ঢাকা , বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ , ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
৫ মামলায় সাবেক মেয়র আইভীর জামিন স্থগিত এলএনজি আমদানি বাংলাদেশের অর্থনীতিকে আরও দুর্বল করবে-আইইএ ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯ জন একটি বড় দল সংস্কার থেকে সরে গেছে-নাসীরুদ্দীন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গাড়ি থেকে গুলিসহ ২ শটগান উদ্ধার ঢাবি’র ৫ স্থাপনায় নিষিদ্ধ ছাত্রলীগের তালা জমি অধিগ্রহণের প্রতিবাদে ডেমরায় মানববন্ধন রাজধানীতে শিক্ষার্থীকে অপহরণের পর হত্যা গ্রেফতার ২ আত্মসমর্পণের পর বন কর্মকর্তা কারাগারে চট্টগ্রাম বন্দরের বিপজ্জনক পণ্যের কনটেইনার ধ্বংসের উদ্যোগ আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি যা জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত : প্রধান উপদেষ্টা আ’লীগের নৈরাজ্যের জবাব দিতে প্রস্তুত ছাত্রশিবির শীর্ষ সন্ত্রাসী রনির পরিকল্পনায় মামুন হত্যা আ’লীগ ও জাপাকে ভোটের বাইরে রাখার দাবি গণঅধিকার পরিষদের নির্বাচন সামনে রেখে প্রতিবেশী দুই দেশ থেকে আসছে অস্ত্র বিচার বাধাগ্রস্ত করার অপচেষ্টা চলছে-প্রসিকিউশন ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার রায়ের তারিখ জানা যাবে আজ ১১ মাসে এসেছে বাংলাদেশে ১ লাখ ৩৬ হাজার নতুন রোহিঙ্গা অরাজকতার পথে হাঁটছে দেশ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উন্নয়নে কাজ করবে ব্র্যাক-এসএমই ফাউন্ডেশন
* জাতীয় সংসদ নির্বাচন, গণভোট ও পিআরসহ নানা ইস্যুতে মুখোমুখি অবস্থানে দুই দল

বিএনপি জামায়াতের টানাপোড়েন

  • আপলোড সময় : ০৯-১১-২০২৫ ১২:৩৪:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৫ ১২:৩৪:৫২ পূর্বাহ্ন
বিএনপি জামায়াতের টানাপোড়েন
* জামায়াতের আহ্বানে সাড়া দেবে না বিএনপি, সুসম্পর্ক রাখবে সরকারের সঙ্গে
* ৫ দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি জামায়াতসহ সমমনা আটটি রাজনৈতিক দল
* দ্বন্দ্ব বিভেদ বিতর্ক ছাপিয়েও হাওয়া বইছে নির্বাচনী পালে


জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তীব্র রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী জোটের মধ্যে। গণভোট ও পিআরসহ নানা দাবি নিয়ে দুই দলের মধ্যে প্রকাশ্যে মতভেদ দেখা দিয়েছে। জামায়াত নির্বাচনের আগে গণভোট আয়োজনের পক্ষে, অন্যদিকে বিএনপি একই দিনে নির্বাচন ও গণভোট চায়। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ ও গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর বিতর্ক এবং মতভেদ ও দ্বন্দ্ব বাড়ছে। অন্তর্বর্তী সরকার পাঁচ দফা দাবি না মানলে আগামী ১১ নভেম্বর ঢাকার সমাবেশ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে জামায়াতে ইসলামী ও জাতীয় গণতান্ত্রিক পার্টিসহ (জাগপা) সমমনা ৮টি রাজনৈতিক দল। এই বিরোধেই বিরোধী শিবিরে বিভাজন আরও স্পষ্ট হয়েছে। রাজনৈতিক দলগুলোর বিতর্ক ও মতভেদের মধ্যেই দেশজুড়ে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। প্রায় সবকটি দল এখন নির্বাচনমুখী। সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় বাড়িয়েছেন জনসংযোগ, হচ্ছে শোভাযাত্রা, চলছে মোটরসাইকেল ও গাড়ির বহর নিয়ে শোডাউন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তৎপর অনেকে। কয়েকটি দলের শীর্ষ নেতারা কেন্দ্রীয় পর্যায়ে ভিন্ন কথা বললেও তাদের স্থানীয় নেতারা পিছিয়ে নেই নির্বাচনী প্রচারে।
জানা গেছে, নির্বাচনের আগে আলাদা গণভোট আয়োজন অর্থ অপচয় ও নির্বাচনী প্রক্রিয়া বানচালের চেষ্টা এমন দাবি করেছে বিএনপির পক্ষ থেকে। অন্যদিকে জামায়াত বলছে, অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি দিয়েও গণভোটের তারিখ ঘোষণা করছে না, যা তাদের সন্দেহ আরও বাড়িয়েছে। আগামী ১১ নভেম্বর ঢাকার সমাবেশ সফল করার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী ও জাতীয় গণতান্ত্রিক পার্টিসহ (জাগপা) সমমনা আটটি রাজনৈতিক দল। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। তার আগে দাবি মেনে নেওয়া না হলে সমাবেশ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়। বৈঠকে নেতৃবৃন্দ বলেন, আমরা আলোচনায় বসার জন্য বিএনপিসহ সবাইকে আহ্বান জানিয়েছি। কিন্তু বিএনপি আমাদের আহ্বানে আলোচনায় বসতে রাজি নয়। তাহলে বিএনপিকে আহ্বান জানাবো, দেশ, জাতি ও জনগণের স্বার্থে আমরা আলোচনায় অংশ নেব। কিন্তু কালক্ষেপণ করে গণভোটকে জাতীয় নির্বাচনের দিন নেওয়ার চেষ্টা করে কোনো লাভ হবে না। গণভোট জাতীয় নির্বাচনের আগেই অনুষ্ঠিত হতে হবে। জনগণের দাবি মেনে নেওয়া না হলে আগামী ১১ তারিখ আমাদের জনসভা থেকে কঠোরতম কর্মসূচি ঘোষণা করা হবে।
জাগপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধানের সভাপতিত্বে আট দলের লিয়াজোঁ কমিটির বৈঠকে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির সাখাওয়াত হোসাইন ও যুগ্ন মহাসচিব মোস্তাফিজুর রহমান ফয়সাল, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইজহার চৌধুরী ও সিনিয়র নায়েবে আমির আব্দুল মাজেদ আতাহারী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ইউসুফ সাদেক হাক্কানি ও নায়েবে আমির মুজিবুর রহমান হামিদী, জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির স্থায়ী কমিটির সদস্য আবু নাসের নূর নবী জনি ও অর্থ সম্পাদক রিয়াজ হোসাইন। যে পাঁচ দাবি আন্দোলনরত আট দলের-১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং আদেশের ওপর জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন। ২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে/উচ্চকক্ষে পিআর পদ্ধতি চালু। ৩.অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করণ। ৪. বিগত ফ্যাসিস্ট সরকারের সব জুলুম নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং ৫. জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
দলটির অভিমত, সমস্যার সৃষ্টি করেছে সরকার এবং জাতীয় ঐকমত্য কমিশন। কারণ, সনদ বাস্তবায়নে কমিশনের সুপারিশের সঙ্গে দলগুলোর ঐকমত্যে স্বাক্ষরিত সনদের মিল নেই। বিএনপির ‘নোট অব ডিসেন্ট’ (দ্বিমত) সনদে লিপিবদ্ধ করার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা রাখা হয়নি। ফলে সরকারের পক্ষ থেকে দলগুলোকে আলোচনার মাধ্যমে সমঝোতায় আসার প্রস্তাবকে এক ধরনের তামাশা বলে মনে করছে বিএনপি। দলটির অবস্থান হচ্ছে, এটা নিয়ে আলোচনার জন্য সরকার দলগুলোকে ডাকতে পারে এবং ডাকলে তাতে সাড়া দিয়ে বিএনপি তাদের অবস্থান জোরালোভাবে তুলে ধরবে। ঐকমত্য কমিশনে দীর্ঘ আলোচনায় ‘নোট অব ডিসেন্ট’সহ ঐকমত্য হওয়া সংস্কার প্রস্তাবগুলোর ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই সনদের আইনানুগ বাস্তবায়ন চায় বিএনপি। একই সঙ্গে যথাসময়ে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানও চায় দলটি।
জানা গেছে, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। নেতাদের মতে, জামায়াত যেহেতু সরকার নয়, তারা রাষ্ট্রীয় কোনো বিষয় নিয়ে বিএনপিকে ডাকতে পারে না। ব্যক্তিগত কোনো দাওয়াতে কিংবা দুই দলের মধ্যকার কোনো বিষয় হলে সেক্ষেত্রে ডাকতে পারে। সুতরাং জামায়াতের আহ্বানকে সংকট নিরসনের ‘সঠিক পন্থা’ বলে মনে করে না বিএনপি। তাই জামায়াতের আহ্বানে তারা সাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, জামায়াতের পক্ষ থেকে আমাদের আলোচনায় বসার আহ্বান জানানোর প্রস্তাব কি সঠিক? এটি তো রাষ্ট্রীয় বিষয়। তাই জামায়াতের আহ্বানকে আমরা সঠিক মনে করছি না। এ অবস্থায় সরকার আমাদের আলোচনার জন্য ডাকলে ডাকতে পারে, সেক্ষেত্রে আমরা যাব। কারণ, সমস্যার সৃষ্টি করেছে সরকার এবং ঐকমত্য কমিশন মিলে। তারপরও সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে বলা হয়েছে, নিজেদের মধ্যে আলোচনা করে সমঝোতায় পৌঁছাতে এক সপ্তাহ সময় দিলাম। সরকার কি এমন বলতে পারে? এটি কতটা যৌক্তিক, তা জনগণ বোঝে।
এদিকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং ওই আদেশের ওপর চলতি নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন করাসহ পাঁচ দফা দাবি আগামী ১১ নভেম্বরের মধ্যে সরকারকে মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে জামায়াতসহ আট দল। গত বৃহস্পতিবার রাজধানীতে এক ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় ১১ নভেম্বর আটটি রাজনৈতিক দলের উদ্যোগে রাজধানীতে মহাসমাবেশ হবে। সেদিন ঢাকার চিত্র ভিন্ন হবে।
জামায়াতের এই আলটিমেটাম নিয়েও আলোচনা হয়েছে বিএনপির স্থায়ী কমিটিতে। দলটির নেতারা এর তীব্র সমালোচনা করে বলেন, দেশ যখন নির্বাচনমুখী, তখন এমন কর্মসূচি দেওয়া হয়েছে। একে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন বানচাল বা পেছানোর ষড়যন্ত্র হিসেবেও দেখছেন তারা। বিএনপি দৃঢ়ভাবে মনে করে, দীর্ঘ আলোচনায় উপনীত ঐকমত্যকে বাস্তবায়নে সংশ্লিষ্ট সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকবে এবং কোনোমতেই নিত্যনতুন প্রশ্ন উত্থাপন কিংবা সংকট সৃষ্টি করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠানে বাধা সৃষ্টি করবে না। কারণ, নির্বাচন বাধাগ্রস্ত বা বানচাল হলে পরাজিত ফ্যাসিস্ট শক্তির পুনরায় ফেরার সুযোগ সৃষ্টি হবে।
এদিকে ঢাকায় জামায়াতের মহাসমাবেশের পাল্টা হিসেবে বিএনপি কোনো কর্মসূচিতে যাচ্ছে না। কারণ, নির্বাচন সামনে রেখে দেশে কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হোক, বিএনপি সেটা চায় না। তবে স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, জনসমর্থন ও সাংগঠনিক সক্ষমতা দেখাতে গতকাল ঢাকাসহ দেশব্যাপী জেলা ও উপজেলা সদরে অনুষ্ঠিত বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালি ঘিরে ব্যাপক শোডাউন করেছে বিএনপি।
বাংলাদেশের জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ জানিয়েছেন, কমিশন নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং ফেব্রুয়ারির গোড়াতেই জাতীয় ভোট অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নির্বাচন আয়োজনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। তবে গণভোট নিয়ে এই রাজনৈতিক সংঘাত আসন্ন নির্বাচনের সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছে বিশ্লেষক মহল।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স