ঢাকা , বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ , ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিচারকের পুত্র হত্যার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন ফরিদপুরের মধুখালীতে ডাকাত রানা ৬৫ পিস ইয়াবাসহ আটক শ্যামনগরে অস্ত্র গুলি ও বিভিন্ন মালামালসহ ডাকাত আটক তেঁতুলিয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন শিবচরে শুরু হয়েছে খেজুরের রস ও গুড় তৈরির মৌসুম হাটহাজারীর যুবলীগ নেতা হত্যাসহ ১৬ মামলার আসামি গ্রেফতার ফুলবাড়িয়ায় ইউপি চত্বরে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার কালিয়াকৈরে পৃথক স্থানে ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণ কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াত নেতার পিকআপ পুড়িয়ে দিল দুর্বৃত্তরা নগরকান্দায় বিএনপির নেতাকর্মীদের জয়বাংলায় অবস্থান গলাচিপায় আমন ধানের বাম্পার ফলন প্রায় ৬শ’ কোটি টাকা বিক্রির আশা শিবচরে নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের আশঙ্কায় পাহারা নলছিটিতে কৃষাণীদের মাঝে বিনামূল্যে সবজির বীজ ও চারা বিতরণ গাবতলীতে ক্রিকেট ফাইনাল টুর্নামেন্ট উদ্বোধন শ্যামনগর হাসপাতালে বেড সংকট মেঝেতে শুইয়ে চিকিৎসা রামগতিতে ইটভাটা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করে শ্রমিকদের মানববন্ধন কুমিল্লা চৌদ্দগ্রামে আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক দশমিনায় জাটকায় সয়লাব মাছ বাজার নায়িকাকে জড়িয়ে ধরায় ৯ দিনের কারাদণ্ড মুক্তির আগেই নজর কেড়েছে রণবীরের ‘ধুরন্ধর’
ফাঁসির রায় ঘোষণার পর

উত্তরায় আ’লীগের সাবেক এমপি হাবিব হাসানের পৈত্রিক বাড়িতে আগুন

  • আপলোড সময় : ১৮-১১-২০২৫ ০২:২০:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৫ ০২:২০:২৭ অপরাহ্ন
উত্তরায় আ’লীগের সাবেক এমপি  হাবিব হাসানের পৈত্রিক বাড়িতে আগুন
তুরাগ থেকে মনির হোসেন জীবন মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড রায় ঘোষণার পর ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য এবং ফ্যাসিস আ’লীগের দোসর আলহাজ মো. হাবিব হাসানের উত্তরাস্থ পৈত্রিক বাড়িতে এবং একটি ঝুটের গোডাউনে গতকাল সোমবার অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। সংশ্লিষ্ট সূত্রে জানায়, একদল উচ্ছৃঙ্খল ছাত্র জনতা এবং স্থানীয় কিছু ব্যক্তি গতকাল সোমবার বিকেলে মিছিল নিয়ে (হাবিব হাসান-তার ভাই নাদিম হাসান ওরফে নাদিম মাহমুদ) এর বাড়িতে অনাধিকারে প্রবেশ করে অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ উঠেছে। এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দি লাইফ সেভিং ফোর্স বাহিনী উত্তরা স্টেশন থেকে দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঝুটের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এসময় পৃথক দু’টি অগ্নিসংযোগে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। গতকাল সোমবার বিকেল আনুমানিক সোয়া ৪টার দিকে উত্তরা ১৪ নং সেক্টর ২১ নং রোডে অবস্থিত হাবিব-আদিম হাসানের পৈত্রিক বাড়িতে মূল গেটের সামনে এবং ভেতরে এ হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। উত্তরা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলম হোসেন আজ পৃথক স্থানে আগুন লাগার বিষয়টি দৈনিক জনতাকে নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল সোমবার দুপুরের পর উত্তরা ১৪ নং সেক্টর ২৩ ও ২১ নং রোডে পৃথক দু’টি জায়গায় অগ্নিসংযোগের সূত্রপাত হয়েছে। ঝুটের কাপড় (গোডাউন) ও একটি গাড়িতে আগুন লেগেছিল। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঝুটের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অপর গাড়ির আগুনে কাজ করতে হয়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। পুলিশ, ফায়ার সার্ভিস, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন এ প্রতিবেদককে জানান, গতকাল সোমবার দুপুরে গেল বছর জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড ও মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি আবদুল্লাহ আল মানুনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ এই রায় ঘোষণার পর সোমবার বিকেল আনুমানিক সোয়া ৪টার পর উত্তরা ১৪ নং সেক্টর ২১ নং রোডে অবস্থিত আ’ লীগের সাবেক এমপি হাবিব হাসান ও তার ভাই নাদিম হাসানের নিজ পৈত্রিক বাড়িতে মিছিল নিয়ে প্রায় শতাধিক ব্যক্তি জোরপূর্বক প্রবেশের চেষ্টা চালায়। এসময় বাড়ির গেইট দিয়ে গাড়ি বের হচ্ছিল। এই সুযোগে বাসার মূল গেটের সামনে ওই উশৃংখল ব্যক্তিরা কমান্ডো স্টাইলে ভেতরে প্রবেশ করে একটি গাড়ির গ্লাস প্রথমে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করলে এ ঘটনা ঘটে। আশপাশের লোকজন ও ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের দোসর সাবেক এমপি আলহাজ মো, হাবিব হাসান ও নাদিম হাসানের বাসায় প্রায় শতাধিক লোক মিছিল নিয়ে এসেছিল। তারপর মিছিলকারীরা জোর করে বাসায় ঢুকে গাড়িতে অগ্নিসংযোগ করে কৌশলে পালিয়ে যায়। একদল উচ্ছৃঙ্খল ছাত্র-জনতা ও স্থানীয় লোকজন এ হামলার ঘটনার সাথে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে । ঘটনার পর তারা (দুর্বৃত্তরা) কেউ কেউ রিক্সায়, মোটরসাইকেল ও পায়ে হেঁটে দৌঁড়ে পালিয়ে যেতে দেখা যায়। এঘটনার পর কয়েকশত নারী-পুরুষ ও জনতাকে ওই বাড়ির সামনে এবং আশপাশে প্রচণ্ড ভিড় করতে দেখা গেছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য