হাইকোর্টে রিটের প্রেক্ষিতে মাঠ পর্যায়ের ২১ কর্মকর্তাকে বদলির আদেশ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। ৮ নভেম্বর আলাদা আলাদা প্রজ্ঞাপনে বলা হয়, সিনিয়র জেলা নির্বাচন অফিসের ২১ নির্বাচন কর্মকর্তাকে উপজেলা নির্বাচন অফিসের উপজেলা নির্বাচন কর্মকর্তা পদে বদলি করা হয়েছে। আর উপজেলা নির্বাচন অফিসের দুজন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে জেলা নির্বাচন অফিসের নির্বাচন কর্মকর্তা পদে বদলি করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে হাইকোর্টের রিটের কারণে ২১ জন নির্বাচন কর্মকর্তার প্রজ্ঞাপনটি স্থগিত করে গত সোমবার প্রজ্ঞাপন জারি করেছে ইসি। সোমবারের প্রজ্ঞাপনে ইসি জানায়, আপিল বিভাগের গত ৬ অক্টোবরের আদেশে হাইকোর্ট বিভাগের রিট পিটিশনের রায়ের বিষয়ে স্ট্যাটাস কিউইউও বজায় রাখার আদেশ প্রদান করায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয়ের গত ৮ নভেম্বর এর বদলি/পদায়নের প্রজ্ঞাপনটি স্থগিত করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। উল্লেখ্য, এর আগেও শতাধিক কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দিয়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট করতে চায় নির্বাচন কমিশন। এরই প্রস্তুতি স্বরূপ মাঠ পর্যায়ের দফতরগুলোতে বদলি শুরু করেছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
উপজেলা পর্যায়ের ২১ কর্মকর্তাকে বদলির আদেশ স্থগিত
- আপলোড সময় : ১১-১১-২০২৫ ১০:৪৪:৪৫ অপরাহ্ন
- আপডেট সময় : ১১-১১-২০২৫ ১০:৪৪:৪৫ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্টাফ রিপোর্টার