বাংলাদেশ ব্যাংক ২০২৬ সালের জন্য ব্যাংক খাতের ছুটির তালিকা প্রকাশ করেছে। আগামী বছর দেশের সব তফসিলি ব্যাংকের জন্য মোট ২৮ দিনের ছুটি ঘোষণা করা হয়। গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। ২০২৬ সালের প্রধান ছুটির দিনগুলো; শবে বরাত: ৪ ফেব্রুয়ারি, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস: ২১ ফেব্রুয়ারি, শবে কদর: ১৭ মার্চ, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর: ১৯-২৩ মার্চ (৫ দিন, এর মধ্যে ২ দিন সাপ্তাহিক ছুটি), স্বাধীনতা দিবস: ২৬ মার্চ, চৈত্র সংক্রান্তি: ১৩ এপ্রিল (পার্বত্য জেলার জন্য), বাংলা নববর্ষ: ১৪ এপ্রিল, মে দিবস ও বুদ্ধপূর্ণিমা: ১ মে। এছাড়া, ঈদুল আজহা: ২৬-৩১ মে (মোট ৫ দিন, এর মধ্যে ২ দিন সাপ্তাহিক ছুটি), আশুরা: ২৬ জুন, ব্যাংক হলিডে: ১ জুলাই, জুলাই গণঅভ্যুত্থান: ৫ আগস্ট, ঈদে মিলাদুন্নবী (সা.): ২৬ আগস্ট, জন্মাষ্টমী: ৪ সেপ্টেম্বর, দুর্গাপূজা: ২০-২১ অক্টোবর, বিজয় দিবস: ১৬ ডিসেম্বর, বড়দিন: ২৫ ডিসেম্বর, ব্যাংক হলিডে: ৩১ ডিসেম্বর। বাংলাদেশ ব্যাংক জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৯ নভেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী ছুটিগুলো নির্ধারিত হয়েছে। প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংকের তালিকায় দেখা গেছে, গত বছর ২০২৪ সালে দেশের তফসিলি ব্যাংকগুলোর জন্য ছুটি ছিল ২৪ দিন এবং এ বছর (২০২৫ সালে) ছুটি ২৭ দিন। আগামী বছর ২০২৬ সালে সর্বোচ্চ ২৮ দিন ছুটি পাবে ব্যাংকাররা।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
আগামী বছর ২৮ দিন বন্ধ থাকবে ব্যাংক
- আপলোড সময় : ১৭-১১-২০২৫ ১২:২৫:৩৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৭-১১-২০২৫ ১২:২৫:৩৩ পূর্বাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্টাফ রিপোর্টার