ঢাকা , শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫ , ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সাঁথিয়ায় সোতি জালে বাধাগ্রস্ত পেঁয়াজের আবাদ ঐতিহাসিক ৭ নভেম্বর আজ নির্বাচনে আগে সহিংসতার শঙ্কা নিয়ে আইআরআই’র সঙ্গে একমত সরকার সংস্কার বাস্তবায়নে ব্যর্থ রাজনৈতিক দলগুলো ডেঙ্গু নিয়ন্ত্রণে বাসাবাড়িতে এডিস মশার লার্ভা তদারকিতে মাঠে নামছে ডিএসসিসি মিথ্যা মামলার বাদীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের উদ্যোগ কীটনাশক ও রাসায়নিক সারের মাত্রাতিরিক্ত নির্ভরশীলতায় হুমকিতে জনস্বাস্থ্য ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধনসহ সাত জন ১০ দিনের রিমান্ডে গাজীপুরে ৩৭ রোগাক্রান্ত ঘোড়াসহ বিপুল পরিমাণ ঘোড়ার মাংস জব্দ ব্রাহ্মণবাড়িয়া ৬-এ লড়বেন জোনায়েদ সাকি ভাড়া বেশি নিলে তিনগুণ ক্ষতিপূরণ টিকিট কারসাজিতে ৫ বছরের জেল এনা পরিবহনের বাস জব্দের দাবি নিরাপদ সড়ক আন্দোলনের ৭ নভেম্বরের বিপ্লবই দেশের অর্থনীতি ও গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেছিল-নজরুল গবেষণায় আগ্রহী হচ্ছে না বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো মেগা প্রকল্পের পরিবর্তে মানুষকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান পরিবেশ উপদেষ্টার দেশীয় গরুর জাত সংরক্ষণের মাধ্যমে উৎপাদন বাড়াতে হবে : প্রাণিসম্পদ উপদেষ্টা জ্বালানির অভাবে ১৩৫ বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১৫টির উৎপাদন বন্ধ কনটেইনার হ্যান্ডলিংয়ের পাশাপাশি উন্নত অবকাঠামো চায় বন্দর রাষ্ট্রপতির কাছে ফ্রান্সের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি

আত্রাই-সিংড়ার বেরিবাঁধ কাম পাকা সড়ক ইঁদুরের গর্ত থেকে সুরঙ্গের সৃষ্টি

  • আপলোড সময় : ০৫-১১-২০২৫ ১০:১১:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৫ ১০:১১:১৩ অপরাহ্ন
আত্রাই-সিংড়ার বেরিবাঁধ কাম পাকা সড়ক ইঁদুরের গর্ত থেকে সুরঙ্গের সৃষ্টি
আত্রাই (নওগাঁ) থেকে কাজী রহমান
আত্রাই উপজেলার আত্রাই-সিংড়া সড়কের শিকারপুর নামকস্থানে সোমবার দুপুরে হঠাৎ করেই বেড়িবাঁধ কাম পাকা সড়ক ধসে যানচলাচল বন্ধ হয়ে গেছে। ফলে আত্রাই উপজেলা সদরের সাথে পূর্বাঞ্চলের লোকজনের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। স্থানীয়রা বলছেন, ইঁদুরের গর্ত দিয়ে পুকুরের পানি বের হবার সময় সুরঙ্গের সৃষ্টি হয় এবং সড়ক ধ্বসে যায়।
শিকারপুর গ্রামের হিরো আলম বলেন, গত কয়েক দিনের ভারী বৃষ্টিপাতে নদী-নালা, পুকুর-ডোবা পানিতে ভরপুর হয়ে যায়। এর মধ্যেই বাঁধ কাম পাকা সড়কের ওই স্থানে ইঁদুর গর্ত করে। সেখানে সড়ক সংলগ্ন স্থানে পুকুরে পানি উপচে পড়ায় ধীরে ধীরে গর্ত দিয়ে পানি বের হতে থাকে। এক পর্যায়ে বড় সুরঙ্গের সৃষ্টি হয়ে দুপুর দেড়টা নাগাদপাকা সড়ক ধসে যায়।
এতে উপজেলা সদরের সাথে ওই এলাকার ভাঙ্গাজাঙ্গাল, হরিপুর, বিশা, বৈঠাখালি, স্যান্ডালপাড়া, দিঘীরপাড়, উদয়পুরসহ কয়েক গ্রামের মানুষের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ভ্যান চালক আরিফুল ইসলাম বলেন, ভাঙ্গাজাঙ্গাল থেকে যাত্রী নিয়ে আত্রাই উপজেলা সদরে যাচ্ছিলেন। কিন্তু পথি মধ্যে শিকারপুর নামক স্থানে এসে দেখতে পান অনেক মানুষজন জরো হয়ে আছে। এর কিছু পরেই প্রায় ১৫/২০ ফিট পর্যন্ত এরিয়া নিয়ে পাকা সড়ক ধ্বসে যায়। ফলে তিনি আর সদরে পৌছতে পারেননি। তিনি দ্রুত সড়কটি মেরামতের দাবি জানিয়েছেন।
স্থানীয় নাজমুল হোসেন (৬৫) জানান, আত্রাইয়ের গুড়নদীর বাঁধ কাম পাকা সড়ক আত্রাই সদর থেকে নাটোরের সিংড়া সদরের সাথে মিলিত হয়েছে। এই সড়কে প্রতি বছর ইঁদুরের অসংখ্য গর্ত করার কারনেণ বর্ষা নামলেই গর্ত থেকে সুরঙ্গের সৃষ্টি হয় এবং নদীতে পানির চাপ বাড়লেই সেখানে ধসে ফসলি জমি তলিয়ে ব্যপক ক্ষতির মুখে পরেন কৃষকরা।
এছাড়া যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে চলাচলে চরম বেকায়দায় পরেন এলাকাবাসী। তাই ইঁদুরের গত করা রোধ করতে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি দাবি জানিয়েছেন তিনি।
 নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, গত ১ নভেম্বর আত্রাই রেলওয়ে স্টেশন পয়েন্টে বৃটিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে ২২২ মিলিমিটার। এর পর থেকে আত্রাই নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। গত ৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত এই তিন দিনে নদীতে সমতল পানি বৃদ্ধি পেয়েছে প্রায় ২২৯ সেন্টিমিটার।
নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগ-৩ এর উপ-বিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল বলেন, বাঁধ কাম পাকা সড়ক ধসে যোগাযোগ বন্ধ হওয়ার খবর পেয়ে সেখানে পরিদর্শনের জন্য অফিসারদের পাঠানো হয়েছে। দ্রুতই ধসে যাওয়া স্থান মেরামত করে চলাচল স্বাভাবিক করা হবে। এছাড়া বাঁধ কাম পাকা সড়কে ইঁদুরের গর্ত রোধে জোরালো পদক্ষেপ নেয়া হবে। তিনি বলেন, বৃষ্টিপাত না হলে নদীতে আর পানি বাড়ার সম্ভাবনা নেই। তবে বৃষ্টিপাত হলে কিছুটা পানি বাড়তে পারে বলে জানান তিনি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

নির্বাচনে আগে সহিংসতার শঙ্কা নিয়ে আইআরআই’র সঙ্গে একমত সরকার

নির্বাচনে আগে সহিংসতার শঙ্কা নিয়ে আইআরআই’র সঙ্গে একমত সরকার