ফুলবাড়িয়া (ময়মনসিংহ) থেকে মো. আ. জব্বার
ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ ভবনের পিছন থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলটি সাবেক এমপি আব্দুল মালেক সরকারের বাড়ি-সংলগ্ন এলাকা হওয়ায় বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে দেখছে পুলিশ, তবে আতঙ্কিত না হওয়ার আহ্বান পুলিশের। গত ১৭ নভেম্বর গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামানের নেতৃত্বে পুলিশের বিশেষ একটি দল অভিযান চালিয়ে ৫টি ককটেল ও ২টি পেট্রোল বোমা উদ্ধার করে। বোমাগুলো ইউনিয়ন পরিষদ ভবনের পিছনে ঝোপের আড়ালে রাখা ছিল বলে পুলিশ নিশ্চিত করেন। উদ্ধারকৃত বোমাগুলো তাৎক্ষণিকভাবে পানিভর্তি বালতিতে রেখে নিস্ক্রিয় করার প্রক্রিয়া শুরু হয়। অফিসার ইনচার্জ (ওসি) রুকনুজ্জামান বলেন, এলাকায় নাশকতার চেষ্টা হতে পারে এমন তথ্য পেয়ে আমরা দ্রুত অভিযান চালাই। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ফুলবাড়িয়া থানা পুলিশ এখন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata