কুমিল্লা থেকে মো. রজ্জব আলী
চৌদ্দগ্রামে জামায়াত নেতার একটি পিকআপ ভ্যানে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত ১৭ নভেম্বর)- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের উত্তর ফালগুনকরা রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গত রোববার গভীর রাতে চৌদ্দগ্রাম পৌরসভার পশ্চিম ধনমুড়ি গ্রামের জামায়াতে ইসলামী সমর্থক ফজলুল হক মোল্লার মালিকানাধীন পিকআপ ভ্যান (ঢাকা মেট্টো-ন-১৫-২২৪১) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডিভাইডারের পাশে রাখা ছিল। সোমবার ফজরের নামাজের পর পিকআপটি নিয়ে চালক ফেনীতে মাছ আনার জন্য ভাড়ায় যাওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই ভোরে মোটরসাইকেলে করে এসে দু’দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পিকআপটিকে পুড়িয়ে দেয়। খবর পেয়ে পিকআপের মালিক ফজলুল হক মোল্লা, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে পিকআপ ভ্যানটি পুড়ে যায়।
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মো. বেলাল হোসাইন বলেন, ফজলুল হক মোল্লা ছাত্রশিবিরের সাবেক নেতা ছিলেন। বর্তমানে তিনি জামায়াতে ইসলামী কর্মী। তার গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা এ ঘটনায় আইনি ব্যবস্থা নিচ্ছি। চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, দুর্বৃত্তরা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata