ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) তিনটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই তালিকায় নিজেদের দল ‘আমজনতার দল’ না গেটের সামনে আমরণ অনশনে বসেছে দলটির সদস্য সচিব তারেক রহমান। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দলের নিবন্ধন নিয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের ব্রিফিংয়ের পর বিকাল চারটার দিকে প্রধান ফটকের সামনে আমরণ অনশনের বসেন তারেক রহমান। তারেক রহমান বলেন, আমাদের দলের নিবন্ধন হয়নি বলে এখানে অনশনে বসেছি। এখন আমরা কোর্টে যাবো নাকি করবো জানি না, মাথা কাজ করে না। ওনারা (ইসি) কী চায় আমাদের বলেও না, আমরা বুঝিও না। এদের কাছে গেলে পিএস দিয়ে বিদায় করে দেয়। বলে যে, স্যার নিবন্ধন নিয়ে কোনো কথা বলবেন না। তিনি বলেন, আমদের যে শর্তগুলো দিয়েছে- আমরা চেষ্টা করেছি, আমাদের জায়গা থেকে পূরণ করার জন্য। কিন্তু আমরাতো ছোট দল, এত টাকা কই পাবো? আমাদের টিনের ঘর, বেড়ার ঘর পছন্দ হচ্ছে না তাদের। তো এই আর কী, রিজেক্ট করলো। গতকাল মঙ্গলবার তিনটি দলের নিবন্ধন চূড়ান্ত করেছে ইসি জানিয়ে তারেক বলেন, ডেসটিনি কবে থেকে রাজনীতি করে, বলেন? জেল থেকে এসে আবার যেন জেলে যেতে না হয়, তাই দল খুলেছে। তাকে নিবন্ধন দিয়েছে। আমরা রাজনীতিটা করি, কিন্তু আমাদের পছন্দ হচ্ছে না। আমাদের তো টাকা নাই। ডেসটিনি কোম্পানিকে নিবন্ধনের তালিকায় নাম লিখছে, এইটাই এদের কোয়ালিটি। এমএলএম ব্যবসায়ীদের সঙ্গে এদের যোগসাজশ। কতদিন অনশনে থাকবেন জানতে চাইলে তারেক বলেন, আছি এখানে। আর কোনো পদক্ষেপ নাই। অনশনে আছি, যতক্ষণ সমাধান না হচ্ছে। যতক্ষণ দম আছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
নিবন্ধন না পেয়ে ইসির সামনে আমরণ অনশনে আমজনতা’র তারেক
- আপলোড সময় : ০৫-১১-২০২৫ ০৭:০০:৪৬ অপরাহ্ন
- আপডেট সময় : ০৫-১১-২০২৫ ০৭:০০:৪৬ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্টাফ রিপোর্টার