ঢাকা , শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ , ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সরকার সংস্কার কমিশন করলেও নদীর ক্ষেত্রে প্রতিফলন নেই-আনু মুহাম্মদ বাড্ডায় কিশোর গ্যাংয়ের সংঘর্ষে নিহত ১ আইন-শৃঙ্খলা রক্ষায় বিপুল খরচেও কমানো যাচ্ছে না নানামুখী আতঙ্ক রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হওয়ার আশঙ্কা সেই শিশু আছিয়া না ফেরার দেশে ধর্ষণে আতঙ্ক -উদ্বেগ ভারতকে অযাচিত বিভ্রান্তিকর মন্তব্যের পুনরাবৃত্তি রোধ করতে বলল ঢাকা প্রধান উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন ২৬ মার্চ সালমান এফ রহমানসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা খরায় পুড়ছে চা-বাগান উৎপাদন নিয়ে শঙ্কা ইফতারিতে দই-চিড়ার জাদু একরাতে দু’জনকে কুপিয়ে হত্যা এলাকায় আতঙ্ক স্বাভাবিক নিত্যপণ্যের বাজার, সংকট সয়াবিনে মামলা থেকে স্বামীর নাম বাদ দেয়ার কথা বলে স্ত্রীকে ধর্ষণ ছেঁউড়িয়ায় শুরু লালন স্মরণোৎসব দোহাজারীতে বাসচাপায় ৩ জন নিহত হেনস্তার পর ছাত্রীকে ফেলে দিলো দুর্বৃত্তরা ৫৬০ মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম ভ্যাট দেয় না বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান পরনের কাপড় টিভি ফ্রিজ খাট টাকা সব পুড়ে শেষ বস্তিতে আগুন

বাজেট নিয়ে দুই দলের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত রাজনীতির মাঠ

  • আপলোড সময় : ০৯-০৬-২০২৪ ০৯:১৪:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৪ ০১:১৪:২৫ পূর্বাহ্ন
বাজেট নিয়ে দুই দলের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত রাজনীতির মাঠ বাজেট নিয়ে দুই দলের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত রাজনীতির মাঠ
২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণার পর পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন টানা চার মেয়াদে ক্ষমতায় থাকা দল আওয়ামী লীগ ও ক্ষমতার বাইরে থাকা দল বিএনপি। সভা-সেমিনার কিংবা মানববন্ধনে দেশের প্রধান বড় দুই দলের শীর্ষপর্যায়ের দুই সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে আবারও উত্তপ্ত রাজনীতির মাঠ।
জানা গেছে, জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশ করা হয়েছে। টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করা আওয়ামী লীগের এটি প্রথম বাজেট। এই বাজেট নিয়ে এখন নানামুখী আলাপ আলোচনা হচ্ছে। আওয়ামী লীগের পক্ষ থেকে এই বাজেটকে বাস্তবধর্মী, নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার পূরণের বাজেট হিসেবে অভিহিত করা হয়েছে। বাজেট নিয়ে আওয়ামী লীগের বিভিন্ন নেতারা নানারকম বক্তৃতা বিবৃতি দিচ্ছেন। তবে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বাজেটকে বাস্তব ভিত্তিক, ন্যায়সঙ্গত এবং সাম্প্রতিক সময়ে সংকট মোকাবেলার জন্য কার্যকর বলে দাবি করেছে। অন্যদিকে সিপিডিসহ বিভিন্ন অর্থনৈতিক গ্রুপগুলো বাজেটের নানা বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছে। তারা কিছু কিছু বিষয়ের সমালোচনাও করছে। তবে বিএনপি ঢালাও ভাবে এই বাজেটের সমালোচনা করে এটি প্রত্যাখ্যান করেছে। এই বাজেটের ফলে দুর্নীতি বাড়বে বলে মনে করছে দলটি। তবে শুধুমাত্র বক্তৃতা বিবৃতির মধ্যেই নয়, বিএনপি বাজেটকে ঘিরে আন্দোলনের একটি বড় প্ল্যাটফর্ম তৈরি করতে চাইছে। তবে বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য বলেছেন, এখন পর্যন্ত বাজেট নিয়ে নানা মহলের প্রাথমিক যে প্রতিক্রিয়া, তাতে আওয়ামী লীগ ছাড়া কোন রাজনৈতিক দলই এবারের বাজেটকে সমর্থন দেয়নি। বিশেষ করে আওয়ামী লীগের সঙ্গে যারা নির্বাচন করেছে সেই দলগুলোও বাজেটের তীব্র সমালোচনা করেছে। জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, জাসদ-এর হাসানুল হক ইনু এই বাজেটের বিভিন্ন দিক নিয়ে সমালোচনা করছেন। তবে বাজেট উত্থাপনের পরপরই দেশ ঈদের লম্বা ছুটিতে যাচ্ছে। আগামী ১৪ জুন থেকে ২২ জুন পর্যন্ত দেশ মোটামুটি ছুটিতেই থাকবে। আগামী ২৯ বা ৩০ তারিখে বাজেট এবং অর্থ বিল পাশ হতে পারে। এরপরই বিএনপি হরতালের মতো কর্মসূচির কথা ভাবছে। বাজেট নিয়ে একটি অভিন্ন প্ল্যাটফর্ম গঠন করা যায় কি না সে নিয়ে বিএনপি কথা বলবে বলে জানা গেছে। আগামী দু একদিনের মধ্যে স্পষ্ট হবে বাজেট নিয়ে বিএনপি কীভাবে আন্দোলন করবে এবং কতদূর সেই আন্দোলনের সীমানা বিস্তৃত হবে।
এদিকে, গত ৬ জুন জাতীয় সংসদে আওয়ামী লীগের টানা চতুর্থ মেয়াদের প্রথম প্রস্তাবিত ২০২৪-২৫ নতুন অর্থবছরের বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার প্রস্তাবিত এই বাজেট নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানানো হয়েছে। নির্বাচনের আগে ‘স্মার্ট বাংলাদেশে’র ইশতেহার দিয়েছিল দলটি। নতুন অর্থবছরের বাজেটেও বলা হয়েছে ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার’। দেশের অর্থনীতির অবস্থা এবং বৈশ্বিক পরিস্থিতির কারণে বর্তমান সংকট কাটিয়ে এই বাজেট স্মার্ট বাংলাদেশ গঠনের ক্ষেত্রে সহায়ক হবে বলে মনে করছেন আওয়ামী লীগের নেতারা। তারা বলছেন, সময়োপযোগী, গণমুখী ও কৌশলী বাজেট দিয়েছে সরকার।
আওয়ামী লীগের জেষ্ঠ্য নেতারা বলছেন, দেশের অর্থনীতির ওপরের চাপ কমাতে সহায়ক হবে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট। বিদ্যমান সংকট কাটিয়ে উঠতে বাস্তবসম্মত, গণমুখী ও কৌশলী বাজেট হয়েছে এবার। এই বাজেট যথাযথভাবে বাস্তবায়িত হলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টানা সম্ভব হবে এবং অর্থনীতির ঘুরে দাঁড়াতে পথ মসৃণ করবে। নতুন সরকারের সামনের সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় ভূমিকা রাখবে এই বাজেট। বাজেট ঘোষণার পর পর রাজধানীতে সংবাদ সম্মেলনসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে বাজেটের পক্ষে সাফাই গাইছেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রস্তাবিত বাজেটকে গণমুখী ও নির্বাচনি ইশতেহারের সঙ্গে সঙ্গতিপূর্ণ। বিএনপি মহাসচিবের সমালোচনার জবাবে ওবায়দুল কাদের বলেন, তারা নিজেরাই হাজার-হাজার কোটি টাকা বিদেশে পাচার করে। তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে বসে আরামআয়েশে দিন যাপন করছেন। সেই টাকার হিসাব মির্জা ফখরুল সাহেবদের দিতে হবে। বিএনপি আজকে বড় বড় কথা বলে। অর্থবাজারের কথা বলে। কালোটাকার কথা বলে। দেশকে গিলে খাওয়ার কথা বলে। তাদের সর্বশেষ বাজেট ছিল ৬৮ হাজার কোটি টাকা। তারপরও বাজেটের আগে সাইফুর রহমান সাহেবকে বিভিন্ন অর্থনৈতিক ফোরামে ভিক্ষার ঝুলি নিয়ে দৌড়াতে হয়েছিল। আমাদের সময়ে বাজেট দেয়ার আগে কোনো অর্থমন্ত্রীকে বিদেশে গিয়ে ভিক্ষা চাইতে হয়নি। এতে বুঝতে পারেন দেশটা কোথা থেকে কোথায় আসছে। শুধু বিএনপি নয়, টিআইবি, সিপিডি ও সুজন যে বাজেট প্রতিক্রিয়া দিয়েছে তারও সমালোচনা করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, এখন সিপিডি কী বলল, টিআইবি কী বলল, সুজন কী বলল এসব নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই। ওরা সবাই বিএনপির সুরে সুর মিলিয়ে কথা বলে। কথার সঙ্গে তাদের বাস্তব কর্মকাণ্ডে মিল নেই। বাজেট নিয়ে কথা বলেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান। তিনি বলেন, বিরোধী দল তাদের কথা বলবে, বাজেটকে তাদের দৃষ্টিতে দেখবে। সরকারি দলের দৃষ্টিতে আমরা বাস্তব ও গণমুখী বাজেট বলবো। সরকারি দলের সঙ্গে বিরোধী দলের বাজেট প্রতিক্রিয়া না মেলাটাই স্বাভাবিক। প্রস্তাবিত বাজেটকে সময়োপযোগী উল্লেখ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার নির্বাচনী ইশতেহার দিয়ে ২০০৮ সালে ক্ষমতায় এসেছিল আওয়ামী লীগ। সে সময় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের বাজেট দেয়া হয়েছিল। এবার ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার অঙ্গীকার করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে সেই লক্ষ্য অর্জনে সহায়তা করবে। সার্বিকভাবে এটিকে কৌশলী বাজেট হিসেবে দেখছি আমি। তবে উল্টোসুরে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাজেটে রাঘববোয়ালদের সুযোগ করে দেয়া হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট লুটের নতুন পরিকল্পনা। প্রস্তাবিত বাজেট সাধারণ মানুষের ওপর আরও বোঝা চাপাবে। এই বাজেট লুট করার জন্য। এবারের বাজেটে আয়ের চেয়ে ব্যয় বেশি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ব্যাংক ও বিদেশিদের ওপর ঋণ আরও বাড়বে। শুধু তাই নয়, বাজেটের সঙ্গে সবকিছুর দাম আরও বাড়বে। পুরো বাজেট বাংলাদেশবিরোধী। এখানে জনগণের জন্য কিছু নেই। নতুন করে কর্মসংস্থানের সুযোগও নেই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় রাজধানীতে এক অনুষ্ঠানে বলেছেন, এ বাজেট দুর্নীতিবাজ, লুটেরাদের মোটাতাজাকরণ করার বাজেট-এটি জনগণের বাজেট নয়। তিনি বলেন, এ বাজেট দুর্নীতিবাজ-লুটেরাদের মোটাতাজাকরণ করার বাজেট-এটি জনগণের বাজেট নয়। লুঠপাটের বাজেট দিয়েছে। সরকারই বেনজীরকে হাজার কোটি টাকা নিয়ে বিদেশে পালিয়ে যেতে সাহায্য করেছে এ কথা উল্লেখ করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ প্রভাবশালীদের ছত্রছায়াতেই পালিয়েছেন তিনি। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জনগণের ১০ হাজার টাকার হিসাব চাইবেন, আর বেনজীরের হাজার কোটি টাকার হিসাব চাইবেন না?  দেশটা যেন মগের মুল্লুক পেয়েছে তারা। সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঘাত আসলেই পাল্টা আঘাত করা হবে। সে আঘাত পোশাক পরিহিত কিংবা পোশাক ছাড়া কেউ করুক না কেন। মানববন্ধন করে কিছু হবে না, দানব ধরার প্রোগ্রাম করতে হবে নেতাকর্মীদের। একইসুরে কথা বলেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। তিনি বলেন, এ সরকারকে বিদায় জানাতে নেতাকর্মীদের রাজপথে নেমে আসার আহ্বান জানান। বাজেটের সমালোচনা করে তিনি বলেন, ঋণ করে এখন বিয়ে করতে হবে, বিয়ের ওপরও কর বসিয়েছে সরকার।

 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স