ঢাকা , শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫ , ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সাঁথিয়ায় সোতি জালে বাধাগ্রস্ত পেঁয়াজের আবাদ ঐতিহাসিক ৭ নভেম্বর আজ নির্বাচনে আগে সহিংসতার শঙ্কা নিয়ে আইআরআই’র সঙ্গে একমত সরকার সংস্কার বাস্তবায়নে ব্যর্থ রাজনৈতিক দলগুলো ডেঙ্গু নিয়ন্ত্রণে বাসাবাড়িতে এডিস মশার লার্ভা তদারকিতে মাঠে নামছে ডিএসসিসি মিথ্যা মামলার বাদীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের উদ্যোগ কীটনাশক ও রাসায়নিক সারের মাত্রাতিরিক্ত নির্ভরশীলতায় হুমকিতে জনস্বাস্থ্য ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধনসহ সাত জন ১০ দিনের রিমান্ডে গাজীপুরে ৩৭ রোগাক্রান্ত ঘোড়াসহ বিপুল পরিমাণ ঘোড়ার মাংস জব্দ ব্রাহ্মণবাড়িয়া ৬-এ লড়বেন জোনায়েদ সাকি ভাড়া বেশি নিলে তিনগুণ ক্ষতিপূরণ টিকিট কারসাজিতে ৫ বছরের জেল এনা পরিবহনের বাস জব্দের দাবি নিরাপদ সড়ক আন্দোলনের ৭ নভেম্বরের বিপ্লবই দেশের অর্থনীতি ও গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেছিল-নজরুল গবেষণায় আগ্রহী হচ্ছে না বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো মেগা প্রকল্পের পরিবর্তে মানুষকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান পরিবেশ উপদেষ্টার দেশীয় গরুর জাত সংরক্ষণের মাধ্যমে উৎপাদন বাড়াতে হবে : প্রাণিসম্পদ উপদেষ্টা জ্বালানির অভাবে ১৩৫ বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১৫টির উৎপাদন বন্ধ কনটেইনার হ্যান্ডলিংয়ের পাশাপাশি উন্নত অবকাঠামো চায় বন্দর রাষ্ট্রপতির কাছে ফ্রান্সের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রথম তিনটি বড় নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়

  • আপলোড সময় : ০৫-১১-২০২৫ ০৭:২৭:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৫ ০৭:২৭:৩৫ অপরাহ্ন
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রথম তিনটি বড় নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর গত মঙ্গলবার প্রথম তিনটি বড় নির্বাচন হয় যুক্তরাষ্ট্রে। এই তিনটি নির্বাচনেই ডেমোক্র্যাটরা জয়লাভ করেছে, যা নেতাদের মধ্যে নতুন আশা এবং আগামী বছরের কংগ্রেস নির্বাচনের আগে বিপর্যস্ত দলটিকে গতিশীলতা দিয়েছে।
নিউইয়র্ক সিটিতে, ৩৪ বছর বয়সী গণতান্ত্রিক সমাজতান্ত্রিক জোহরান মামদানি মেয়র পদে জয়লাভ করেছেন, যা একজন অপরিচিত রাজ্য আইন প্রণেতা থেকে দেশের সবচেয়ে দৃশ্যমান ডেমোক্র্যাটিক ব্যক্তিত্বদের একজন হয়ে ওঠার এক অপ্রত্যাশিত উত্থান। এছাড়া ভার্জিনিয়া এবং নিউ জার্সিতে, মধ্যপন্থি ডেমোক্র্যাট অ্যাবিগেল স্প্যানবার্গার (৪৬) এবং মিকি শেরিল (৫৩) যথাক্রমে গভর্নর পদে জয়লাভ করেছেন। সংবাদমাধ্যমগুলো বলছে, মঙ্গলবারের এই নির্বাচনে ডেমোক্র্যাটদের জয় ছিল ট্রাম্পের জন্য একটি পরীক্ষা যে পরীক্ষায় ট্রাম্প হেরে গেছেন বলে মনে হয়। রয়টার্স বলছে, মঙ্গলবারের নির্বাচনী ফলাফল থেকে বোঝা যায় যে, ট্রাম্পের নয় মাসের শাসনকালকে আমেরিকানরা কীভাবে জবাব দিয়েছে। এই নির্বাচনগুলো ২০২৬ সালের আগে ডেমোক্র্যাটিক পার্টির প্রচারণার ভিন্ন ভিন্ন কৌশলের পরীক্ষা হিসেবেও কাজ করেছে। কারণ দলটি ওয়াশিংটনে ক্ষমতার বাইরে রয়েছে এবং এখনও রাজনৈতিক অস্থিরতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি। যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ শহর নিউইয়র্কের মেয়র নির্বাচন হয় মঙ্গলবার। স্থানীয় সময় সকালে শুরু হয় ভোট গ্রহণ। শহরটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন নিজেকে একজন গণতান্ত্রিক সমাজতান্ত্রিক পরিচয় দেয়া মামদানি। তিনি নিউইয়র্ক শহরের ১১১তম মেয়র। একইসঙ্গে ১৮৯২ সালের পর শহরের সর্বকনিষ্ঠ। এছাড়া নিউইয়র্ক শহরের প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত ও আফ্রিকায় জন্মগ্রহণকারী মেয়র হলেন মামদানি। নানা কারণে এই নির্বাচন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মঙ্গলবার নিউইয়র্ক সিটির মেয়র পদে ভোটার উপস্থিতি কমপক্ষে ১৯৬৯ সালের পর সর্বোচ্চ ছিল। তিনজন ডেমোক্র্যাটিক প্রার্থীই অর্থনৈতিক বিষয়গুলোর উপর জোর দিয়েছিলেন, বিশেষ করে ‘সামর্থ্যের’ উপর, যা বেশিরভাগ ভোটারকে কাছে টেনেছে। যুক্তরাষ্ট্রের বৃহত্তম এই শহরের প্রথম মুসলিম মেয়র মামদানি, সাবেক ডেমোক্র্যাটিক গভর্নর অ্যান্ড্রু কুওমোকে (৬৭) পেছনে ফেলেছেন, যিনি এই বছরের শুরুতে মামদানির কাছে মনোনয়ন হারার পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এদিকে, রিপাবলিকান লেফটেন্যান্ট গভর্নর উইনসোম আর্ল-সিয়ার্সকে পরাজিত করে স্প্যানবার্গার ভার্জিনিয়ায় জয়লাভ করলেন। তিনি রিপাবলিকান গভর্নর গ্লেন ইয়ংকিনের স্থলাভিষিক্ত হবেন। স্প্যানবার্গার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের প্রথম নারী গভর্নর। অন্যদিকে, নিউ জার্সির শেরিল রিপাবলিকান জ্যাক সিয়াটারেলিকে পরাজিত করেছেন।  ডেমোক্র্যাটিক গভর্নর ফিল মারফির জায়গায় দায়িত্ব পালন করবেন শেরিল। শেরিল নিউজার্সি অঙ্গরাজ্যের ইতিহাসে প্রথম নারী ডেমোক্র্যাট গভর্নর। এদিকে, মঙ্গলবার রাতে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে, ট্রাম্প তার নাম ব্যালটে না থাকার কারণে এবং চলমান ফেডারেল সরকার বন্ধ থাকাকে পরাজয়ের কারণ হিসেবে উল্লেখ করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
নির্বাচনে আগে সহিংসতার শঙ্কা নিয়ে আইআরআই’র সঙ্গে একমত সরকার

নির্বাচনে আগে সহিংসতার শঙ্কা নিয়ে আইআরআই’র সঙ্গে একমত সরকার