ঢাকা , রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ , ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
অবৈধ প্রক্রিয়ায় মেশিন কিনে কোটি টাকার বাণিজ্য ঝিনাইদহে সড়কে গাছ ফেলে ডাকাতি নির্বাচনের পর ব্যবসা বাণিজ্যে গতি আসবে হালদার বালু উত্তোলনে বাধা দেওয়ায় হামলা গাজীপুরে ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসে আগুন স্কয়ার কোম্পানির প্রাণী খাদ্যে ওষুধ প্রতারণা নড়াইল সদরের সাবেক পিআইও’র বিরুদ্ধে কোটি কোটি টাকা লোপাটের অভিযোগ ৬ হাজার মোটরসাইকেল নিয়ে জামায়াতের এমপি প্রার্থীর শোডাউন প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি উদ্বোধন সাধারণ মানুষের বোধগম্য করে গণভোটের দাবি রিজভীর সৎ মানুষদের রাজনীতিতে ক্যারিয়ার গড়ার আহ্বান জ্বালানি উপদেষ্টার সরকারি এলপিজি গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবে সাড়া দেয়নি বিইআরসি দ্রুত বাড়ছে আমদানি ব্যয় এই সরকার দিয়ে কোনো অবাধ-সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়-ডা. তাহের লাখো মানুষের জীবিকা হুমকির মুখে পড়বে যারা ধর্মের নামে রাজনীতির ব্যবসা করে, তাদের হাতে নারীরা নির্যাতিত-সালাহউদ্দিন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না-প্রধান উপদেষ্টা নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে ভুল হবে : সেনাপ্রধান নির্বাচনকালীন ডিসি নিয়োগ
* মধ্যরাতে ঢাকা ও উত্তরাঞ্চলে কুয়াশা * কুয়াশার চাদরে মোড়া হিলি, বইছে শীতের আমেজ

শীতের আগমনী বার্তা দিচ্ছে প্রকৃতি

  • আপলোড সময় : ০৮-১১-২০২৫ ০৬:২৪:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৫ ০৬:২৪:৫৬ অপরাহ্ন
শীতের আগমনী বার্তা দিচ্ছে প্রকৃতি
দেশজুড়ে ধীরে ধীরে আবহাওয়ায় বইতে শুরু করেছে শীতের হাওয়া। এরইমধ্যে মধ্যরাতে ঢাকা ও উত্তরাঞ্চলসহ বেশ কিছু জেলায় কুয়াশার আভাস বার্তা দিচ্ছে প্রকৃতি। রাতের তাপমাত্রা কমছে, ভোরে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও পড়ছে হালকা কুয়াশা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন সারাদেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে, তবে রাতের তাপমাত্রা আরও সামান্য কমতে পারে।গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে অধিদপ্তর জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। প্রথম দিন চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দ্বিতীয় দিন (৮ নভেম্বর) থেকে সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। এ সময় রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তৃতীয় (৯ নভেম্বর) ও চতুর্থ (১০ নভেম্বর) দিনে দেশের সার্বিক আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এ দুই দিনেই সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমবে। পঞ্চম দিন (১১ নভেম্বর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় দেশের আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, মধ্যরাত থেকে ভোর পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে মধ্যরাত থেকে ভোরের দিকে সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।  সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
কুয়াশার চাদরে মোড়া হিলি, বইছে শীতের আমেজ: হঠাৎ করেই ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে দিনাজপুরের হিলির চারপাশ। শুক্রবার ভোর রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার মধ্যে বইছে ঠান্ডা হাওয়া। পুরো পরিবেশজুরে বিরাজ করছে শীতের আমেজ। ভোরে কাজে বের হতে বিড়ম্বনায় পড়তে হয় দিনমজুর ও শ্রমজীবী মানুষদের। কুয়াশার কারণে দিনের বেলায়ও সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। স্থানীয়রা জানান, হঠাৎ করে আজ মধ্যরাত থেকে কুয়াশা পড়তে শুরু করেছে। কুয়াশা পড়া মানেই শীতের আগমনী বার্তা। এ বিষয়ে দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, তাপমাত্রা ধীরে ধীরে কমে আসছে, যা শীত মৌসুমের আগমনকে ইঙ্গিত দিচ্ছে। তবে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ার কারণে আগামী কয়েকদিন সকাল বেলা কুয়াশার পরিমাণ বেশি দেখা যাবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স