নতুন মৌসুমে ক্লাব ও দেশের হয়ে চমৎকার শুরু হয়েছে হ্যারি কেইনের। বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার পর থেকে যেন গোলমেশিন তিনি। তবুও ইংল্যান্ড অধিনায়কের পা মাটিতে। তার মতে, ব্যক্তিগত সাফল্য দিয়ে ফুটবলের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার ব্যালন ডি’অর জেতা সম্ভব নয়, এজন্য ট্রফি জিততে হবে। কেইন এই মৌসুমে বায়ার্নের হয়ে ১৭ ম্যাচে ২৩ গোল করেছেন। ইংল্যান্ডের জার্সিতে চার ম্যাচে গোল তিনটি। লাটভিয়ার বিপক্ষে তার জোড়া গোলে জিতে বিশ্বকাপ নিশ্চিত করেছে ইংল্যান্ড। আলবেনিয়ার বিপক্ষেও নিজের গোলের ধারা বজায় রাখতে চান কেইন। এখন কি তার মনে ব্যালন ডি’অর পাওয়ার বাসনা উঁকি দিতে শুরু করেছে? এমন প্রশ্নে তার জবাব- শুধু গোল দিয়ে এই পুরস্কার জেতা যায় না। কেইন বললেন, ‘তাত্ত্বিকভাবে আমি এই মৌসুমে ১০০ গোল করলেও করতে পারি। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ কিংবা বিশ্বকাপ না জিতলে আমি ব্যালন ডি’অর পাব না, এটাই বাস্তব।’ আর্লিং হালান্ডের বেলাতেও একই কথা বললেন কেইন, ‘তার জন্যও একই কথা, যে কোনো শীর্ষ ফুটবলারের জন্যই একই ব্যাপার-আপনাকে বড় বড় ট্রফি জিততে হবে।’
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
ব্যক্তিগত সাফল্য দিয়ে ডি’অর জেতা সম্ভব নয় : কেইন
- আপলোড সময় : ১৬-১১-২০২৫ ০৭:৫৩:৫৫ অপরাহ্ন
- আপডেট সময় : ১৬-১১-২০২৫ ০৭:৫৩:৫৫ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ডেস্ক