ঢাকা , শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ , ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
লালদিয়া-পানগাঁওয়ে ১০ বছর করমুক্ত সুবিধা পাবে ২ বিদেশি কোম্পানি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল সর্বোচ্চ আদালতের জুলাইয়ে ছাত্রলীগ থেকে পদত্যাগ করা ফারাবীসহ ৩ জনকে পিটিয়ে আহত জাতীয় নির্বাচনের আগে সক্রিয় আন্ডারওয়ার্ল্ড মানসিক ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধ ধর্ষণ গ্রেফতার ৪ পাবনায় চিরকুট লিখে নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার গলায় ফাঁস দিয়ে নির্মাণ শ্রমিকের আত্মহত্যা রাঙামাটিতে ৩৬ ঘণ্টার হরতাল, সড়কে গাছ ফেলে অবরোধ ফেনীতে পৃথক ঘটনায় দু’জনের মৃত্যু বান্দরবানে ভ্রাম্যমাণ আদালতে হামলা আটক ৫ ডাকসু সদস্য রাফিয়ার বাসায় অগ্নিসংযোগ ককটেল বিস্ফোরণ অপহরণ হয়েছে সৌদি আরবে মুক্তিপণ আদায় বাংলাদেশে পার্শ্ববর্তী দেশে বসে দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালাচ্ছে-টুকু পুলিশের ওপর হামলা চললে নিজেদের ঘরবাড়ি নিজেরাই পাহারা দিতে হবে-ডিএমপি কমিশনার রাজস্ব কর্মকর্তা ও স্ত্রীর বিরুদ্ধে মামলা তৈরি পোশাকের কার্যাদেশ থেকে সরে যাচ্ছে বড় ক্রেতারা ২০২৬ বিশ্বকাপ ড্রয়ের শীর্ষে আছে যারা ৫২ বছরে প্রথমবার এমন কীর্তি গড়লেন হাকিমি ৯ বছরের মধ্যে সেরা অবস্থানে বাংলাদেশ নতুন রেকর্ড গড়লেন শাই হোপ

বিশ্বকাপ বাছাই সামনে রেখে ফ্রান্সের স্কোয়াডে ঘোষণা

  • আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০৭:৩৫:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৫ ০৭:৩৫:২৮ অপরাহ্ন
বিশ্বকাপ বাছাই সামনে রেখে ফ্রান্সের স্কোয়াডে ঘোষণা
নভেম্বর উইন্ডোতে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই রাউন্ডের ম্যাচ খেলবে কিলিয়ান এমবাপের ফ্রান্স। ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন দলটির স্কোয়াড তারকাবহুল হলেও, তাদের চোটের সঙ্গে লড়তে হচ্ছে। এই পরিস্থিতিতেই তাদের নামতে হচ্ছে ২০২৬ বিশ্বকাপ নিশ্চিতের লড়াইয়ে। কোচ দিদিয়ের দেশ ফ্রান্সের স্কোয়াড ঘোষণার আগমুহূর্তে চোটের কারণে ছিটকে গেছেন মিডফিল্ডার অঁরেলিয়ে চুয়ামেনি। ফলে তার জায়গায় এক বছর পর ডাক পেয়েছেন এনগালো কান্তে। এক সময় ইউরোপ মাতানো ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার বর্তমানে সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে খেলছেন। তিনি সর্বশেষ জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছিলেন গত বছরের নভেম্বরে। উয়েফা নেশন্স লিগে ইসরায়েলের বিপক্ষে ম্যাচটিতে দলকে নেতৃত্ব দেওয়া কান্তেকে পরবর্তী এক বছরে ডাকেননি বিশ্বকাপজয়ী ফরাসি কোচ দেশম। চুয়ামেনির চোট তার কপাল খুলে দিয়েছে। রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার অবশ্য নিষেধাজ্ঞার কারণে ফ্রান্সের গত দুই ম্যাচের স্কোয়াডেও ছিলেন না। এদিকে, চোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ের আসন্ন দুই ম্যাচে নেই পিএসজির হয়ে ফর্মে থাকা দুই তারকা উসমান দেম্বেলে ও দিজিরে দুয়েকে। বিশেষ করে ব্যালন ডি’অরজয়ী ফরোয়ার্ড দেম্বেলের জন্য আক্ষেপ ঝরছে ফরাসি কোচের কণ্ঠে, ‘দেম্বেলের জন্য আমার খারাপ লাগছে। সে গত মৌসুমে চোটমুক্ত ছিল। কিন্তু বর্তমানে বারবার চোটে পড়ছে। তাকে দলে না পাওয়াটা ভালো কিছু নয়।’ ফরাসি শিবির চোটজর্জর হলেও অবশ্য তাদের আক্রমণভাগ কিংবা অন্যান্য বিভাগে শক্তি-সামর্থ্যরে কমতি নেই। অধিনায়ক কিলিয়ান এমবাপের নেতৃত্বে খেলতে নামবেন হুগো একিতিকে, ব্র্যাডলি বারকোলা ও ক্রিস্টোফার এনকুনকুর মতো প্রতিভাবান তারকারা। এ ছাড়া মার্কাস থুরামকে বাইরে রেখে ডাকা হয়েছে র‌্যান্ডাল কোলো মুয়ানিকে। পিএসজির ১৯ বছর বয়সী মিডফিল্ডার ওয়ারেন জাইরে-এমিরেকেও এবার স্কোয়াডে রেখেছেন দেশম। প্রসঙ্গত, আগামী শুক্রবার ইউক্রেন এবং ১৬ নভেম্বর আজারবাইজানের বিপক্ষে বাছাইয়ের লড়াইয়ে নামবে ফ্রান্স। এখন পর্যন্ত বাছাইয়ের ৪ ম্যাচে ৩ জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে তারা ‘ডি’ গ্রুপের শীর্ষে আছে। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ইউক্রেন দুই, ৪ পয়েন্টে আইসল্যান্ড তিন এবং ১ পয়েন্ট নিয়ে তলানিতে আজারবাইজান।
বিশ্বকাপ বাছাইয়ের জন্য ফ্রান্সের স্কোয়াড-
গোলরক্ষক : লুকাস শ্যাভেলিয়ার, মাইক মাইগনান, ব্রাইস সাম্বা।
ডিফেন্ডার : লুকাস দিগনে, মালো গুস্তো, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, ইব্রাহিমা কোনাতে, জুলস কুন্দে, উইলিয়াম সালিবা, দায়োত উপামেকানো।
মিডফিল্ডার : এদুয়োর্দো কামাভিঙ্গা, এনগালো কান্তে, মানু কোনে, মাইকেল ওলিসে, ওয়ারেন জাইরে-এমেরি।
ফরোয়ার্ড : মাঘনেস আকলিউচে, ব্র্যাডলি বারকোলা, রায়ান চারকি, হুগো একিতিকে, র‌্যান্ডাল কোলো মুয়ানি, জিন-ফিলিপে মাতেতা, কিলিয়ান এমবাপে, ক্রিস্টোফার এনকুনকু।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স