পোরশা নওগাঁ প্রতিনিধি, এম এ মান্নান
গতকাল বৃহস্পতিবার মশিদপুর প্রাইমারি ও হাই স্কুলের একটা যৌথ প্রোগ্রামে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সামনে যৌন হয়রানীর বিষয়ে জরুরী কিছু কথা বলার জন্য গিয়েছিলেন ইউএন ও মোঃ রাকিবুল ইসলাম।
তিনি প্রোগ্রামে গেলে হাতে কিছু কাজ আর কিছু শুকনো খাবার (যেমন চাল ডাল তেল লবণ চিনি মসলা) কিছু উপকরণ নিয়ে যান। স্কুলের প্রোগ্রাম শেষে স্থানীয় মেম্বারের ঢেউটিনের আবেদন করা প্রতিষ্ঠান মসজিদ দেখতে যান। বেলা তখন তিনটা। মসজিদ তালাবদ্ধ ভিতর থেকে ডাকতেই মোয়াজ্জেম বয়স্ক লোক বের হয়ে আসলো। তাকে জিজ্ঞাসা করলাম মসজিদ তো বন্ধ এবং মসজিদের পরিবেশ দেখে সেখানে ঢেউটিনের কোন প্রয়োজন আছে বলে মনে হলো না। ফিরে আসার সময় মুরুব্বীকে জিজ্ঞেস করলাম এখানে কোন বয় বৃদ্ধ মহিলা আছে যাকে দেখার কেউ নেই অসহায় স্বামী নেই জীর্ণশীর্ণ বাড়ি। তখন উনি বললেন হ্যাঁ আছে এবং সেই মহিলার বাড়িতে নিয়ে গেলেন সেখানে গিয়ে জানলাম এই মহিলার স্বামী মারা গেছে ।মা আর ছোট দুই ছেলে মেয়েকে নিয়ে খেয়ে না খেয়ে দিনাতিপাত করেন। আমাদের দেখে ভদ্রমহিলা ও ছোট মেয়ে বের হয়ে আসলো। জিজ্ঞাসা করলাম দুপুরে কি খেয়েছেন তখন বলে ভাত ও ডাল ।সব কিছু জানার পর ঘর মেরামতের জন্য ঢেউটিন এবং সাথে নিয়ে যাওয়া শুকনো খাবার চাল ডাল সহ সবগুলি তাকে দিলাম এবং সকল ছেলে মেয়ের উদ্দেশ্যে তিনি বলেন পড়ালেখার বিকল্প নেই মধ্যবিত্ত হলেও পড়ালেখা করতে হবে। একদিন এর মূল্য পাবেই ।
এলাকাবাসী এই মানবিক ইউ এন ও মহোদয়ের এই পরামর্শ ও গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলেই সাধুবাদ জানায় এবংপোরশা উপজেলার সকল গ্রামের অসহায় গরিব খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াবার আহ্বান জানায়। পাশাপাশি তিনিও প্রকাশ করেন আমি যতদিন এই উপজেলাতে থাকবো এ ধরনের সমাজ উন্নয়নমূলক কাজ করে যাব ইনশাল্লাহ আপনারা আমাদের সহযোগিতা করবেন।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata