চাকরি স্থায়ী না করলে ডেইরি প্রকল্পের ইউনিয়ন কর্মীদের কঠোর আন্দোলন
- আপলোড সময় : ১১-১১-২০২৫ ০৫:৪০:৫৪ অপরাহ্ন
- আপডেট সময় : ১১-১১-২০২৫ ০৫:৪০:৫৪ অপরাহ্ন
চাকরি জাতীয়করণ না করলে কঠোর আন্দোলনে যাবেন ডেইরি উন্নয়ন প্রকল্পের ইউনিয়ন পর্যয়ের কর্মীরা। গতকাল সোমবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ ঘোষণা দেন তারা। মানববন্ধনে সারা দেশ থেকে আসা লাইভস্টক সার্ভিস প্রোভাইডাররা ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। মানববন্ধনে ছিলেন এলসিপি কল্যাণ পরিষদের সভাপতি সাইফুল চৌধুরী, সাধারণ সম্পাদক শরীফ হোসেনসহ অন্যান্য নেতারা। বক্তারা বলেন, ২০১৯ সালে সারা দেশের ৬১টি জেলার ইউনিয়ন পর্যায়ে ৪ হাজার ২০০ জন জন লাইভস্টক সার্ভিস প্রোভাইডার নিয়োগ দেয় সরকার। নতুন উদ্যেক্তা তৈরি করা, দুধ ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন বাড়াতে স্থানীয় খামারিদের প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা করে কর্মসংস্থান সৃষ্টি, নারী ক্ষমতায়ন ও গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন করতে এই ডোর টু ডোর প্রাণিসেবা দেওয়া প্রকল্প চালু করে সরকার। এর মাধ্যমে সারা দেশে ৪০ শতাংশ পুরুষ ও ৬০ শতাংশ নারী নিয়ে ৬ হাজার ৫০০টি উৎপাদনকারী দল তৈরি করা হয়। তবে বর্তমানে প্রাণিসম্পদ অধিদফতেরর অধীনে বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড গঠনের সিদ্বান্ত হয়েছে। তাই প্রকল্প শেষে লাইভস্টক সার্ভিস প্রোভাইডারদের বেকারত্বের দিকে ঠেলে না দিয়ে বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের অন্তর্ভুক্ত করে স্থায়ী করার দাবি জানান তারা। মানববন্ধন শেষে প্রাণিসম্পদ অধিদফতরে স্মারকলিপি দেন আন্দোলনকারীরা।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্টাফ রিপোর্টার