কক্সবাজারে সিজেএ সম্মেলন
রোহিঙ্গা সংকট মোকাবেলায় টেকসই সমাধানের তাগিদ সব পক্ষের
- আপলোড সময় : ১৭-১১-২০২৫ ০৫:৩১:৪০ অপরাহ্ন
- আপডেট সময় : ১৭-১১-২০২৫ ০৫:৩১:৪০ অপরাহ্ন
রোহিঙ্গা সংকট মোকাবেলা আন্তর্জাতিক সহায়তা কমতে থাকায় টেকসই সমাধানই এখন সবচেয়ে জরুরি হয়ে উঠেছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব সচিব মো. মোস্তাফিজুর রহমান। কক্সবাজারে কমনওয়েলথ জার্নালিস্টস এসোসিয়েশন-সিজেএ আয়োজিত সম্মেলনে এসব কথা বলেন তিনি। এদিকে অন্য বক্তারা বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ও রাজনৈতিকদলগুলোসহ জাতীয় ঐক্যের প্রয়োজন।
দীর্ঘ মেয়াদি এ সমস্যা সমাধানে রোহিঙ্গা, আরাকান আর্মি, মিয়ানমার সরকারসহ সবাইকে নিয়ে সংলাপের আয়োজনে এ সমস্যা সমাধান করা সম্ভব। রোববার আরআরআরসি কার্যালয় প্রাঙ্গণে কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ সিজেএবি, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আরআরআরসি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং ব্র্যাক এর যৌথ উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ‘রোহিঙ্গা উদীয়মান ভবিষ্যৎ : যৌথ দূরদর্শিতা এবং অভিযোজিত পদক্ষেপ’ শীর্ষক এ সম্মেলনে এসব কথা বলেন বক্তারা।
সম্মেলনে অংশ নেন অংশনেন সাংবাদিক, শিক্ষাবিদ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, আন্তর্জাতিক সাহায্য সংস্থার কর্মকর্তা এবং রোহিঙ্গা ইস্যুর সাথে জড়িত বিভিন্ন স্টেকহোল্ডাররা।
সচিব জানান, রোহিঙ্গা সহায়তায় প্রয়োজনীয় ৯৩৪ মিলিয়ন ডলারের মাত্র ৩৮ শতাংশ তহবিল এসেছে।
ডব্লিউএফপি’র তথ?্য তুলে ধরে ত্রাণ সচিব বলেন, ২০২৫ সালে রোহিঙ্গা সহায়তা ২০২৩ সালের তুলনায় প্রায় ৩০ শতাংশ কমে গেছে। ফলে খাদ্য ও মৌলিক সেবায় চাপ বাড়ছে। সম্মেলনে জার্মানির হেইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের অধ?্যাপক নাসির উদ্দিন বলেন, প্রতিবছর ৩৩ থেকে ৫০ হাজার রোহিঙ্গা জনসংখ্যা বাড়ছে। এ হারে রোহিঙ্গা জনসংখ্যা বাড়তে থাকলে দেশের জন্য আরও বড় বোঝা হয়ে দাঁড়াবে।
আয়োজকরা জানান, রোহিঙ্গা সংকটে দীর্ঘমেয়াদি সমাধান ও সমন্বিত উদ্যোগ গড়ে তোলাই এই সম্মেলনের লক্ষ্য। সম্মেলনে মানবিক সহায়তা, দক্ষতা উন্নয়ন, সংকট মোকাবেলার বাস্তব অভিজ্ঞতা এবং টেকসই ভবিষ্যতের কৌশল নিয়েও আলোচনা করেন বক্তারা। বক্তারা আরো বলেন, রোহিঙ্গাদের কারণে স্থানীয়রা অনেক সমস্যার সম্মুখীন তাই রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় মানুষদের প্রতিও গুরুত্ব দিতে হবে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্টাফ রিপোর্টার