ঢাকা , বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ , ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
আনচেলত্তিকে নিয়ে অসন্তুষ্ট ব্রাজিল প্রেসিডেন্ট! পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে অভিষেক হলো রোনালদোর ছেলের আইপিএল ছাড়ছেন ৮ প্রোটিয়া ক্রিকেটার ভারতে না ফেরার সিদ্ধান্ত নিলেন ফ্রেজার-ম্যাকগার্ক ব্রাজিলে যেসব সুবিধা পাবেন আনচেলত্তি আইপিএলে চিয়ারলিডারদের নাচ-গান বন্ধ রাখার পরামর্শ গাভাস্কারের আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন টাইগাররা আইসিসির মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন মিরাজ রোহিঙ্গাদের জন্য ৩১৬ কোটি টাকায় নিয়োগ হবে পরামর্শক প্রতিষ্ঠান রমনা বটমূলে বোমা হামলা: ২ জনের যাবজ্জীবন ৯ জনের ১০ বছর সাজা হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম -প্রধান বিচারপতি চিকিৎসাসেবার পরিবেশ নিরাপদ রাখতে সরকার বদ্ধপরিকর-স্বরাষ্ট্র উপদেষ্টা এনবিআর কেন বিভক্ত হয়েছে ব্যাখ্যা দিলো প্রধান উপদেষ্টার প্রেস উইং এনবিআর বিভক্ত করায় রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে না-অর্থ উপদেষ্টা পুশইন বন্ধে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা জনবল সংকটে বঞ্চিত হচ্ছেন অর্ধেক সেবাপ্রত্যাশী এনবিআর কর্মকর্তাদের ৩ দিনের কলম বিরতির ঘোষণা সমন্বিত উদ্যোগে কাজ করবে ওয়াসা, রাজউক ও ডিএনসিসি আলোচনা ও নির্বাচনী তোড়জোড় বাংলাদেশ-ইতালি সমঝোতায় শ্রমবাজারে নতুন দিশা

শাহজাদপুরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন ॥ শতাধিক বসতভিটা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৪ ১১:০৫:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৪ ১১:০৫:০৮ অপরাহ্ন
শাহজাদপুরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন ॥ শতাধিক বসতভিটা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে বেড়েই চলেছে। গত চার-পাঁচদিনে পানি বাড়ার হার ছিল আশঙ্কাজনক। এদিকে যমুনা নদীতে পানি বাড়ার সঙ্গে সঙ্গে অরক্ষিত তীরবর্তী অঞ্চল শাহজাদপুরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। এক সপ্তাহের ব্যবধানে দেড় শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে বলে জানিয়েছেন ভাঙনকবলিতরা।   ভাঙনের ঝুঁকিতে রয়েছে রয়েছে শত শত স্থাপনা ফসলি জমি।  
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, জুন থেকে ব্যাপকহারে যমুনায় পানি বাড়ছে। গত শুক্রবার সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৭৪ মিটার। ২৪ ঘণ্টায় ১৪ সেন্টিমিটার বেড়ে বর্তমানে বিপদসীমার দশমিক ১৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপদসীমা : ১২ দশমিক ৯০ মিটার) এর আগে সোমবার ৩০, মঙ্গলবার ৩৭, বুধবার ৫০ বৃহস্পতিবার ২৮ সেন্টিমিটার পানি বেড়েছে। 
অপরদিকে কাজিপুরের মেঘাই পয়েন্টে শুক্রবার পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৩২ মিটার। ২৪ ঘণ্টায় ১০ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার দশমিক ৪৮ মিটার নিচ প্রবাহিত হচ্ছে (বিপদসীমা ১৪ দশমিক ৮০ মিটার) পয়েন্টে সোমবার ৩১মঙ্গলবার ৪৪, বুধবার ৪৪ বৃহস্পতিবার ২৮ সেন্টিমিটার পানি বেড়েছে।
এদিকে জেলার শাহজাদপুর উপজেলার জালালপুর, খুকনী কৈজুরী ইউনিয়নে যমুনার অরক্ষিত তীরবর্তী অঞ্চলে কয়েক বছর ধরেই ভাঙন অব্যাহত রয়েছে। এরই মধ্যে তিনটি ইউনিয়নের আট-১০টি গ্রামের হাজার হাজার বাড়িঘর কয়েকশ বিঘা ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, তাঁতশিল্প, রাস্তাঘাটসহ বহু স্থাপনা বিলীন হয়ে গেছে। বাস্তুহারা নিঃস্ব হয়ে পড়েছেন ভাঙনকবলিত হাজার হাজার মানুষ।
স্থানীয়রা জানান, জরুরি ভিত্তিতে ভাঙনরোধ করা না হলে আরও শত শত বাড়িঘর স্থাপনা নদীগর্ভে চলে যাবে। নিঃস্ব হয়ে পড়বেন হাজারও মানুষ। প্রকল্পটির কাজ শুরু হলেও ঠিকাদার পাউবোর গাফিলতিতে দ্রুত কাজ সম্পন্ন হচ্ছে না। ফলে আবার ভাঙনের কবলেই পড়েছে এসব অঞ্চল। গত তিনদিনের ব্যবধানে জালালপুর কৈজুরী ইউনিয়নের দেড় শতাধিক বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়েছে বলে ভুক্তভোগীরা জানান।
পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান বলেন, শাহজাদপুর উপজেলায় যমুনার ডানতীর সংরক্ষণের জন্য সাড়ে ছয় কিলোমিটার এলাকাজুড়ে ৬৫০ কোটি টাকা ব্যয়ে বাঁধ নির্মাণকাজ চলছে। সিসি ব্লক ম্যানুফ্যাকচারিং প্রক্রিয়াধীন রয়েছে। মানুফ্যাকচারিং শেষ হলে স্থায়ী বাঁধ নির্মাণ শুরু হবে। কাজের মেয়াদ ছিল চলতি বছরের জুন পর্যন্ত। কাজ শেষ না হওয়ায় আরও এক বছর মেয়াদ বাড়ানোর আবেদন করা হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য