ঢাকা , বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ , ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিচারকের পুত্র হত্যার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন ফরিদপুরের মধুখালীতে ডাকাত রানা ৬৫ পিস ইয়াবাসহ আটক শ্যামনগরে অস্ত্র গুলি ও বিভিন্ন মালামালসহ ডাকাত আটক তেঁতুলিয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন শিবচরে শুরু হয়েছে খেজুরের রস ও গুড় তৈরির মৌসুম হাটহাজারীর যুবলীগ নেতা হত্যাসহ ১৬ মামলার আসামি গ্রেফতার ফুলবাড়িয়ায় ইউপি চত্বরে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার কালিয়াকৈরে পৃথক স্থানে ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণ কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াত নেতার পিকআপ পুড়িয়ে দিল দুর্বৃত্তরা নগরকান্দায় বিএনপির নেতাকর্মীদের জয়বাংলায় অবস্থান গলাচিপায় আমন ধানের বাম্পার ফলন প্রায় ৬শ’ কোটি টাকা বিক্রির আশা শিবচরে নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের আশঙ্কায় পাহারা নলছিটিতে কৃষাণীদের মাঝে বিনামূল্যে সবজির বীজ ও চারা বিতরণ গাবতলীতে ক্রিকেট ফাইনাল টুর্নামেন্ট উদ্বোধন শ্যামনগর হাসপাতালে বেড সংকট মেঝেতে শুইয়ে চিকিৎসা রামগতিতে ইটভাটা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করে শ্রমিকদের মানববন্ধন কুমিল্লা চৌদ্দগ্রামে আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক দশমিনায় জাটকায় সয়লাব মাছ বাজার নায়িকাকে জড়িয়ে ধরায় ৯ দিনের কারাদণ্ড মুক্তির আগেই নজর কেড়েছে রণবীরের ‘ধুরন্ধর’

গলাচিপায় আমন ধানের বাম্পার ফলন প্রায় ৬শ’ কোটি টাকা বিক্রির আশা

  • আপলোড সময় : ১৮-১১-২০২৫ ১১:২৩:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৫ ১১:২৩:১১ অপরাহ্ন
গলাচিপায় আমন ধানের বাম্পার ফলন প্রায় ৬শ’ কোটি টাকা বিক্রির আশা
গলাচিপা (পটুয়াখালী) থেকে রাকিবুল হাসান
বরিশালের বৃহত্তম শষ্য ভান্ডার হিসাবে পরিচিত গলাচিপায় বরাবরের মতো এবার আমনের বাম্পার ফলন হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আমন ধান উৎপাদন হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে। শেষ পর্যন্ত সব ঠিক থাকলে শুধু গলাচিপা উপাজেলায়ই প্রায় ৬শ’ কোটি টাকার আমন ধান বিক্রি করবে কৃষকরা। গলাচিপা উপজেলা কৃষি অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।
এবছর অতিবর্ষণ, বীজ পচে যাওয়াসহ বিভিন্ন প্রাকৃতিক কারণে আমনের উৎপাদন কম হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন হয়েছে। উপকূলীয় জেলা পটুয়াখালীর ৮ উপজেলার মধ্যে গলাচিপায় এবার সবচেয়ে বেশি ধান উৎপাদন হয়েছে। এবছর ৬৬ হাজার ৫ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্র ধরা হলেও চাষ হয়েছে ৩৬ হাজার ৫ হেক্টর জমিতে। কিন্তু লক্ষ্যমাত্রার চেয়ে কম জমিতে আমন চাষ হলেও উৎপাদন বেশি হওয়ায় খুশি কৃষকরা। তবে লক্ষমাত্রার চেয়ে কম জমিতে আমন চাষের কারণ জানালেন উপজেলা সহকারী কৃষিকর্মকর্তা আকরামুজ্জামান বলেন, উপকূলীয় গলাচিপায় কৃষকরা তরমুজ চাষে ঝুঁকেছেন। তাই তারা আগাম তরমুজ পাওয়ার জন্য ধান চাষে আগ্রহ কম দেখাচ্ছে।
অনুসন্ধানে জানা গেছে, এবার রোপা আমনের বীজতলা থেকেই কৃষকরা একের পর এক প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করেছে। পর পর দু’ দফা অতিবর্ষণসহ সমুদ্রের জোয়ারের পানিতে প্লাবিত হওয়ায় ব্যাপক বীজতলা নষ্ট হয়েছে।
অনেক কৃষক পর্যাপ্ত বীজ ধান সংগ্রহ করতে পারেনি। এসব কারণে শুরুতে কিছুটা ঝুঁকি থাকলে থাকলেও শেষ পর্যন্ত বিজয়ের হাসি হাসলো কৃষকরাই। পানপট্টি ইউনিয়নের কৃষক চান মিয়া বলেন, আমি মোট সাড়ে চার একর জমিতে ধাণ চাষ করেছি। বর্তমানে ধানের বাজার ৯০০-১০০০ টাকা করে। কিন্তু আমার উৎপাদন প্রতি মনে খরচ একহাজার টাকার বেশি। এর পরেও খুশি যে শেষ পর্যন্ত কোন দুর্যোগ ছাড়াই ধান ঘরে তুলতে পেরেছি। 
এদিকে, গত কয়েকদিন ধরে শুরু হয়েছে ধান কাটার পালা। ইতোমধ্যে আমন আগাম জাতের গিরমি ও মালা ধান বাজারে আসতে শুরু হয়েছে। কিন্তু ধানের বাজারে ঘটেছে ব্যাপক দরপতন। এ সপ্তাহে প্রতিমন ধান ৯৫০ থেকে ১০০০ হাজার টাকা দর উঠেছে। এরপরেও আড়ত মালিকরা ধান কিনছেন না।
গলাচিপার ধানের আড়ত মালিক জহিরুল ইসলাম বলেন, গত বছর এসময়ে যেখানে প্রতি সপ্তাহে অন্তত দুই আড়াই লাখ মন ধান বিক্রি হতো। অথচ এখন সপ্তাহে দেড় লাখ মন ধান বিক্রি হচ্ছে। বর্তমানে ৯০০-৯৫০ টাকা দরে ধান বিক্রি হচ্ছে। এর মধ্যে কাজলা ধান ১০০০ হাজার টাকা করেও বিক্রি হচ্ছে। এবার ফলন ভালো তাই ধানও বেশি। দাম গত বছরের চেয়ে এসময় অন্তত ১০০ টাকা কম।
এ প্রসঙ্গে উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মো. আকরামুজ্জামান বলেন, এবছর আমন ধানের অধিক ফলন হওয়ায় দাম কিছুটা কম যাচ্ছে। আবার একসাথে সব ধান বাজারে ওঠায় দাম কমেছে। বর্তমান বাজার দরে ধান বিক্রি করে উপজেলার প্রায় ৪৮ হাজার কৃষক পরিবার বড় একটি অংকের লোকসান দিবে। তবে সমন্বিত চাষাবাদে তারা এ ক্ষতি পুষিয়ে নিতে পারবে বলে মনে করি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য