপরাহ্ন
যত সম্পদ রয়েছে শেখ হাসিনার
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আদেশের পাশাপাশি তাদের স্থাবর-অস্থাবর সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত। এই আদেশের পর থেকেই প্রশ্ন উঠেছে- আসলে তাদের সম্পদের পরিমাণ কত? নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হলফনামা, আয়কর রিটার্ন ও সম্পদ বিবরণী ঘেঁটে তাদের সম্পদের তথ্য পাওয়া গেছে। ইসিতে জমা দেওয়া শেখ হাসিনার সম্পদ বিবরণীতে উল্লেখ রয়েছে- পূর্বাচলে তার ১০ কাঠা আয়তনের প্লট রয়েছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১৫ দশমিক ৩ বিঘা কৃষিজমি এবং সেখানে তিনতলা ভবনসহ ৬ দশমিক ১০ শতাংশ (আংশিক) জমিও আছে। ২০২৪ সালে জমা দেওয়া আয়কর রিটার্নে বলা হয়েছে, টুঙ্গিপাড়া, গাজীপুর ও রংপুরে তাঁর মোট ১৫ দশমিক ৫০ বিঘা অকৃষিজমি রয়েছে হাসিনার; এর মধ্যে ৬ দশমিক ৬৫ ডেসিমেল জমি সরকার অধিগ্রহণ করেছে। গহনা রয়েছে প্রায় সাড়ে ১৩ লাখ টাকার, আসবাবপত্র সাড়ে সাত লাখ টাকার, দুটি গাড়ি, এসি, এবং ব্যাংকে প্রায় ৩ কোটি ৩০ লাখ টাকাসহ তার মোট স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণ দাঁড়ায় ৪ কোটি ৭১ লাখ ৩২ হাজার ১৯১ টাকা। আয়কর রিটার্নে উল্লেখ রয়েছে- আগের অর্থবছরে তার মোট সম্পদ ছিল ৯ কোটি ২৩ লাখ ৭৪ হাজার ৭০৮ টাকা, যেখান থেকে তিনি কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে ৫ কোটি টাকা উপহার দেন। ২০২৪ সালের ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ইসিতে জমা দেওয়া হলফনামায় ১৫ দশমিক ৩ বিঘা কৃষিজমির অর্জনকালীন মূল্য দেখানো হয় ৬ লাখ ৭৮ হাজার টাকা। পূর্বাঞ্চলের অকৃষিজমির মূল্য দেখানো হয় ৩৪ লাখ ৭৬ হাজার টাকা। তিনতলা ভবনের ৬ দশমিক ১০ শতাংশ জমির অর্জনকালীন মূল্য দেখানো হয় ৫ লাখ টাকা। সব মিলিয়ে তিনি তখন ৪ কোটি ৩৩ লাখ ৯৬ হাজার ১০৭ টাকার সম্পদ দেখিয়েছিলেন। তবে দুর্নীতি দমন কমিশন (দুদক) বলছে, শেখ হাসিনা তার হলফনামায় সম্পদের তথ্য গোপন করেছেন। এ জন্য তারা ইসিকে ব্যবস্থা নিতে বললে কমিশন জানায়, বর্তমান আইনে এমন কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। এদিকে ঢাকা-১২ আসন থেকে নির্বাচিত আসাদুজ্জামান খান কামাল তার হলফনামায় দেখান- হাতে নগদ ৮৪ লাখ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ৮২ লাখ টাকা, বন্ড ও শেয়ারে ২৪ লাখ টাকা, এবং ডাকঘর, সঞ্চয়পত্র বা স্থায়ী আমানতে ২ কোটি ১ লাখ টাকার সম্পদ রয়েছে তার।। সম্পদ বিবরণীতে তিনি দুটি গাড়ির মূল্য দেখিয়েছেন ১ কোটি ৬১ লাখ টাকা, আসবাবপত্র ২ লাখ টাকার, আর ব্যবসার মূলধন হিসেবে ঋণের পরিমাণ ২ কোটি ২০ লাখ টাকা। এ ছাড়া ১৭১ শতাংশ কৃষিজমির অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে ১ কোটি ৬ লাখ টাকা, ১৮.৫ শতাংশ অকৃষিজমির মূল্য সাড়ে ৫৮ লাখ টাকা, আর বাড়ি ও অ্যাপার্টমেন্টের মূল্য প্রায় ১ কোটি টাকা। সব মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় প্রায় ১০ কোটি ২৫ লাখ টাকা।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স