আজ পল্টনে ৮ দলের যৌথ সমাবেশ
- আপলোড সময় : ১১-১১-২০২৫ ০৪:১৭:৫৫ অপরাহ্ন
- আপডেট সময় : ১১-১১-২০২৫ ০৪:১৭:৫৫ অপরাহ্ন
* সমাবেশ বাস্তবায়নে জামায়াতের শৃঙ্খলা বিভাগের জরুরি সভা অনুষ্ঠিত
* জুলাই সনদের আইনি বাস্তবায়ন, গণভোট, পিআর পদ্ধতিসহ পাঁচ দফা দাবি
জুলাই সনদের আইনি বাস্তবায়ন, নভেম্বরে গণভোট, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে আজ ১১ নভেম্বর সমাবেশ করবে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ আট দল। এরইমধ্যে সমাবেশ বাস্তবায়নে জামায়াতে ইসলামীর শৃঙ্খলা বিভাগের এক জরুরি সভা গতকাল সোমবার সকালে মহানগরীর সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, আজ মঙ্গলবার ঢাকার পল্টন মোড়ে বেলা ১১টা থেকে শুরু হবে এই সমাবেশ। এতে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। সমাবেশ বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল বাসিত আজাদ, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজি, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি এডভোকেট আনোয়ারুল হক চাঁন এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির রাশেদ প্রধানসহ আটদলের শীর্ষ নেতৃবৃন্দ। এর আগে ৯ নভেম্বর বিকেলে সমাবেশ সফল করতে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আট দলের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনূস আহমদ। এ সময় তিনি বলেন, গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে রাষ্ট্র মেরামতের যে সুযোগ তৈরি হয়েছে তা কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমরা যারা চব্বিশের জুলাইতে জীবনবাজী রেখে লড়াই করেছি তারা প্রয়োজনে আবারো রাজপথে গণজোয়ার তৈরি করবো। তিনি বলেন, গত ২৫ অক্টোবর আন্দোলনরত আটদলের শীর্ষ নেতৃবৃন্দ এক বৈঠকে মিলিত হয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন তার ধারাবাহিকতায় গত ৬ নভেম্বর প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি দেওয়া হয়েছে। সেখানে আমাদের দাবি ও তার যৌক্তিকতা তুলে ধরেছি। আমরা প্রত্যাশা করেছিলাম, আমাদের দাবির গুরুত্ব অনুধাবন করে প্রধান উপদেষ্টা কোনো ইতিবাচক সিদ্ধান্ত নেবেন। কিন্তু আমাদেরকে হতাশ হতে হয়েছে। তাই আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি মাঠে প্রতিফলিত হবে।
এদিকে, ঐতিহাসিক পল্টন মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা ৮ দলের ঘোষিত আজ মঙ্গলবারের সমাবেশ বাস্তবায়নে জামায়াতে ইসলামীর শৃঙ্খলা বিভাগের এক জরুরি সভা সোমবার (১০ নভেম্বর) সকালে মহানগরীর সভা কক্ষে অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ইয়াছিন আরাফাত, মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ডা. মহিন উদ্দিন, মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শাহিন আহমেদ খান। এছাড়াও সভায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মহানগরীর বিভিন্ন শাখার সভাপতি-সেক্রেটারি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন থানা আমির-সেক্রেটারিসহ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ১১ নভেম্বরের সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্নকরণে শৃঙ্খলা বিভাগের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য দায়িত্ব বণ্টন করা হয়।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্টাফ রিপোর্টার