ঢাকা , শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ , ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ট্রাভেল এজেন্সি অধ্যাদেশ-২০২৫ বাতিলের দাবি সংবিধানের পঞ্চদশ সংশোধনীর রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি গুলিস্তানে আওয়ামী লীগ কার্যালয়ে ফের অগ্নিসংযোগ-ভাঙচুর ব্রাহ্মণবাড়িয়ায় রেল লাইনে আগুন নগরজুড়ে বিএনপি-এনসিপি ও জামায়াতের মহড়া রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা নির্বাচনে নিরাপত্তা নিয়ে রাজনৈতিক দলগুলোর উদ্বেগ, সংঘর্ষ চায় না ইসি প্রধান উপদেষ্টার ভাষণে অংশগ্রহণমূলক নির্বাচনের রূপরেখা নেই-ব্যারিস্টার আনিসুল নির্বাচনের দিনই গণভোটে জনগণের আকাক্সক্ষার প্রতিফলন হয়নি-পরওয়ার প্রধান উপদেষ্টা নিজের স্বাক্ষরিত জুলাই সনদ নিজেই লঙ্ঘন করেছেন-সালাহউদ্দিন সরকারের আনুষ্ঠানিক নির্দেশনার পর গণভোট নিয়ে সিদ্ধান্ত-সিইসি নিউমুরিং টার্মিনাল আপাতত বিদেশিদের হস্তান্তর নয়-হাইকোর্ট গণভোট ‘অপ্রয়োজনীয়’, বলছে সনদে সই না করা বাম দলগুলো বিটিভিকে স্বায়ত্তশাসন দেওয়া হচ্ছে-তথ্য ও সম্প্রচার উপদেষ্টা প্রসঙ্গ হ্যাঁ-না : চার প্রশ্নের উত্তর একটাই প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ শেখ হাসিনার সর্বোচ্চ সাজার প্রত্যাশা চিফ প্রসিকিউটরের শেখ হাসিনার মামলার রায় ১৭ নভেম্বর গণভোট নিয়ে বিএনপি জামায়াতের টানাটানি জুলাই সনদ বাস্তবায়ন আদেশের গেজেট জারি
লকডাউনবিরোধী অবস্থান

নগরজুড়ে বিএনপি-এনসিপি ও জামায়াতের মহড়া

  • আপলোড সময় : ১৪-১১-২০২৫ ০৬:২৮:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৫ ০৬:২৮:১১ অপরাহ্ন
নগরজুড়ে বিএনপি-এনসিপি ও জামায়াতের মহড়া
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি কেন্দ্র করে যেকোনো ধরনের অপতৎপরতা রুখতে এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশিত করতে রাজধানীর বিভিন্ন মোড়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে এবং কোথাও কোথাও মিছিল করেন তারা। পাশাপাশি মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করছে পুলিশ।
সরেজমিনে দেখা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই বছিলা ব্রিজের প্রবেশ মুখে অবস্থান নিয়েছেন বিএনপি-জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা। ঢাকা মহানগর উত্তর ৩৩নং ওয়ার্ড বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. ওসমান গনি সেন্টুর নেতৃত্বে শতাধিক নেতাকর্মী ব্রিজের পাশে চেয়ার পেতে অবস্থান নিয়েছেন। গাবতলী মাজার রোডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। এছাড়া মোটরসাইকেল শোভাযাত্রা করেছে দলটি। সকাল ৮টার আগ থেকেই অবস্থান নিয়েছের দলটির নেতাকর্মীরা। মিরপুর উত্তর জামায়াতের সাধারণ সম্পাদক মো আব্দুল মান্নান বলেন, আমরা সকাল থেকে অবস্থান নিয়েছি। এই এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, সবকিছু স্বাভাবিক আছে। কর্মসূচি প্রতিরোধ করতে ও যেকোনো অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে পথে নেমেছেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। এদিন সকাল ৭টার আগেই শ্যামলীতে লাঠিসোঁটা নিয়ে মিছিল করতে দেখা যায় বিএনপির কর্মীদের। মাজার রোডে ভোর থেকে জামায়াতের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়। তারা লাঠি হাতে সড়কের পাশে চেয়ার পেতে বসেন। এ ছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনেও জামায়াতের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর প্রবেশমুখ ডেমরার স্টাফ কোয়ার্টার মোড়ে আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি প্রতিহত করতে বিক্ষোভ মিছিল করেছে ডেমরা থানা বিএনপি ও সহযোগী অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এসএম রেজা চৌধুরী সেলিম ও যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান। বিক্ষোভ মিছিলটি স্টাফ কোয়ার্টার, সারুলিয়া এলাকা প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম মানিক, কবির খান, হাজী হযরত আলী প্রমুখ। এদিন বাশেরপুল ও সাইনবোর্ড এলাকায় আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি প্রতিরোধে সতর্ক অবস্থানে ছিল ৬৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল ভুইয়া তুহিনের নেতৃতে স্থানীয় নেতাকর্মীরা। যাত্রাবাড়ী চৌরাস্তায় সকাল সাড়ে ৮টার দিকে মিছিল করেন যাত্রাবাড়ী থানা জামায়াতের নেতাকর্মীরা। এরপর সাড়ে ৯টার দিকে হাইকোর্ট এলাকায় ইসলামী ছাত্রশিবিরের মিছিল বের হয়। এদিন ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ঘিরেও লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিয়েছেন জামায়াতের নেতাকর্মীরা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে সামনে অবস্থান নিতে দেখা গেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের। এদিন লকডাউন কর্মসূচির প্রতিবাদে রাজধানীর গেন্ডারিয়ায় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা সংক্ষিপ্ত সময়ের জন্য অবস্থান কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার দুপুর ১টা ৫০ মিনিটে শরৎগুপ্ত রোড এলাকায় এ কর্মসূচি হয়। ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ৪০-৫০ জন নেতাকর্মী অংশ নেন। তারা লকডাউন কর্মসূচিকে ‘অযৌক্তিক’ উল্লেখ করে সরকারের পদক্ষেপের সমালোচনা করেন এবং দ্রুত গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।
আওয়ামী লীগের কার্যালয়ের সামনে শিবিরের বিক্ষোভ: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণায় গুলিস্তানে দলটির পার্টি অফিসের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে দিনব্যাপী সড়কে অবস্থান শুরু করে তারা। এ সময় ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিচার ও তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। ঢাকা মহানগর দক্ষিণ শিবিরের কর্মী জাহিদুল ইসলাম বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগের যে কোনো নাশকতা প্রতিহত করতে আমরা প্রস্তত আছি। নিষিদ্ধ লীগের কোনো কার্যক্রম আমরা চলতে দেবো না। আমরা আজ দিনভর এখানে থাকবো। বিক্ষোভ কর্মসূচির নেতৃত্বে থাকা আবিদ বলেন, আমাদের এটা ছাড়াও আরও ১৩টি স্থানে অবস্থান কর্মসূচি চলছে। আওয়ামী লীগের যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাব দিতে আমরা প্রস্তুত।
এদিকে নিরাপত্তার স্বার্থে বুধবার থেকেই ঢাকার প্রবেশপথগুলোয় বিভিন্ন চেকপোস্টে গণপরিবহন আর সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিশেষ করে মোটরসাইকেল আরোহীদের ব্যাগ তল্লাশি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। একইসঙ্গে প্রতিটি বাইকের নম্বর ও প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে পুরো এলাকাতেই পরিস্থিতি ছিল শান্তিপূর্ণ ও নিয়ন্ত্রণে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ