ঢাকা , রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ , ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ব্যক্তিগত সাফল্য দিয়ে ডি’অর জেতা সম্ভব নয় : কেইন স্পেনের কাছে পাত্তা পেলোনা জর্জিয়া এস্তেভাওয়ে মুগ্ধ আনচেলত্তি প্রথমবারের মতো আফ্রিকান দেশের বিপক্ষে জয় পেলো ব্রাজিল আরও একটি ক্লোজ ম্যাচ, হেরে গেলো ওয়েস্ট ইন্ডিজ রুতুরাজই থাকছেন চেন্নাইয়ের অধিনায়ক ভারতকে গুঁড়িয়ে কলকাতায় শেষ হাসি হাসলো প্রোটিয়ারা আবুধাবি টি-টেন লিগে দল পেলেন তাসকিন সরকার জাপাকে হাত-পা বেঁধে সাঁতার প্রতিযোগিতায় নামাতে চায়-কাদের নতুন পোশাকে পুলিশ বিএনপি ক্ষমতায় গেলে কাদিয়ানিদের বিষয়ে সংসদে আলোচনা-সালাহউদ্দিন ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯২ রোগী ১৪-২৪ এর মতো নির্বাচন হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ-পরওয়ার ১৩৩ প্রার্থীর তালিকা প্রকাশ গণফোরামের বন্ধু জরেজের বাসায় ২৬ টুকরা করা হয় মরদেহ দেশে তীব্র হচ্ছে অবৈধ অস্ত্রের ঝনঝনানির শঙ্কা নির্বাচন কেউ ঠেকাতে পারবে না-আইজিপি একটা দল বিভেদ সৃষ্টি করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে-ফখরুল নতুন কুঁড়ির শিশুশিল্পীরা সাংস্কৃতিক অঙ্গনে খ্যাতি অর্জন করবে-তথ্য উপদেষ্টা ৩ জনকে রাষ্ট্রদূত নিয়োগের সংবাদটি ভিত্তিহীন-প্রেসসচিব

আরও একটি ক্লোজ ম্যাচ, হেরে গেলো ওয়েস্ট ইন্ডিজ

  • আপলোড সময় : ১৬-১১-২০২৫ ০৭:৫১:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৫ ০৭:৫১:০৯ অপরাহ্ন
আরও একটি ক্লোজ ম্যাচ, হেরে গেলো ওয়েস্ট ইন্ডিজ
নিউজিল্যান্ডের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ দারুণ লড়াই উপহার দিচ্ছে স্বাগতিকদের বিপক্ষে। টি-টোয়েন্টিতে প্রথম তিন ম্যাচ শেষ করেছিল শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে। প্রথমটিতে জিতেছিল ৭ রানে। পরের দুটির একটিতে ৩ রানে, অন্যটিতে ৯ রানে হেরেছিল তারা। একই চিত্র উপহার দিচ্ছে ওয়ানডে সিরিজেও। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে শ্বাসরুদ্ধকর লড়াই হলো। যেখানে ক্যারিবীয়দের মাত্র ৭ রানে হারিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬৯ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে ৬ উইকেট হারিয়ে ২৬২ রানে থেমে যায় ওয়েস্ট ইন্ডিজ। জয়ের জন্য ২৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেরফানে রাদারফোর্ডছাড়া আর কোনো ব্যাটার বড় ইনিংস খেলতে পারেননি। রাদারফোর্ডও খেলেছেন ৫৫ রানের ইনিংস। যদিও এটাকে খুব বড় বলার সুযোগ নেই। তবে, ৫ জন ব্যাটার মাঝারিমানের ইনিংস খেলেছেন। ২৬ থেকে শুরু করে ৩৮ রান পর্যন্ত। এই ইনিংসগুলো আরেকটু বড় হলেই হয়তো জয় পেতে পারতো ওয়েস্ট ইন্ডিজ। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামার শুরুতেই জন ক্যাম্পবেলের (৪) উইকেট হারায় ক্যারিবীয়রা। এরপর অ্যালিক আথানাজে ও কিসি কার্টি মিলে চেষ্টা করেন জুটি গড়ার। ৫৮ বলে ২৯ রান করেন আথানাজে এবং ৬৭ বলে কিসি কার্টি করেন ৩২ রান। এ দু’জনই বেশ বল নষ্ট করেছেন। তবে, ইনিংস বড় করার আগেই আউট হয়ে যান তারা। অধিনায়ক শাই হোপ ৪৫ বল খেলে করেন ৩৭ রান। রস্টোন চেজ ১৭ বলে ১৬ রান করে আউট হন। শেষ দিকে শেরফানে রাদারফোর্ড ৬১ বলে ৫৫ রান করে আউট হয়ে গেলে- জাস্টিন গ্রিভস ২৪ বলে অপরাজিত ৩৮ রানের ঝোড়ো ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি। ১৯ বলে অপরাজিত ২৬ রান করেন রোমারিও শেফার্ড। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২৬৯ রান করে নিউজিল্যান্ড। মিডল অর্ডারে ড্যারিল মিচেল অসাধারণ ব্যাটিং করলেন। ১১৮ বলে ১১৯ রানের ইনিংস খেলেন তিনি। ১২টি বাউন্ডারি ও ২টি ছক্কার মার মারেন তিনি। এছাড়া ৪৯ রান করে আউট হন ডেভন কনওয়ে, ৩৫ রান করেন মিচেল ব্রেসওয়েল। ২২ রানে অপরাজিত থাকেন জ্রাক ফকস।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স