কালিয়াকৈর (গাজীপুর) থেকে সোহেল রানা
কালিয়াকৈর উপজেলায় পৃথক স্থানে ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সোমবার ভোর পাঁচটায় উপজেলার হরতকিতলা গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক-২ এর নাম ফলকে ককটেল বিস্ফোরণ ও উপজেলার গোয়ালবাথান এলাকায় গ্রামীণ টেলিকম ট্রাস্টের নাম ফলকে পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
গ্রামীণ টেলিকম ট্রাস্টের সিকিউরিটি গার্ড সাইফুল ইসলাম জানান, সোমবার ভোর পাঁচটার দিকে দুইজন ব্যক্তি মোটরসাইকেল যোগে আমাদের প্রতিষ্ঠানে পেট্রােল বোমা বিস্ফোরণ করে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, ভোর রাতে দুর্বৃত্তরা ঝুঁটের মধ্যে কেরোসিন দিয়ে দুইটি প্রতিষ্ঠানের নাম ফলকে আগুন ধরিয়ে দেয়।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata