* ৮ নভেম্বর থেকে শুরু হচ্ছে ৩ দফা দাবিতে অবস্থান কর্মসূচি
মাঠে নামছে প্রাথমিক শিক্ষকরা
- আপলোড সময় : ০৬-১১-২০২৫ ০৩:৫৩:১৯ অপরাহ্ন
- আপডেট সময় : ০৬-১১-২০২৫ ০৩:৫৩:১৯ অপরাহ্ন
তিন দফা দাবি বাস্তবায়নের নিশ্চয়তা না পাওয়ায় আবারও আন্দোলনে নামছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। আগামী ৮ নভেম্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করবেন তারা। প্রাথমিকের শিক্ষকদের কয়েকটি সংগঠন মিলে গঠিত ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ নামের মোর্চার ব্যানারে এ আন্দোলন হবে।
দাবি বাস্তবায়ন পরিষদের এ আন্দোলনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাশেম-শাহিন), বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (শাহিন-লিপি), সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদসহ অনেকগুলো প্রাথমিক শিক্ষক সংগঠন রয়েছে।
জোটের কর্মসূচির বিষয়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম বলেন, বারবার আশ্বাস দিয়ে কর্তৃপক্ষ আমাদের দাবি বাস্তবায়ন করছেন না। তাই আমরা আবারো আন্দোলনে নামতে বাধ্য হলাম।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, প্রাথমিকের ডিজি, সচিব ও উপদেষ্টা সহকারী শিক্ষকদের দাবি বাস্তবায়নে আন্তরিক হলেও অর্থমন্ত্রণালয় কোন কারণ ছাড়াই কালক্ষেপন করছে। শিক্ষকরা এবার আন্দোলনের মাধ্যমেই দাবি আদায় করবে।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খাইরুন নাহার লিপি বলেন, শিক্ষকরা তৃতীয় শ্রেণির কর্মচারির অভিশাপ থেকে মুক্তি পেতে চায়। ৮ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান করে দাবি বাস্তবায়নের পাশাপাশি শিক্ষকরা শ্রেণি বৈষম্য থেকে মুক্তি পাবে।
সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়নের সমন্বক মুহাম্মদ মাহবুবুর রহমান বলেন, নিয়োগ যোগ্যতা অনুযায়ীই আমরা সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড দাবি করছি। বারবার আমরা মন্ত্রণালয়ে এর যৌক্তিকতাও প্রমাণ করেছি। কিন্তু সহকারী শিক্ষকদের দাবি বাস্তবায়নের কথা উঠলেই অর্থমন্ত্রণালয়ের খাজাঞ্চিতে টান পড়ে।
১০ম গ্রেড বাস্তবায়নের আরেক সমন্বয়ক মোহাম্মদ আনোয়ার উল্যা বলেন, বারবার প্রতারিত হওয়ায় শিক্ষকরা এখন রাজপথকেই বেছে নিয়েছেন। আশাকরি কর্তৃপক্ষ শিক্ষকদের পালস বুঝবেন। তিনি ৮ নভেম্বর সকল শিক্ষককে ঢাকা কেন্দ্রীয় শহিদ মিনারে সমবেত হওয়ার আহ্বান জানান।
সহকারী শিক্ষকদের ৩ দফা দাবিগুলো হলো-১০ম গ্রেডে বেতন নির্ধারণ, ১০বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান ও শতভাগ বিভাগীয় পদোন্নতি। দাবি বাস্তবায়ন পরিষদের এই আন্দোলনে রয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাশেম-শাহিন), বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (শাহিন-লিপি), সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদসহ প্রাথমিক শিক্ষকদের অনেকগুলো সংগঠন।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্টাফ রিপোর্টার