নলছিটি থেকে মো. খলিলুর রহমান
টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্য অর্জনে মা ও শিশুর পুষ্টির অভাবে মৃত্যুঝুঁকি হ্রাস ও অপুষ্টি দূরীকরণে কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও চারা বিতরণ করা হয়েছে।
গত ১৬ নভেম্বর বিকেল তিন টায় ঝালকাঠি নলছিটি চায়না মাঠ সড়ক এন এম এস কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকার ভোগীদের মাঝে বিনামূল্যে সবজির চারা বিতরণ করেন ঝালকাঠি যুব উন্নয়ন অধিদপ্তরের মৎস্য ট্রেড শিক্ষক রত্তন কর্মকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএমএসের নির্বাহী পরিচালক মো. খলিলুর রহমান মৃধা। উপকূলীয় এলাকার দরিদ্র জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরনের লক্ষ্যে নলছিটি মডেল সোসাইটি ও গ্রামীন কৃষি উন্নয়ন সমবায় সমিতি লি.-এর অর্থায়নে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata