ঢাকা , রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ , ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ব্যক্তিগত সাফল্য দিয়ে ডি’অর জেতা সম্ভব নয় : কেইন স্পেনের কাছে পাত্তা পেলোনা জর্জিয়া এস্তেভাওয়ে মুগ্ধ আনচেলত্তি প্রথমবারের মতো আফ্রিকান দেশের বিপক্ষে জয় পেলো ব্রাজিল আরও একটি ক্লোজ ম্যাচ, হেরে গেলো ওয়েস্ট ইন্ডিজ রুতুরাজই থাকছেন চেন্নাইয়ের অধিনায়ক ভারতকে গুঁড়িয়ে কলকাতায় শেষ হাসি হাসলো প্রোটিয়ারা আবুধাবি টি-টেন লিগে দল পেলেন তাসকিন সরকার জাপাকে হাত-পা বেঁধে সাঁতার প্রতিযোগিতায় নামাতে চায়-কাদের নতুন পোশাকে পুলিশ বিএনপি ক্ষমতায় গেলে কাদিয়ানিদের বিষয়ে সংসদে আলোচনা-সালাহউদ্দিন ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯২ রোগী ১৪-২৪ এর মতো নির্বাচন হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ-পরওয়ার ১৩৩ প্রার্থীর তালিকা প্রকাশ গণফোরামের বন্ধু জরেজের বাসায় ২৬ টুকরা করা হয় মরদেহ দেশে তীব্র হচ্ছে অবৈধ অস্ত্রের ঝনঝনানির শঙ্কা নির্বাচন কেউ ঠেকাতে পারবে না-আইজিপি একটা দল বিভেদ সৃষ্টি করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে-ফখরুল নতুন কুঁড়ির শিশুশিল্পীরা সাংস্কৃতিক অঙ্গনে খ্যাতি অর্জন করবে-তথ্য উপদেষ্টা ৩ জনকে রাষ্ট্রদূত নিয়োগের সংবাদটি ভিত্তিহীন-প্রেসসচিব

১৩৩ প্রার্থীর তালিকা প্রকাশ গণফোরামের

  • আপলোড সময় : ১৬-১১-২০২৫ ০৪:০০:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৫ ০৪:০০:৪৭ অপরাহ্ন
১৩৩ প্রার্থীর তালিকা প্রকাশ গণফোরামের
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৩৩ জন প্রাথমিক প্রার্থীর তালিকা ঘোষণা করেছে গণফোরাম। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের প্রাথমিক প্রার্থীর তালিকা ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা করেন দলটির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। সুব্রত চৌধুরী বলেন, তিনি নিজে ঢাকা-৬ আসন থেকে প্রার্থীতা করবেন। এছাড়া দলের সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান প্রার্থীতা করবেন মাগুরা-১ আসন থেকে। এছাড়া দলের সভাপতি পরিষদের সদস্য অ্যাডভোকেট এস এম আলতাফ হোসেন লড়বেন ঢাকা-৫ আসন থেকে, অ্যাডভোকেট এ.কে.এম. জগলুল হায়দার আফ্রিক নরসিংদী-৩, মোশতাক আহমেদ কুমিল্লা-৩, অ্যাডভোকেট সেলিম আকবর চাঁদপুর-৩, অ্যাডভোকেট সুরাইয়া বেগম বরগুনা-২, অ্যাডভোকেট আনসার খান সিলেট-১, আব্দুল হাসিব চৌধুরী হবিগঞ্জ-৩, শ্রী রতন ব্যানার্জী চট্টগ্রাম-৫, অ্যাডভোকেট আবদুল হাফিজ ঝিনাইদহ-২, অ্যাডভোকেট হিরন কুমার দাস বরিশাল-৬ এবং গোলাম হোসেন আবাব সুনামগঞ্জ-৩। উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট এ এইচ এম খালেকুজ্জামান লড়বেন ময়মনসিংহ-৮, অ্যাডভোকেট শান্তিপদ ঘোষ মৌলভীবাজার-১ আসন থেকে। এসময় এসব আসন ছাড়াও সারা দেশের ১৩৩ আসনের প্রাথমিক প্রার্থীর তালিকা ঘোষণা করেন সুব্রত চৌধুরী। ঘোষণা শেষে তিনি বলেন, আমাদের ১৩৩ জনের নাম আজকে আমরা প্রকাশ করলাম। বাকিগুলো আমরা পরবর্তী পর্যায়ে দেবো। আজকে যাদের নাম নেই তারা আগামী পর্যায়ে সুযোগ পাবেন। এটা একটা আংশিক তালিকা, প্রাথমিক তালিকা। এখান থেকে অনেকে বাদও যেতে পারেন আবার অনেক নতুন করে যুক্তও হতে পারেন। প্রার্থী ঘোষণার আগে বক্তব্যে সুব্রত চৌধুরী বলেন, গত ১৭ তারিখ যে জুলাই সনদ বের হয়েছিল। সেখানে অনেক দল সই করেছে, দুই-একটি দল করে নাই। তার মধ্যে আবার নতুন দলও আছে যারা জুলাই সনদের অগ্রবাহিনী হিসেবে নিজেদের দাবি করে। তিনি বলেন, আপনারা দেখেছেন যে ঐক্যটা জুলাই আন্দোলন এবং তার আগে থেকে আমাদের কাছে সৃষ্টি হয়েছিল সে সময়ে এসে কয়েকটি দল আবার নতুন করে কিন্তু দাবি-দাওয়া সরকারের কাছে উপস্থাপন করছে। এমনকি তারা বলেছে, প্রথমত পিআর পদ্ধতি না হলে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। দ্বিতীয়ত তারা বলছে, গণভোট যদি নির্বাচনের আগে না হয় তাইলে ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হওয়ার সম্ভাবনা নাই। ২০২৯ এ নাকি নির্বাচন হবে। প্রতিনিয়ত বক্তব্য দিয়ে যাচ্ছে। এখনও পর্যন্ত দিচ্ছে। প্রধান উপদেষ্টার ভাষণের পরেও আগামী সোমবারেও নাকি আবার যমুনা বাসভবন ঘেরাও করা হবে। গণভোট নিয়ে তিনি বলেন, গণভোট প্রশ্নে যে চার দফা দেওয়া হয়েছে সেটা নিয়ে বিতর্ক আছে। আমাদেরও আছে। যে এটা সঠিকভাবে লিপিবদ্ধ করা হয় নাই। এটার ভাষাগত ব্যাপার আছে। আমাদের দেশের সাধারণ মানুষ মার্কা দেখে নির্বাচন করতে ঐক্য হয়ে গেছে। আর এই চারটা দাগের ওপর ‘হা’- ‘না’ ভোট তো খুব কঠিন। আপনি তিনটাতে ‘হা’ হতে পারেন, দুটিতে ‘না’ হতে পারে। এই হিসাব নিকাশ কীভাবে হবে? তার মানে এখানেও একটা শুভংকরের ফাঁকি আছে। তিনি আরও বলেন, প্যাকেজ করে দিয়েছে চারটা সংবিধান বিষয়ে আপনাকে আগে ‘হ্যাঁ’ বলতে হবে। আপনার আপনার যেটাতে ‘না’ দেওয়ার কথা সেটার সুযোগ রাখছে না। আর ‘না’ বললে পুরাটাই না বলতে হবে। তাইলে এই বিতর্কটা থেকেই গেল এবং এটা চলতে থাকবে। আমাদের দেশের সাধারণ মানুষের যে অবস্থা তারা প্রতিটা বিষয়, প্রতিটা শব্দ বোঝার ব্যাপারে একটু কষ্ট হবে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স