ঢাকা , শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫ , ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সাঁথিয়ায় সোতি জালে বাধাগ্রস্ত পেঁয়াজের আবাদ ঐতিহাসিক ৭ নভেম্বর আজ নির্বাচনে আগে সহিংসতার শঙ্কা নিয়ে আইআরআই’র সঙ্গে একমত সরকার সংস্কার বাস্তবায়নে ব্যর্থ রাজনৈতিক দলগুলো ডেঙ্গু নিয়ন্ত্রণে বাসাবাড়িতে এডিস মশার লার্ভা তদারকিতে মাঠে নামছে ডিএসসিসি মিথ্যা মামলার বাদীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের উদ্যোগ কীটনাশক ও রাসায়নিক সারের মাত্রাতিরিক্ত নির্ভরশীলতায় হুমকিতে জনস্বাস্থ্য ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধনসহ সাত জন ১০ দিনের রিমান্ডে গাজীপুরে ৩৭ রোগাক্রান্ত ঘোড়াসহ বিপুল পরিমাণ ঘোড়ার মাংস জব্দ ব্রাহ্মণবাড়িয়া ৬-এ লড়বেন জোনায়েদ সাকি ভাড়া বেশি নিলে তিনগুণ ক্ষতিপূরণ টিকিট কারসাজিতে ৫ বছরের জেল এনা পরিবহনের বাস জব্দের দাবি নিরাপদ সড়ক আন্দোলনের ৭ নভেম্বরের বিপ্লবই দেশের অর্থনীতি ও গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেছিল-নজরুল গবেষণায় আগ্রহী হচ্ছে না বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো মেগা প্রকল্পের পরিবর্তে মানুষকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান পরিবেশ উপদেষ্টার দেশীয় গরুর জাত সংরক্ষণের মাধ্যমে উৎপাদন বাড়াতে হবে : প্রাণিসম্পদ উপদেষ্টা জ্বালানির অভাবে ১৩৫ বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১৫টির উৎপাদন বন্ধ কনটেইনার হ্যান্ডলিংয়ের পাশাপাশি উন্নত অবকাঠামো চায় বন্দর রাষ্ট্রপতির কাছে ফ্রান্সের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি

আমতলীতে পপকর্ন তৈরি করে প্রতি মাসে ২০ হাজার টাকা আয় করেন

  • আপলোড সময় : ০৫-১১-২০২৫ ০৯:৫৮:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৫ ০৯:৫৮:০৩ অপরাহ্ন
আমতলীতে পপকর্ন তৈরি করে প্রতি মাসে ২০ হাজার টাকা আয় করেন
আমতলী (বরগুনা) থেকে এসএম সুমন রশিদ
বরগুনার আমতলীতে ভুট্টা দিয়ে পপকর্ন তৈরি করে বাজারজাত করে অর্থনৈতিক স্বচ্ছলতার মুখ দেখছেন উপজেলার চাওড়া  ইউনিয়নের ৯নং ওয়ার্ডের  চন্দ্রা গ্রামের বাসিন্দা মো. ইসমাইল আকনের ছেলে মো. হারুন আকন (৫৮)।
জানা গেছে, মো. হারুন আকন আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের চন্দ্রা গ্রামের ইসমাইল এখন এর ছেলে। তিনি ভুট্টা দিয়ে পপকর্ন তৈরি করে বাজারজাত করেন।
তিনি দীর্ঘ ১০ বছর ধরে ঢাকায় এ  ব্যবসা করে আসছেন। তিনি ঢাকা থেকে গত ২০২১ সালে ঢাকা থেকে আমতলীতে এ  ব্যবসা শুরু করেন। তিনি গত চার বছর ধরে আমতলীতে বিভিন্ন স্পটে বসে ভুট্টা দিয়ে পপকর্ন তৈরি করে বিভিন্ন স্পটে পথচারী, স্কুল-কলেজ, গাড়ি ও লঞ্চের যাত্রীদের কাছে ভুট্টা দিয়ে তৈর্রি  পপকর্ন ভাজা বিক্রি করে থাকেন। তিনি আমতলী উপজেলার বিভিন্ন জমজমাটপূর্ণ স্থানে পপকর্নের গাড়ি নিয়েও সেখানে পপকর্ন বিক্রি করেন তিনি।
তিনি বাজার থেকে  প্রতি কেজি ভুট্টা ১০০ টাকা কেজি দরে কিনে আনেন। তা দিয়ে প্রায় ২৮/২৯ প্যাকেট পপকর্ন তৈরি করেন। তিনি দৈনিক প্রায়  ১০০০/১২০০ টাকার পপকর্ন  বিক্রি করেন।এতে তিনি কমপক্ষে ৫শত থেকে ৬ শত টাকা লাব করেন। তিনি প্রতিদিন প্রায়  ৫শ থেকে ৬শ  টাকা আয়ের মুখ দেখেন। তিনি প্রতিনিয়ত ভুট্টা দিয়ে পপকর্ন  তৈরি করে ব্যবসায় সফলতার মুখ দেখছেন। তিনি অর্থনৈতিকভাবে সফল হয়েছেন এমনটাই অনুভূতি প্রকাশ করেছেন হারুন আকন।
সত্যি বলতে অনেকেই মনে করেন পপকর্ন খেলে ওজন বাড়ে না। তবে পপকর্ন কী পদ্ধতিতে তৈরি করা হচ্ছে সেই বিষয়টাও গুরুত্বপূর্ণ। পুষ্টিবিষয়ক একটি ওয়েবসাইটে এই বিষয়ের ওপর প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে পপকর্ন সম্পর্কিত কিছু তথ্য এখানে দেয়া হল।
এ বিষয় বিশ্ব স্বাস্থ্যবিদেরা মন্তব্য করেন,পপকর্ন যদি প্রচলিত নিয়মে ‘এয়ার-পপড’ পদ্ধতিতে ভাজা হয় তাহলে এতে গড়ে প্রায় ৩০ ক্যালরির মতো থাকে। শুধু তাই নয়, পপকর্ন পলিফেনল্স নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা প্রদাহ এবং নানান ক্যান্সারের ঝুঁকি কমায়। পপকর্ন স্বাস্থ্য ভালো রাখে।
পপ্পন ক্রেতা শিশু মো. শাহনুর রহিম রিসাদ মন্টি বলেন, এটায় আমি অনেক মজা করে খাই। ১০ টাকায় এক প্যাকেট পপকর্ন পাই। সকালে বিকালে দুবেলাই খাই।
পপ্পন ক্রেতা মোসা, আয়শা বলেন, আমি মাদ্রায় ডোকার আগেই কিনে খাই আবার লেইজার হলে ও খাই। বৃদ্ধা বলেন, সারাদিন সকলের কাছে ঘুরে ঘুরে টাকা পয়সা পাই। আর সেই টাকা থেকে ১০ টাকা দিয়ে পপকর্ন কিনে খাই। আমতলী উপজেলা কৃষি অফিসার মো. রাসেল বলেন, ভুট্টা একটি কৃষি খামারের অন্যতম উৎপাদন প্রক্রিয়াজাত। ভুট্টা একটি ফলন যা দিয়ে ব্যাপক আকারের খাবার আইটেম তৈরি করা হয়। যা বাণিজ্যিক ক্ষেত্রে অসাধারণ কৃষি পণ্য সামগ্রী। তবে দেশে এখন পপকর্ন  তৈরি করা একটা বাণিজ্যিক রূপ ধারণ করেছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

নির্বাচনে আগে সহিংসতার শঙ্কা নিয়ে আইআরআই’র সঙ্গে একমত সরকার

নির্বাচনে আগে সহিংসতার শঙ্কা নিয়ে আইআরআই’র সঙ্গে একমত সরকার