নগরকান্দা (ফরিদপুর) থেকে মিজানুর রহমান
শেখ হাসিনার মানবতাবিরোধী মামলার রায় ঘোষণার অপেক্ষায় নগরকান্দায় বিএনপির নেতাকর্মীরা বিশ্বরোডে অবস্থান পালন করেন। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল মানবতাবিরোধী মামলায় শেখ হাসিনাসহ তিনজনের রায় ঘোষণা করেন। গত সোমবার রায় ঘোষণা করার পর যেন আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠন কিংবা অন্য কোনো তৃতীয় গোষ্ঠী কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটাতে যেন না পারে সেই লক্ষ্যেই সকাল থেকেই সন্ধ্যা পর্যন্ত দল বেঁধে উপজেলার জয়বাংলা বিশ্বরোড নামক স্থানে অবস্থান নেয় উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।
জুলাই গণ-অভ্যুথানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধান মন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণা করা হবে মর্মে এই অবস্থান পালন করেছে উপজেলা বিএনপি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও লস্কারদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ-সভাপতি আলিমুজ্জামান সেলু, মাহবুব আলী মিয়া, আলমগীর হোসেন বকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, বিএনপি নেতা রেজাউল ইসলাম রিজু, ওয়াদুদ মিয়া, জহির উদ্দীন চোকদার, যুবদল নেতা হেলাল উদ্দিন হেলাল, তৈয়াবুর রহমান মাসুদ, রবিউল ইসলাম বাবু, তালুকদার মোরাদ হোসেন, একে আজাদ হোসেন, মাসুদুর রহমান মিয়া, জামাল হোসেন, ইকবাল হোসেন, জাহিদ হোসেন, আমির হোসেন, কামাল হোসেন, হেমায়েত হোসেন, মহিলা দলের সভাপতি নারগিস আক্তার, সাধারণ সম্পাদক মাহমুদা ইসলাম, ওলামা দল নেতা মজিবুর রহমানসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। গত বছরের ৫ আগস্ট, ব্যাপক গণবিক্ষোভের মধ্যে বাংলাদেশ থেকে পালিয়ে তিনি দিল্লিতে চলে যান এবং সেখানেই বর্তমানেও বসবাস করছেন বলে বিভিন্ন সূত্র থেকে জানাগেছে।
বিকালে শেখ হাসিনার মামলায় মৃত্যু দন্ড রায় ঘোষনা হয়েছে বলে শোনার পর নেতা কর্মীরা আনন্দ মিছিল ও বিভিন্ন শ্লোগান দিতে দিতে বিশ্ব রোডে প্রদক্ষিন করে। পরে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। উপস্থিত নেতাকর্মীরা অনতিবিলম্বে এই রায় কার্যকর করার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি আহ্বান জানান।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata