কণ্ঠশিল্পী ও অভিনেত্রী আরিয়ানা গ্র্যান্ডের মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘উইকড: ফর গুড’-এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয় সিঙ্গাপুরে। সেই অনুষ্ঠানে ঘটে অদ্ভূত এক ঘটনা। নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে একজন ভক্ত হঠাৎ এসে আরিয়ানাকে জড়িয়ে ধরেন। তবে দ্রুতই আইনের হাতে ধরা পড়েন ওই ব্যক্তি। আস্ট্রেলিয়ার নাগরিক জনসন ওয়েন (২৬) এই ঘটনার জন্য ৯ দিনের কারাদণ্ড পেয়েছেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, আরিয়ানাকে লালগালিচায় সহশিল্পীদের সঙ্গে হাঁটতে দেখে জনসন দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরেন। গায়িকার সহশিল্পী সিন্থিয়া এরিভো সঙ্গে সঙ্গে তার দিকে ঝাঁপিয়ে পড়েন এবং নিরাপত্তারক্ষীরা তাকে আটক করেন। ঘটনাস্থলে তৎক্ষণাৎ উত্তেজনার সৃষ্টি হয়। আরিয়ানাকে তার সহশিল্পীরা সান্ত্বনা দেন। সামাজিক মাধ্যমে ভিডিওটি প্রকাশের সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়। বিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, সিঙ্গাপুরের আদালত জানায়, প্রিমিয়ারে জনসন দুইবার অনুপ্রবেশের চেষ্টা করেছিলেন। পরে নিরাপত্তারক্ষীরা তাকে আটক করেন। পরের দিন তাকে গ্রেফতার করা হয় এবং জনসাধারণকে উপদ্রবের অভিযোগে মামলা করা হয়। আদালতে তিনি দোষ স্বীকার করেন এবং বলেন, আমি আর কখনো এমন কিছু করব না। এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি আরিয়ানা গ্র্যান্ড। উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে তিনি কিছু অপ্রত্যাশিত ঘটনার শিকার হয়েছেন। ২০১৭ সালে ইংল্যান্ডের ম্যানচেস্টারে তার এক কনসার্টে সন্ত্রাসী হামলায় ২২ জন দর্শক নিহত হয়।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
নায়িকাকে জড়িয়ে ধরায় ৯ দিনের কারাদণ্ড
- আপলোড সময় : ১৮-১১-২০২৫ ০৯:৫২:৫৫ অপরাহ্ন
- আপডেট সময় : ১৮-১১-২০২৫ ০৯:৫২:৫৫ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিনোদন ডেস্ক