ঢাকা , রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ , ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সরকার জাপাকে হাত-পা বেঁধে সাঁতার প্রতিযোগিতায় নামাতে চায়-কাদের নতুন পোশাকে পুলিশ বিএনপি ক্ষমতায় গেলে কাদিয়ানিদের বিষয়ে সংসদে আলোচনা-সালাহউদ্দিন ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯২ রোগী ১৪-২৪ এর মতো নির্বাচন হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ-পরওয়ার ১৩৩ প্রার্থীর তালিকা প্রকাশ গণফোরামের বন্ধু জরেজের বাসায় ২৬ টুকরা করা হয় মরদেহ দেশে তীব্র হচ্ছে অবৈধ অস্ত্রের ঝনঝনানির শঙ্কা নির্বাচন কেউ ঠেকাতে পারবে না-আইজিপি একটা দল বিভেদ সৃষ্টি করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে-ফখরুল নতুন কুঁড়ির শিশুশিল্পীরা সাংস্কৃতিক অঙ্গনে খ্যাতি অর্জন করবে-তথ্য উপদেষ্টা ৩ জনকে রাষ্ট্রদূত নিয়োগের সংবাদটি ভিত্তিহীন-প্রেসসচিব বহিষ্কৃতদের ওপর আস্থা রেখেই নির্বাচনী মাঠে নেমেছে বিএনপি ঢাকা অবরোধের হুঁশিয়ারি হেফাজতের বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন ইইউর দেশজুড়ে শঙ্কা-সতর্কতা অবৈধ প্রক্রিয়ায় মেশিন কিনে কোটি টাকার বাণিজ্য ঝিনাইদহে সড়কে গাছ ফেলে ডাকাতি নির্বাচনের পর ব্যবসা বাণিজ্যে গতি আসবে হালদার বালু উত্তোলনে বাধা দেওয়ায় হামলা

হালদার বালু উত্তোলনে বাধা দেওয়ায় হামলা

  • আপলোড সময় : ১৬-১১-২০২৫ ১০:৩৭:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৫ ১০:৩৭:১২ পূর্বাহ্ন
হালদার বালু উত্তোলনে বাধা দেওয়ায় হামলা
ফটিকছড়ি প্রতিনিধি চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় প্রতিবাদকারীর ওপর হামলার ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন। গতকাল শনিবার সকাল ১০টায় সুয়াবিল শাহ ছোবহানিয়া সড়কের সামনে স্থানীয়রা ব্যানার-ফেস্টুন নিয়ে মানববন্ধন করেন। পরে প্রায় আধাঘণ্টা ধরে নাজিরহাট-কাজিরহাট সড়ক অবরোধ করেন এলাকাবাসী। এতে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। মানববন্ধনে বক্তব্য দেন আবুল কাশেম ফারুকী, মো. ইরফান উদ্দীন, আরমান উদ্দিন, এম এয়াকুব আলী বাদশা প্রমুখ। বক্তারা বলেন, হালদা নদী দেশের একটি গুরুত্বপূর্ণ সম্পদ। অথচ এ নদী থেকে অবাধে বালু তুলে জীপ গাড়ি বোঝাই করে বিক্রির কারণে আশপাশের রাস্তাঘাট নষ্ট হয়ে যাচ্ছে। এতে এলাকার সাধারণ মানুষ, শিক্ষার্থী ও পথচারীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। গত শুক্রবার অবৈধ বালু পরিবহনের বিরুদ্ধে সংগঠক আবু ফয়েজ তুহিনসহ এলাকাবাসী প্রতিবাদ জানালে এবং একটি জীপ আটকালে বালু-চক্রের সঙ্গে সম্পৃক্ত মো. জসিম ও তার সহযোগীরা ফয়েজ তুহিনের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। এ ঘটনার প্রতিবাদে বক্তারা হালদা নদী থেকে বালু উত্তোলন ও মাটি কাটা বন্ধের পাশাপাশি হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে গিয়ে আহত ও স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। বালু তোলার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান আছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, গত শুক্রবার পূর্ব সুয়াবিলে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ জানাতে গেলে ফটিকছড়ি উত্তর উপজেলা ইসলামী যুবসেনার সাধারণ সম্পাদক আবুল ফয়েজ তুহিনের ওপর সংঘবদ্ধ চক্র হামলা চালায়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য