ঢাকা , সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ , ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
শিশুশ্রমে আরও ১২ লাখ শিশু, চারজনে এক শিশুর রক্তে সীসা রোহিঙ্গা সংকট মোকাবেলায় টেকসই সমাধানের তাগিদ সব পক্ষের ইসি কারো হয়ে কাজ করবে না: সিইসি নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের অর্থনীতিতে অনেক সমস্যা আছে তবে সম্ভাবনাও রয়েছে-অর্থ উপদেষ্টা সব সরকারি ভবন পরিবেশবান্ধব ‘গ্রিন বিল্ডিং’ করার আহ্বান উপদেষ্টা রিজওয়ানার পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল পাঁচ ব্যাংক ধ্বংসে দায়ী পরিচালক-কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ অতীতের মতো প্রশ্নবিদ্ধ নির্বাচন জনগণ মানবে না শেখ হাসিনার রায় ঘিরে মাঠে থাকবে জামায়াতসহ ৮ দল সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু, আহত ১৬ সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী শেখ হাসিনার রায় ঘোষণা নিয়ে ফের নৈরাজ্য সৃষ্টির জন্য পাঁয়তারা চলছে-মির্জা ফখরুল রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে চিঠি প্রশাসনে বইছে ভোটের হাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ট্রাইব্যুনাল রায় যা-ই দিক, তা কার্যকর হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা শেখ হাসিনার রায় আজ সরাসরি দেখবে গোটা বিশ্ব সংসদ নির্বাচন ঘিরে বইছে উচ্ছ্বাসের জোয়ার দাবি পূরণের আশ্বাসে বিচারকদের কলম বিরতি কর্মসূচি প্রত্যাহার নৌপরিবহন অধিদপ্তরের পক্ষপাতমূলক আচরণ বন্ধসহ ১০ দাবি কোয়াবের

ইসি কারো হয়ে কাজ করবে না: সিইসি

  • আপলোড সময় : ১৭-১১-২০২৫ ০৫:২৯:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৫ ০৫:২৯:৩৫ অপরাহ্ন
ইসি কারো হয়ে কাজ করবে না: সিইসি
সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের জন্য জাতি ও জনগণের কাছে নির্বাচন কমিশন ‘প্রতিশ্রুতিবদ্ধ’ বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। কমিশন কারো পক্ষে কাজ না করে, বিবেক, দেশের প্রচলিত আইন, বিধি ও বিধান অনুযায়ী নির্বাচন আয়োজন করবে বলেও মন্তব্য করেছেন তিনি। গতকাল রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের উদ্যোগে আয়োজিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের শুরুতে শুভেচ্ছা বক্তব্যে সিইসি বলেন, “অনেকে মনে করেন আমরা তার পক্ষে কাজ করলে আমরা নিরপেক্ষ। কিন্তু আমরা কারো পক্ষে কাজ করতে পারব না। আমাদের বিবেক দেশের প্রচলিত আইন বিধি বিধান যা বলে সেটা মনেই আমরা চলবো, ইনশাল্লাহ।” তিনি এ উদ্দেশ্য সাধনে সব রাজনৈতিক নেতাদের সহযোগিতা কমনা করেন। সংলাপ আয়োজনের মূল উদ্দেশ্য তুলে ধরে সিইসি বলেন, “আপনাদের এখানে আমন্ত্রণ জানানোর মূল পারপাস দুইটা। একটা হল, আমরা যে একটা আচরণবিধি বানিয়েছি তা পরিপালনে আপনাদের সহযোগিতা চাওয়া। “আর হল একটা সুন্দর নির্বাচনের কথা আমরা সবাই বলছি, এবং আমরা জাতির কাছে ওয়াদাবদ্ধ। একটা নিরপেক্ষ, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এখানে আপনাদের সহযোগিতা চাওয়া আমাদের বড় উদ্দেশ্য।” সিইসি বলেন, “এটা আমাদের কমিটমেন্ট টু দ্য নেশন। আমরা দায়িত্ব গ্রহণের দিন থেকেই এটা বলে আসছি।” নতুন কমিশন দায়িত্ব গ্রহণের পর অনেকগুলো বড় ও অতিরিক্ত কাজ করতে হয়েছে বলে তুলে ধরেন সিইসি। তার মতে, নির্বাচন সংস্কার কমিশন এবং ঐক্যমত কমিশন বিভিন্ন অংশীদার ও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে ইসির কাজ কিছুটা ‘হালকা করে দিয়েছে’। জাতীয় নেতাদের ব্যস্ততা ও ইসির অভ্যন্তরীণ কাজের চাপ মিলিয়ে কিছুটা দেরিতে সংলাপ শুরু হয়েছে মন্তব্য করে সিইসি আশা প্রকাশ করে বলেন, “সবার সহযোগিতা নিয়ে কনসালটেশনের কাজ সুষ্ঠুভাবে শেষ করা যাবে।” বর্তমান কমিশনের সামনে থাকা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে সোশাল মিডিয়ার মাধ্যমে এআই ব্যবহার করে ‘মিথ্যা ও অপতথ্য’ ছড়ানোকে চিহ্নিত করেছেন সিইসি। তিনি বলেন, “এই চ্যালেঞ্জ আগের কমিশনদেরকে ফেইস করতে হয়নি। এই একটা বড় চ্যালেঞ্জ আমাদের সামনে উপস্থিত হয়েছে। এর মধ্যে অনেক চ্যালেঞ্জ জেনারেট হচ্ছে ফ্রম আউটসাইড দ্যা বর্ডার। এগুলো ট্যাকেল করা আমাদের জন্য বড় মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। “ইনশাল্লাহ, আপনারা সহযোগিতা করলে আমরা এ চ্যালেঞ্জও উত্তরে উঠতে পারবো বলে আমি বিশ্বাস করি।” সংলাপের প্রথম দিন গত বৃহস্পতিবার ১২টি দলের সঙ্গে দুই পর্বে মতবিনিময় সেরেছে ইসি। এদিনও দুই পর্বে সংলাপ হচ্ছে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি ও বাংলাদেশ জাতীয় পার্টির আলোচনা সেরেছে ইসির সঙ্গে। দুপুর ২টায় শুরু হওয়া দ্বিতীয় পর্বের আলোচনায় আরো ছয়টি দলের সঙ্গে সংলাপে বসেছে কমিশন। এই ছয়টি দল হল- বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ, তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে মতবিনিময় করবে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ