ঢাকা , বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ , ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
শোক সংবাদ ৫ বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয়টি জনগণ বলছে -স্বরাষ্ট্র উপদেষ্টা আনন্দ-গান-শোভাযাত্রায় পহেলা বৈশাখ উদযাপন ভারত নেপাল ও ভুটান থেকে কিছু পণ্যের আমদানি নিষিদ্ধ ঘোষণা রেলে ইঞ্জিন-কোচ সংকটে বন্ধ রয়েছে ৭৯টি ট্রেন ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ২ পার্বত্য চট্টগ্রামে পানির তীব্র সংকট পাহাড়ে জনজীবন বিপর্যয় প্লট দুর্নীতিতে শেখ হাসিনা-জয়সহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা রাষ্ট্র সংস্কারে জাতীয় সনদ শিগগিরই -আলী রীয়াজ আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি’র বৈঠক সয়াবিন তেল-গ্যাসের দাম বৃদ্ধি অযৌক্তিক-জামায়াত সীমান্তে ২৩ লাখ টাকার হিরার নাকফুল ফেলে পলায়ন বেতন-বোনাস না দিয়ে কারখানা বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ সুনামগঞ্জ মেডিকেল কলেজে ক্লাস বর্জন বর্জ্য ব্যবস্থাপনার জন্য মহাপরিকল্পনা প্রণয়ন করা হবে- পরিবেশ উপদেষ্টা ১১৭ বার পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন ২৪ ঘণ্টার মধ্যে কুয়েট ভিসির পদত্যাগ দাবি দুই সপ্তাহের মধ্যে চালের দাম আরও সহনীয় পর্যায়ে আসবে : বাণিজ্য উপদেষ্টা বরিশালে আদালতে মামলা জট

ঈদকে সামনে রেখে সৈয়দপুরে মেরামত হচ্ছে ৯০ রেলকোচ

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৪ ১১:১৬:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৪ ১১:১৬:৫৬ অপরাহ্ন
ঈদকে সামনে রেখে সৈয়দপুরে মেরামত হচ্ছে ৯০ রেলকোচ
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে অতিরিক্ত যাত্রী পরিবহন করতে রেকর্ড সংখ্যক কোচ মেরামত করা হচ্ছে দেশের বৃহত্তম নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায়। জনবল সংকট বাজেট স্বল্পতার মধ্যেও ঈদে চাহিদা মতো কোচ সরবরাহ করতে মেরামত করা করা হচ্ছে বাড়তি ৯০টি কোচ। এর মধ্যে ৫৯টি ব্রড গেজ ১৩টি মিটার গেজ কোচ। ইতোমধ্যে প্রস্তুত করা ৭২টি কোচ রেলওয়ের পাকশী লালমনিরহাট ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হয়েছে। এর অবশিষ্ট ১৮টি কোচের মেরামত কাজ চলছে। যা পর্যায়ক্রমে আগামী ১৩ জুনের মধ্যে হস্তান্তর করা শেষ হবে। কারখানা সূত্রে জানা গেছে, রেলওয়ে কারখানার ২৯ শপে (উপ-কারখানা) হাজার ৮৫৯ জন লোকবলের বিপরীতে মাত্র ৮৬০ জন কর্মরত আছেন। আর এর সঙ্গে রয়েছে বাজেট স্বল্পতা। এমন নানা সমস্যার মধ্যে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে অতিরিক্ত যাত্রী পরিবহন করতে অধিক সংখ্যক কোচ মেরামত করা হচ্ছে। কারখানার পাঁচটি শপে কোচ প্রস্তুতের কর্মযজ্ঞ চলছে। ইতোমধ্যে প্রস্তুত করা ৭২টি কোচ রেলের ট্র্যাফিক বিভাগে হস্তান্তর সম্পন্ন হয়েছে। এদিকে কোচ মেরামতের লক্ষ্যপূরণ করতে দৈনিক ছুটির দিন মিলিয়ে অতিরিক্ত কর্মঘণ্টা কাজ করছেন শ্রমিক-কর্মচারীরা। আর এসব মেরামত করা বাড়তি কোচ দিয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ে ঈদযাত্রায় আগে পরে ঈদ স্পেশাল ট্রেন পরিচালনা করবে। অবশিষ্ট কোচ অতিরিক্ত যাত্রী পরিবহনে যুক্ত করা হবে বিভিন্ন আন্তঃনগর ট্রেনবহরে। এতে ঘরমুখো অতিরিক্ত যাত্রী বহন করতে সক্ষম হবে রেলওয়ে। এতে করে ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সৈয়দপুর রেলওয়ে কারখানার ক্যারেজ শপের ইনচার্জ প্রকৌশলী মোমিনুল ইসলাম বলেন, প্রতি বছর ঈদ উপলক্ষে কারখানায় বাড়তি কোচ মেরামত করা হয়। এবারও মেরামত করা হচ্ছে ৯০টি কোচ। কারখানার ক্যারেজ, বগি পেইন্ট শপে কোচের বডি, ট্রলি রঙের কাজ হচ্ছে। জনবল সংকটেরও মধ্যে শ্রমিক-কর্মচারীরা দৈনিক কর্মঘণ্টার অতিরিক্ত সময় কাজ করছেন লক্ষ্যপূরণে। আশা করি, এসব অতিরিক্ত কোচ ট্রেনে যুক্ত হলে ঈদযাত্রায় যাত্রীরা বাড়তি সুবিধা পাবেন। পেইন্ট শপের শ্রমিক আশরাফ হোসেন বলেন, আমাদের শপের কাজ হচ্ছে কোচগুলো রং করে সৌন্দর্য বৃদ্ধি করা। লোকসংখ্যা কমের কারণে খুব কষ্টের মধ্যে আমরা কাজ করে যাচ্ছি। রেল যেহেতু সেবামূলক প্রতিষ্ঠান। আমরা সেবার জন্য সবসময় বেশি করে শ্রম দেই। যাতে ঈদে যাত্রীদের কোনো ভোগান্তি না হয়। ক্যারেজ শপের শ্রমিক সাকিরুল ইসলাম বলেন, ঈদ আসলে আমাদের কাজের ব্যস্ততা বাড়ে। এখন কাজের জন্য দম ফেলার ফুরসত নেই। ঈদ ঘনিয়ে আসছে, তাই কাজের চাপও বাড়ছে। সৈয়দপুর রেলওয়ে কারখানার ওয়ার্কস ম্যানেজার শেখ হাসানুজ্জামান বলেন, ঈদকে সামনে রেখে অতিরিক্ত রেলকোচ মেরামতে ব্যস্ত সময় পার করছেন রেলওয়ে কারখানার শ্রমিকরা। আশা করি, সময়মতো রেল কোচ মেরামত সম্পন্ন হবে এবং ঈদযাত্রায় যাত্রীরা নির্বিঘ্নে নিরাপদে বাড়ি ফিরতে পারবেন স্বস্তিতে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য