রাজধানীর মতিঝিল এলাকায় দিন-দুপুরে প্রকাশ্যে অস্ত্র দেখিয়ে ও ফাঁকা গুলি ছুঁড়ে এক ব্যবসায়ীকে অপহরণের ঘটনা ঘটেছে। গতকাল রোববার দুপুর দুইটার দিকে বাংলাদেশ ব্যাংকের পেছনের এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। জানা যায়, মতিঝিল এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে ইলিয়াস নামে এক ব্যবসায়ীকে তার প্রতিপক্ষ প্রকাশ্যে ফাঁকা গুলি ছুঁড়ে একটি গাড়িতে তুলে নিয়ে যায়। ওই এলাকার একাধিক সিসি ক্যামেরার ফুটেজে উঠে আসে এমন চিত্র। দেখা গেছে, এক গ্রুপের লোকজন সাদা প্রাইভেটকার নিয়ে বাংলাদেশ ব্যাংকের পেছনে একটি দোকানের সামনে গিয়ে থামে। গাড়ি থেকে বেরিয়ে কয়েকজন ব্যক্তি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে মারধর করে গাড়িতে তুলে নিয়ে চলে যায়। আরেকটি ফুটেজে দেখা যায়, ওই গাড়ির পেছনে দৌড়াচ্ছেন অন্য আরেক ব্যক্তি। যার হাতে পিস্তল রয়েছে। তিনি একাধিক ফাঁকা গুলি ছোড়েন। বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, জমি নিয়ে দুই গ্রুপের বিরোধের জেরে দুপুরে ইলিয়াস নামে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশের বিশেষ অভিযানে অপহরণকৃত ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে কয়েকজন অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আরও তদন্ত চলছে। বিস্তারিত তদন্তের পর জানা যাবে। সূত্র জানায়, মতিঝিলের একটি জমি নিয়ে আবাসন ব্যবসায়ী মহিউদ্দিন ও মো. রাজুর মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। বিরোধপূর্ণ জমিতে এক পক্ষ ভবন নির্মাণের কাজ করছিল। অন্যপক্ষ বাধা দিয়ে আসছিল। এ নিয়েই ফাঁকা গুলি ছুঁড়ে অপহরণের ঘটনা ঘটে। যে পিস্তল দিয়ে গুলি ছোড়া হয়েছে সেটি রাজুর নামে লাইসেন্স করা।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

মতিঝিলে দিন-দুপুরে অস্ত্র ঠেকিয়ে অপহরণ
- আপলোড সময় : ১০-০৬-২০২৪ ১০:১৫:৩১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১০-০৬-২০২৪ ১০:১৫:৩১ পূর্বাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ