ভারতকে গুঁড়িয়ে কলকাতায় শেষ হাসি হাসলো প্রোটিয়ারা
- আপলোড সময় : ১৬-১১-২০২৫ ০৭:৫০:২২ অপরাহ্ন
- আপডেট সময় : ১৬-১১-২০২৫ ০৭:৫০:২২ অপরাহ্ন
কলকাতা টেস্টে রোমাঞ্চ, উত্তেজনা, উৎকণ্ঠার পারদ চরমে তুলে ভারতকে ৩০ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। পেন্ডুলামের মত দুলতে থাকা ম্যাচে ভারতের ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দিয়ে ভারতেরই ঘরের মাঠে তাদেরকে হারিয়েছে প্রোটিয়ারা। দারুণ এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৯৩ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। আগের দিন ক্রিজে টিকে থাকা টেম্বা বাভুমা এবং করবিন বশ লড়াই চালিয়ে গেছেন। দলকে একদম সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বাভুমা। চাপের মুখে হাঁকিয়েছেন দারুণ এক ফিফটি। বশ ৩৭ বলে ২৫ রানের ইনিংস খেলে দলের ১৩৫ রানের মাথাতে আউট হন। ফিফটি হাঁকানো বাভুমা এক প্রান্তে টিকে ছিলেন। তবে এক ওভারে টানা দুই উইকেট হারিয়ে অলআউট হতে হয় দক্ষিণ আফ্রিকাকে। মোহাম্মদ সিরাজের বল সামলাতে না পেরে একই ওভারে সাজঘরে ফিরেছেন সাইমন হার্মার এবং কেশব মহারাজ। ৫৪ ওভারে ১৫৩ রান তুলে অলআউট হয়েছে দক্ষিণ আফ্রিকা। ১৩৬ বলে ৫৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে শেষ পর্যন্ত টিকে ছিলেন বাভুমা। ভারতের লিড ছিল ৩০ রানের, ফলে দ্বিতীয় ইনিংসে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ১২৪। ভারতের হয়ে ৪ উইকেট শিকার করেন রবীন্দ্র জাদেজা। ২টি করে উইকেট নেন মোহাম্মদ সিরাজ এবং কুলদীপ যাদব। ১টি করে উইকেট তুলেছেন অক্ষর প্যাটেল এবং জাসপ্রীত বুমরাহ। লাঞ্চের ঠিক আগে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত। ক্রিজে নেমেই বিদায় নিয়েছেন ভারতের দুই ওপেনার লোকেশ রাহুল এবং যশস্বী জাইসওয়াল। দুজনকেই কাইল ভেরেইনার ক্যাচ বানিয়ে সাজঘরে ফিরিয়েছেন মার্কো ইয়ানসেন। ৪ বল খেলে রানের খাতা খোলার আগে প্রথম ওভারেই সাজঘরে ফিরে যান জাইসওয়াল। অন্যদিকে রাহুল খেলেছেন ৬ বলে ১ রানের ইনিংস। যথারীতি তিন নম্বরে নেমেছেন ওয়াশিংটন সুন্দর। চারে অধিনায়ক শুবমান গিল না থাকায় নেমেছেন ধ্রুব জুরেল। দুজনের ব্যাটে পরিস্থিতি কিছুটা সামাল দেয় ভারত। তবে প্রোটিয়া বোলাররা যেন জালের ফাঁদ পেতে বসে ছিলেন শিকার ধরতে। স্পিন, পেস মিলিয়ে ভারতকে ক্রমাগত চাপ দিয়ে গেছে প্রোটিয়ারা। দলীয় ৩৩ রানের মাথাতে ৩৪ বলে ১৩ রান করা জুরেলকে ফেরান সাইমন হার্মার। ব্যর্থ হয়েছেন দলের বড় ভরসা রিশভ পান্টও। ১৩ বলে ২ রান করে সাজঘরে ফিরেছেন পান্ট, তাকেও ফেরান হার্মার। মাত্র ৩৮ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে অথই সাগরের মাঝে পড়ে যায় ভারত। সুন্দর এক প্রান্ত ধরে খেলে গেছেন। ৬ নম্বরে নেমে তার সাথে যোগ দিয়েছেন রবীন্দ্র জাদেজা। কিছুক্ষণ এগিয়েছে তাদের জুটি। কার্যকরী ব্যাটিংয়ে পরিস্থিতি সামলে এগোনোর চেষ্টা করেছেন জাদেজা এবং সুন্দর। তবে এখানেও বাগড়া দিয়েছেন হার্মার। জাদেজাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে সাজঘরে ফিরিয়ে দেন প্রোটিয়া স্পিনার। জাদেজা যদিও রিভিউ নিয়েছিলেন, লাভ হয়নি। ২৬ বলে ১৮ রান করা জাদেজাকে সাজঘরে ফেরান হার্মার। কলকাতার স্পিন স্বর্গে বল হাতে নিলেন এইডেন মারক্রামও। উইকেট পেতেও দেরি হলো না। নিজের দ্বিতীয় ওভারেই প্রোটিয়াদের পথের কাঁটা হয়ে টিকে থাকা ওয়াশিংটন সুন্দরকে ফিরিয়ে দেন মারক্রাম। ৯২ বলে ৩১ রানের লড়াকু এক ইনিংস খেলে দলের ৭২ রানের মাথাতে সাজঘরে ফিরে যান সুন্দর। এরপর ১৩ বলে ১ রান করা কুলদীপ যাদবকে ফেরান হার্মার। ৩৫তম ওভারে ঝড়ের আভাস দেন অক্ষর। টানা ৩ বলে ১ চারের সাথে জোড়া ছক্কায় ১৬ রানও নেন। পরের বলেই উড়িয়ে মারতে গিয়ে আউট হন তিনি। ১৭ বলে ২৬ রান করে বিদায় নেন অক্ষর প্যাটেল। তাকে ফেরান কেশব মহারাজ। পরের বলেই মোহাম্মদ সিরাজকে ফেরান মহারাজ। ৯৩ রানে অলআউট হয়ে ৩০ রানে ম্যাচ হেরে যায় ভারত। দক্ষিণ আফ্রিকার হয়ে ৪ উইকেট শিকার করেন সাইমন হার্মার। ২টি করে উইকেট তোলেন কেশব মহারাজ এবং মার্কো ইয়ানসেন। ১ উইকেট নেন এইডেন মারক্রাম। দারুণ এই জয়ের ফলে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ডেস্ক