নতুন প্রেম নিয়ে যা জানালেন মালাইকা
- আপলোড সময় : ০৫-১১-২০২৫ ০৭:৩২:১৩ অপরাহ্ন
- আপডেট সময় : ০৫-১১-২০২৫ ০৭:৩২:১৩ অপরাহ্ন
বলিউডের গ্ল্যামার দুনিয়ায় আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে মালাইকা আরোরা। তাকে ঘিরে একের পর এক গুঞ্জনে সরগরম সোশ্যাল মিডিয়া। তার জীবনে নাকি এসেছে নতুন প্রেম। হীরা ব্যবসায়ী হর্ষ মেহতার সঙ্গে নাম জড়ানোর পর এবার নিজেই মুখ খুললেন মালাইকা। জানালেন, কেমন পুরুষ তার পছন্দ এবং কেমন সম্পর্কের স্বপ্ন দেখেন তিনি। ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে মালাইকা বলেছিলেন, ‘একটু রুক্ষ এবং ধারালো চেহারার পুরুষ পছন্দ আমার। খুব পরিপাটি, ফর্সা, গোঁফ-দাড়ি কামানো পুরুষ আমার একেবারেই পছন্দ নয়।’ পছন্দের পুরুষের কেমন গুণ থাকতে হবে, তাও জানিয়েছিলেন। তিনি বলেন, ‘সে যেন প্রকাশ্যে সাহসের সঙ্গে ‘ফ্লার্ট’ করতে সক্ষম হয়। আমার এমন কাউকে পছন্দ যে ভালো চুমু খেতে পারে।’ মালাইকা আরও বলেন, ‘পুরুষের থাকবে শক্ত চোয়াল এবং তিনি হবেন স্পষ্টবাদী।’ সেই সাক্ষাৎকারে দ্বিতীয় বিয়ে নিয়েও মালাইকাকে প্রশ্ন করা হয়েছিল। সেখানে তিনি বলেছিলেন, ‘আমি খুবই রোম্যান্টিক মানুষ। আমি ভালোবাসায় বিশ্বাস করি। তাই আগামীতে হবে না, সেটা এখনই বলা যাবে না।’
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিনোদন ডেস্ক