ঢাকা , সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ , ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দাবি পূরণের আশ্বাসে বিচারকদের কলম বিরতি কর্মসূচি প্রত্যাহার নৌপরিবহন অধিদপ্তরের পক্ষপাতমূলক আচরণ বন্ধসহ ১০ দাবি কোয়াবের আগামী বছর ২৮ দিন বন্ধ থাকবে ব্যাংক কুমিল্লায় ছাত্রলীগের ৪৪ নেতাকর্মী আটক শিক্ষাখাতে ব্যয়ের একটি অংশ সরকারকে বহন করতে হবে : নুর রাশিয়ায় যুদ্ধক্ষেত্রে নিয়োগ সিন্ডিকেটে ভয়াবহ প্রতারণা ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু হাসপাতালে ভর্তি ১১৩৯ মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ১৪ বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগসহ ৮ দাবিতে বিনিয়োগকারীদের বিক্ষোভ ঢাকা এখন পোস্টার-ব্যানারের নগরী বিচারকদের নিরাপত্তা বাড়ানোর নির্দেশনা চেয়ে রিট আন্ডারওয়ার্ল্ডে কদর বেড়েছে তরুণ কিলারদের আলু উৎপাদন কম হওয়ার শঙ্কা ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে ‘আনন্দ ঝিলমিল’ নবীনবরণ ব্যক্তিগত সাফল্য দিয়ে ডি’অর জেতা সম্ভব নয় : কেইন স্পেনের কাছে পাত্তা পেলোনা জর্জিয়া এস্তেভাওয়ে মুগ্ধ আনচেলত্তি প্রথমবারের মতো আফ্রিকান দেশের বিপক্ষে জয় পেলো ব্রাজিল আরও একটি ক্লোজ ম্যাচ, হেরে গেলো ওয়েস্ট ইন্ডিজ রুতুরাজই থাকছেন চেন্নাইয়ের অধিনায়ক

বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগসহ ৮ দাবিতে বিনিয়োগকারীদের বিক্ষোভ

  • আপলোড সময় : ১৭-১১-২০২৫ ১২:২০:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৫ ১২:২০:১৪ পূর্বাহ্ন
বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগসহ ৮ দাবিতে বিনিয়োগকারীদের বিক্ষোভ
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারণসহ ৮ দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিনিয়োগকারীদের ১০টি সংগঠনের সমন্বয়ে গঠিত সম্মিলিত জোট। বিনিয়োগকারীদের গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে একীভূত পাঁচ ব্যাংকের শেয়ারমূল্য পুনর্র্নিধারণ, মার্জিন ঋণ বিধিমালা ও মিউচুয়াল ফান্ড বিধিমালার গেজেট বাতিল করার দাবিও রয়েছে। গতকাল রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি থেকে এই দাবি জানান বিনিয়োগকারীদের নতুন এই জোট। এসময় তারা বিএসইসির চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভে বক্তারা বলেন, বর্তমান সরকার ও বিএসইসির কমিশনার এবং চেয়ারম্যান দ্বায়িত্ব গ্রহণের পর থেকে পুঁজিবাজারে পতন ঘটছে। পুঁজিবাজারের করুণ দশার জন্য অর্থ উপদেষ্টা এবং বিএসইসির চেয়ারম্যানকে দায়ী করে তার অপসারণ দাবি করেন সাধারণ বিনিয়োগকারীরা। এসময় দেশের সব বিনিয়োকারী সংগঠন ও ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন উপস্থিত বিনিয়োগকারীরা। বিক্ষোভ থেকে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের ১০টি সংগঠনকে নিয়ে নতুন জোটের ঘোষণা দেওয়া হয়। ওই ১০ সংগঠন হলো- বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টরস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ, পুঁজিবাজার বিনিয়োগকারী জাতীয় ঐক্য ফাউন্ডেশন, বাংলাদেশ শেয়ার ইনভেস্টরস অ্যাসোসিয়েশন, আইসিবি ইনভেস্টরস ফোরাম, পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত পরিষদ, ক্যাপিটাল মার্কেট ইনভেস্টরস ফোরাম, পুঁজিবাজার বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত পরিষদ, পুঁজিবাজার বিনিয়োগকারী স্থিতিশীল পরিষদ এবং বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী কল্যাণ পরিষদ। বিক্ষোভ কর্মসূচি থেকে জোটের সিনিয়র সমন্বয়ক এসএম ইকবাল হোসেন ৮ দফা দাবি ঘোষণা করেন। দাবিগুলো হলো- অযোগ্য ও অদক্ষ বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের দ্রুত অপসারণ, মার্জিন ঋণ বিধিমালা ২০২৫-এর গেজেট দ্রুত বাতিল করা, মিউচ্যুয়াল ফান্ড বিধিমালা ২০২৫-এর গেজেটও দ্রুত বাতিল করা, একীভূত হতে যাওয়া ৫টি ব্যাংকের শেয়ারমূল্য বিনিয়োগকারীদের দ্রুত ফেরতের ব্যবস্থা করা, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ না করার কারণে এবং পুঁজিবাজার উন্নয়নে ব্যর্থতার দায় নিয়ে বিএসইসির পুরো কমিশনের পদত্যাগ করতে হবে, বিএসইসির ভিতরে দুর্নীতিবাজ কর্মকর্তাদের দ্রুত চিহ্নিত করে অপসারণ করা, শেয়ার মার্কেট লুটকারী ও মিউচ্যুয়াল ফান্ড লুণ্ঠনকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনা এবং পুঁজিবাজারের অস্থিতিশীলতা নিরসন না হওয়া পর্যন্ত শেয়ার মার্কেটের লেনদেন স্থগিত রাখতে হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স