সুন্দরবনে নিখোঁজের দুদিন পরে প্রবাসী পর্যটকের লাশ উদ্ধার
- আপলোড সময় : ১১-১১-২০২৫ ০৫:৩৬:৪৭ অপরাহ্ন
- আপডেট সময় : ১১-১১-২০২৫ ০৫:৩৬:৪৭ অপরাহ্ন
সুন্দরবনের পশুর নদীতে ট্রলার উল্টে নিখোঁজ যুক্তরাষ্ট্রপ্রবাসী নারী পর্যটক রিয়ানা আবজালের (২৮) লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা। নিখোঁজের দুইদিন পরে গতকাল সোমবার সকালে মোংলার সাইলো জেটি সংলগ্ন নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। এর আগে গেল শনিবার দুপুরে সুন্দরবনের ঢাংমারি ও পশুর নদীর মোহনায় পর্যটকবাহী ট্রলার উল্টে নিখোঁজ হন এই নারী পযটক। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, উদ্ধারকৃত লাশ চাঁদপাই নৌ পুলিশের নিকট হস্তান্তর করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা নেই কর্মকর্তা। জানাযায়, নিখোঁজ রিয়ানা আবজাল রাজধানীর উত্তরা এলাকার আবুল কালাম আজাদের মেয়ে। তাদের গ্রামের বাড়ি বরিশালে। তিনি পাইলট ছিলেন। পরে যুক্তরাষ্ট্রে চলে যান। সুন্দরবনের ঢাংমারী এলাকার রিসোর্ট ম্যানগ্রোভ ভ্যালিতে পরিবারসহ রাতযাপন করেন ওই নারী পর্যটক। শনিবার সকালে একটি নৌকায় তারা ১৩ জন পর্যটক করমজল পর্যটনকেন্দ্রে যাচ্ছিলেন। পথে ঢেউয়ের তোড়ে নৌকাটি উল্টে যায়। এ সময় নৌকার সবাই নদীতে পড়ে যান। তাদের মধ্যে কেউ কেউ সাঁতরে কূলে ওঠেন। এ ছাড়া কয়েকজনকে আশপাশের লোকজন উদ্ধার করেন। কিন্তু রিয়ানা নামের ওই নারী নিখোঁজ হন।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্টাফ রিপোর্টার