ঢাকা , শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫ , ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সাঁথিয়ায় সোতি জালে বাধাগ্রস্ত পেঁয়াজের আবাদ ঐতিহাসিক ৭ নভেম্বর আজ নির্বাচনে আগে সহিংসতার শঙ্কা নিয়ে আইআরআই’র সঙ্গে একমত সরকার সংস্কার বাস্তবায়নে ব্যর্থ রাজনৈতিক দলগুলো ডেঙ্গু নিয়ন্ত্রণে বাসাবাড়িতে এডিস মশার লার্ভা তদারকিতে মাঠে নামছে ডিএসসিসি মিথ্যা মামলার বাদীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের উদ্যোগ কীটনাশক ও রাসায়নিক সারের মাত্রাতিরিক্ত নির্ভরশীলতায় হুমকিতে জনস্বাস্থ্য ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধনসহ সাত জন ১০ দিনের রিমান্ডে গাজীপুরে ৩৭ রোগাক্রান্ত ঘোড়াসহ বিপুল পরিমাণ ঘোড়ার মাংস জব্দ ব্রাহ্মণবাড়িয়া ৬-এ লড়বেন জোনায়েদ সাকি ভাড়া বেশি নিলে তিনগুণ ক্ষতিপূরণ টিকিট কারসাজিতে ৫ বছরের জেল এনা পরিবহনের বাস জব্দের দাবি নিরাপদ সড়ক আন্দোলনের ৭ নভেম্বরের বিপ্লবই দেশের অর্থনীতি ও গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেছিল-নজরুল গবেষণায় আগ্রহী হচ্ছে না বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো মেগা প্রকল্পের পরিবর্তে মানুষকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান পরিবেশ উপদেষ্টার দেশীয় গরুর জাত সংরক্ষণের মাধ্যমে উৎপাদন বাড়াতে হবে : প্রাণিসম্পদ উপদেষ্টা জ্বালানির অভাবে ১৩৫ বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১৫টির উৎপাদন বন্ধ কনটেইনার হ্যান্ডলিংয়ের পাশাপাশি উন্নত অবকাঠামো চায় বন্দর রাষ্ট্রপতির কাছে ফ্রান্সের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি

খালেদা জিয়ার সম্মানে তার আসনগুলোয় প্রার্থী দেবে না এনসিপি-নাহিদ

  • আপলোড সময় : ০৬-১১-২০২৫ ০৩:৪৯:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১১-২০২৫ ০৩:৪৯:৩৫ অপরাহ্ন
খালেদা জিয়ার সম্মানে তার আসনগুলোয় প্রার্থী দেবে না এনসিপি-নাহিদ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি রাজনৈতিক সম্মান জানিয়ে তার আসনগুলোয় কোনো প্রার্থী দেওয়া হবে না। তার দল এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, তবে যেসব আসন খালেদা জিয়া ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অগ্রণী নেতাদের সঙ্গে সম্পৃক্ত, সেখানে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে এনসিপি। নাহিদ ইসলাম বলেন, সমঝোতা বা জোট এটা একটি রাজনৈতিক ও আদর্শিক জায়গা থেকে হতে পারে। যেমন জুলাই সনদের বিষয়টি রয়েছে। এ সনদে আমাদের সংস্কারের দাবিগুলোর সঙ্গে যদি কোনো দল সংহতি প্রকাশ করে, সে ক্ষেত্রে হয়ত আমরা জোটের সিদ্ধান্ত নেব। তিনি আরও জানান, এখন পর্যন্ত এনসিপি এককভাবেই নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। এ মাসের ১৫ তারিখের মধ্যে দলটি তাদের প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করবে। গতকাল বুধবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে শহীদ জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন নাহিদ ইসলাম। এ সময় সালাউদ্দিনের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে এনসিপি তাদের পাশে সব সময় থাকবে বলে ঘোষণা দেন তিনি। নাহিদ ইসলাম বলেন, আমরা স্পষ্টভাবে বলেছি, আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। ৩০০ আসনেই নির্বাচনের লক্ষ্য আমাদের। তবে যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন, খালেদা জিয়ার কথা নাসিরুদ্দিন ভাই বলেছেন, তাদের সম্মানের জন্য আমরা সেসব আসনে প্রার্থী দেবো না। এছাড়া সব আসনেই শাপলা কলির প্রার্থী দেব। বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান জানিয়ে নাহিদ বলেন, আমরা এবার বাংলাদেশের নির্বাচনের যে সংস্কৃতি, যাদের টাকা আছে, এলাকায় গডফাদারগিরি করে, আমরা সেই সংস্কৃতিকে চ্যালেঞ্জ করতে চাই। এলাকার সাধারণ যে মানুষ, যাকে মানুষের প্রয়োজনে পাওয়া যায়, যাদের গ্রহণযোগ্যতা রয়েছে, তাদের আমরা সংসদে দেখতে চাই। তিনি আরও বলেন, আমরা গাজী সালাহউদ্দিন ভাইয়ের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। জুলাই যোদ্ধাদের সুচিকিৎসার যে দায়িত্ব অন্তর্বর্তী সরকারের ছিল, তারা তা পালন করতে পারেনি। বিধায় আজ আমাদের লাশের সারি বাড়ছে, মৃতের সংখ্যা বাড়ছে। আমাদের শহীদের সংখ্যা বাড়ছে। আমরা সরকারকে বলতে চাই, গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা যারা এখনও কাতরাচ্ছেন, এখনও যাদের শরীরে স্প্লিন্টার রয়েছে, যারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের যেন চিকিৎসার ব্যবস্থা করা হয়। অনেকেরই দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন। এটা নিশ্চিত না হলে এ ধরনের ঘটনা ঘটতে থাকবে। তিনি আরও আহ্বান জানান, আমরা যেন নির্বাচনী ডামাডোলে আমাদের আহত ও শহীদদের কথা ভুলে না যাই। পরবর্তী নির্বাচিত সরকার যেই আসুক না কেন, আমাদের এ কমিটমেন্ট যেন থাকে। আমরা গাজী সালাহউদ্দিনের পরিবারের পাশে আছি। আমি আহ্বান জানাই, সরকার যেন তাদের দায়িত্ব নেয়। নাহিদ বলেন, গাজী সালাহউদ্দিনের মৃত্যুর কয়েকদিন আগে একটি রাজনৈতিক দলের কর্মীদের দ্বারা তিনি হেনস্থার শিকার হয়েছিলেন। শুনেছি, তারা স্থানীয় কয়েকজন বিএনপির কর্মী, এটি থানা পুলিশ পর্যন্ত গিয়েছে। এ ছাড়া শুনেছি, আওয়ামী লীগের সব সময় একটা থ্রেড থাকে। এ রকম জুলাই যোদ্ধারা, যারা সারা বাংলাদেশে আছেন, তাদের রাজনৈতিক নিরাপত্তার সংকটও রয়েছে। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা তাদের পাশে আছি। সরকারকে এবং সব রাজনৈতিক দলকে দায়িত্ব নিতে হবে যে তাদের (জুলাই যোদ্ধা) ত্যাগের কারণেই আমরা ফ্যাসিবাদকে বিতাড়িত করতে পেরেছি এবং নতুন বাংলাদেশ পেয়েছি। পরে সালাহউদ্দিনের কবর জিয়ারত করেন এনসিপি নেতারা।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
নির্বাচনে আগে সহিংসতার শঙ্কা নিয়ে আইআরআই’র সঙ্গে একমত সরকার

নির্বাচনে আগে সহিংসতার শঙ্কা নিয়ে আইআরআই’র সঙ্গে একমত সরকার