পুথির সাজে মুগ্ধতা ছড়ালেন মিম
- আপলোড সময় : ১১-১১-২০২৫ ০৬:২৭:০৪ অপরাহ্ন
- আপডেট সময় : ১১-১১-২০২৫ ০৬:২৭:০৪ অপরাহ্ন
পর্দার জনপ্রিয় নায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিম। তিনি ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে প্রবেশ করেন। এরপর থেকে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের নজর কেড়েছেন বিদ্যা সিনহা মিম। গত সোমবার ছিল মিমের জন্মদিন। সে উপলক্ষ্যে একটি পেজ থেকে এ নায়িকার ৩৫ সেকেন্ডের ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে পুথির সাজে ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা দিয়েছেন। শেয়ার করা ভিডিওতে দেখা যায়, পুথির সাজে আবেদনময়ী লুকে ধরা দিয়েছেন। চোখের চাহনি আর মিষ্টি হাসে যেন নেটিজেনদের নজর কেড়েছে। ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘যিনি সৌন্দর্য, আবেগ আর ক্ষমতার প্রতিমূর্তি সেই নারীকে জানাই শুভ জন্মদিন। তিনি কোটি হৃদয়ের প্রেরণা, প্রতিটি দৃশ্যপটে এক অপরাজেয় শক্তি।’
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিনোদন ডেস্ক