ঢাকা , রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ , ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নতুন পোশাকে পুলিশ বিএনপি ক্ষমতায় গেলে কাদিয়ানিদের বিষয়ে সংসদে আলোচনা-সালাহউদ্দিন ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯২ রোগী ১৪-২৪ এর মতো নির্বাচন হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ-পরওয়ার ১৩৩ প্রার্থীর তালিকা প্রকাশ গণফোরামের বন্ধু জরেজের বাসায় ২৬ টুকরা করা হয় মরদেহ দেশে তীব্র হচ্ছে অবৈধ অস্ত্রের ঝনঝনানির শঙ্কা নির্বাচন কেউ ঠেকাতে পারবে না-আইজিপি একটা দল বিভেদ সৃষ্টি করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে-ফখরুল নতুন কুঁড়ির শিশুশিল্পীরা সাংস্কৃতিক অঙ্গনে খ্যাতি অর্জন করবে-তথ্য উপদেষ্টা ৩ জনকে রাষ্ট্রদূত নিয়োগের সংবাদটি ভিত্তিহীন-প্রেসসচিব বহিষ্কৃতদের ওপর আস্থা রেখেই নির্বাচনী মাঠে নেমেছে বিএনপি ঢাকা অবরোধের হুঁশিয়ারি হেফাজতের বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন ইইউর দেশজুড়ে শঙ্কা-সতর্কতা অবৈধ প্রক্রিয়ায় মেশিন কিনে কোটি টাকার বাণিজ্য ঝিনাইদহে সড়কে গাছ ফেলে ডাকাতি নির্বাচনের পর ব্যবসা বাণিজ্যে গতি আসবে হালদার বালু উত্তোলনে বাধা দেওয়ায় হামলা গাজীপুরে ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার

নড়াইল সদরের সাবেক পিআইও’র বিরুদ্ধে কোটি কোটি টাকা লোপাটের অভিযোগ

  • আপলোড সময় : ১৬-১১-২০২৫ ১০:২৮:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৫ ১০:২৮:৩০ পূর্বাহ্ন
নড়াইল সদরের সাবেক পিআইও’র বিরুদ্ধে কোটি কোটি টাকা লোপাটের অভিযোগ
নড়াইল থেকে ফিরে শেখ দিনু আহমেদ নড়াইল সদরের সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নাসরিন সুলতানার বিরুদ্ধে প্রকল্প বাস্তবায়নের নামে কোটি কোটি টাকা লোপাটের অভিযোগ পাওয়া গেছে। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ৪ বছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের বিভিন্ন প্রকল্প থেকে তিনি এই হরিলুট করেন। জানা গেছে, পিআইও নাসরিন সুলতানা ২০১৯ সালে নড়াইল সদরে যোগদানের পর থেকে নিজের আখের গোছাতে শুরু করেন। তিনি সাবেক এমপি মাশরাফি বিন মুর্তজার পিতা গোলাম মুর্তজা স্বপনের সাথে পরস্পর যোগসাজশে জাল পিআইসি ও ভুয়া মাস্টাররোল তৈরি করে নামমাত্র কাজ করে বিভিন্ন প্রকল্প থেকে কোটি কোটি টাকা লোপাট করেন। টিআর,কাবিখা, কাবিটা, জিআর, ইজিপিটিসহ বিভিন্ন গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের নামমাত্র কাজ করে তিনি দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা লুটে নেন। লুটপাটের এই অর্থের একটি অংশ নিতেন তৎকালীন জেলা প্রশাসক আনজুআরা বেগম। সরেজমিন অনুসন্ধানকালে ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিগত ৪ বছরে বাস্তবায়িত বেশির ভাগ প্রকল্পের হদিস পাওয়া যায়নি। জাল পিআইসি ও ভুয়া মাস্টাররোল তৈরি করে বিভিন্ন প্রকল্পের বড় অংকের টাকা আত্মসাৎ করা হয়। নড়াইল সদরের তুলারামপুরের জনৈক মিজান, চারিখাদা গ্রামের সাজ্জাদ ও আজবাহার, দক্ষিণ নড়াইলের জাহিদ ও নিলু খান, জেলা পরিষদের সদস্য খোকন সাহা, শাহাবাদের পান্না, হবখালির টিপু, আলাদাতপুরের রিক্তা, দুর্গাপুরের দলিল লেখক আনিস, ভওয়াখালীর কাহার আলম, আওড়িয়া গ্রামের পলাশ, চন্ডিবারপুরের আজিজ ভূইয়া, ছাত্রলীগের সভাপতি মুকুল, সিংগাশোলপুরের তৎকালীন চেয়ারম্যান, সলুয়ার রফিকুল ও হুসাইন, তারাশীর আতাউর, রামেশ্বরপুরের জিহাদুল,বোড়ামারা গ্রামের মুকুল শরীফসহ অগণিত ব্যক্তির নামে জাল পিআইসি ও ভুয়া মাস্টাররোল তৈরি করে প্রকল্পের নামমাত্র কাজ করে সিংহভাগ অর্থ লোপাট করেন পিআইও নাসরিন সুলতানা। স্থানীয় নির্ভরযোগ্য সূত্রগুলো এসব তথ্য নিশ্চিত করেছেন। শুধু তাই নয়, আশ্রায়ন প্রকল্প ও ৪০ দিনের কর্মসূচি থেকেও দুর্নীতির মাধ্যমে বড় অংকের টাকা লোপাট করেন তিনি। নড়াইল সদরে ও কালিয়া উপজেলায় সরকারি ডিজাইন বহির্ভূত আশ্রায়ন প্রকল্পের অধীনে নিম্নমানের ঘর তৈরি করে বিপুল পরিমাণ অর্থ লোপাট করা হয়। নড়াইল সদরে ও একই সাথে কালিয়া উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পালনকালেও অফিস সহকারি ওয়ালিয়ার রহমানের সহযোগিতায় একই কায়দায় হরিলুট করেন তিনি। সূত্র জানায়, নড়াইলের তৎকালীন প্রভাবশালী এমপি মাশরাফি বিন মুর্তজার চেষ্টায় তখন শত কোটি টাকা বরাদ্দ আসে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে, যার সিংহভাগ অর্থ লোপাট করা হয়েছে। ফলে মাঠ পর্যায়ে অনুসন্ধান করে টিআর,কাবিখা, কাবিটা, জিআর, ইজিপিটিসহ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা পাওয়া যায়নি। এদিকে দুর্নীতির মাধ্যমে লোপাটকৃত এসব অর্থ দিয়ে পিআইও নাসরিন সুলতানা নামে- বেনামে বরিশাল ও ঢাকায় জ্ঞাত আয় বহির্ভূত অঢেল সম্পদ গড়ে তুলেছেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্রগুলো দাবি করেছেন,দুদক সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করলে এসব দুর্নীতির সত্যতা মেলবে। এ ব্যাপারে অভিযুক্ত পিআইও নাসরিন সুলতানার সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, নড়াইল থাকাকালে এসব নিয়ে কিছু হলো না,আর এখন কেনো আপনারা এসব নিয়ে টানাহেঁচড়া করছেন ? পিআইও নাসরিন সুলতানা বর্তমানে যশোরের কেশবপুর উপজেলায় কর্মরত আছেন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য