গত মৌসুমে বেশ বাজে সময় কাটিয়েছে চেন্নাই সুপার কিংস। নতুন অধিনায়ক রুতুরাজ গাইকোয়াদের নেতৃত্ব মৌসুম ভালো যায়নি চেন্নাইয়ের। চলতি মৌসুমে চেন্নাইয়ে এসেছেন সঞ্জু স্যামসন। তবে চেন্নাই নিশ্চিত করেছে রুতুরাজই থাকছেন চেন্নাইয়ের অধিনায়ক। চলতি মৌসুমে ট্রেডের মাধ্যমে রাজস্থান রয়্যালস থেকে সঞ্জু স্যামসনকে দলে নিয়েছে চেন্নাই। ছেড়েছে রবীন্দ্র জাদেজা ও স্যাম কারানকে। রাজস্থানের অধিনায়ক হিসেবে বেশ অভিজ্ঞতা থাকলেও চেন্নাই আস্থা রাখছে রুতুরাজের অধিনায়কত্বে। জাদেজা, কারান ছাড়াও ডেভন কনওয়ে, মাথিশা পাথিরানা ও রাচিন রবীন্দ্রকে ছেড়ে দিয়েছে চেন্নাই। নিলামের জন্য ৮টি খেলোয়াড় কেনার সুযোগ থাকছে তাদের। আইপিএল ক্যারিয়ারের পুরোটা চেন্নাইয়ের হয়েই খেলেছেন রুতুরাজ। গত মৌসুমে অধিনায়কত্ব পেলেও মাত্র ৫টি ম্যাচ খেলেছেন এই ব্যাটার। ২০২৩ আইপিএলে শিরোপাজয়ী চেন্নাইয়ের নেতৃত্বে বদল আসে ২০২৪ আসরের আগে। কিংবদন্তি মাহেন্দ্র সিং ধোনি ছেড়ে দেন নেতৃত্ব। অধিনায়ক করা হয় রুতুরাজকে। সেবার পঞ্চম হয়ে আসর শেষ করে পাঁচবারের চ্যাম্পিয়নরা। গত মৌসুমে ১৪ ম্যাচের স্রেফ চারটি জিতে আসর শেষ করে তারা ১০ দলের মধ্যে তলানিতে থেকে। পাঁচবারের চ্যাম্পিয়ন চারবারের রানার্স আপ দলটি প্রথমবারের মতো আসর শেষ করে পয়েন্ট তালিকায় সবার নিচে থেকে। এবারও ভারতের বাইরে অনুষ্ঠিত হবে আইপিএলের নিলাম। আগামী ১৬ ডিসেম্বর আবুধাবির ইতিহাদ অ্যারেনায় অনুষ্ঠিত হবে আইপিএলের আসন্ন মৌসুমের নিলাম।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
রুতুরাজই থাকছেন চেন্নাইয়ের অধিনায়ক
- আপলোড সময় : ১৬-১১-২০২৫ ০৭:৫০:৪৩ অপরাহ্ন
- আপডেট সময় : ১৬-১১-২০২৫ ০৭:৫০:৪৩ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ডেস্ক